• পরবাস : মন্তব্য / Comments
  • এই সংখ্যা নিয়ে মন্তব্য জমা দিন / Make a comment about this issue
  • (?)
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি
  • সাক্ষাৎকার—অধ্যাপক অমলকুমার মুখোপাধ্যায় | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৭০ | March 2018
    Nirajita Srinivasan : Kolkata : 2023-11-27
    পড়ে ভাল লাগল। সাক্ষাৎকারটি তথ্যসমৃদ্ধ, a real insight into the life of professor Mukhopadhay, বিভিন্ন বিষয়ের ওপর ওনার মতামত, Presidency College-এর বর্তমান পরিস্থিতি, যুগ পরিবর্তনের পরিপ্রেক্ষিতে senior দের inclusivity ইত্যাদি। নীরাজিতা শ্রীনিবাসন।
  • অবন্ধু | পরন্তপ বসু | সংখ্যা : ৯২ | October 2023
    Rupa Mandal : Ariadaha, Kolkata 700057 : 2023-11-17
    ভীষণ ভালো লাগলো গল্পটা। তবে এটা অনেকটাই সাইকোলজিক্যাল ইস্যু। লেখক সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করেছেন।
  • আমার মেদবিয়োগ | ইন্দ্রাণী গোস্বামী | সংখ্যা : ৯২ | October 2023
    Rupa Mandal : Ariadaha, Kolkata 700057 : 2023-11-17
    খুব ভাল লাগল লেখাটা। সত্যিই যারা খাদ্যরসিক তাদের যেন শত জ্বালা! খেতে ভালবাসলেও ওজন বাড়ানো চলবে না।
  • বুদ্ধদেব বসুঃ স্বয়ং প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের স্রষ্টা | সুমিতা চক্রবর্তী | সংখ্যা : Buddhadeva Bose | January 2008
    পার্থ রায় : কলকাতা ৭০০০৬৬ : 2023-11-16
    খ্যাতনামা সাহিত্যিক বুদ্ধদেব বসু সম্বন্ধে তথ্যসমৃদ্ধ এই লেখাটি বাংলা সাহিত্য নিয়ে পাঠরত অথবা গবেষণারত ছাত্র-ছাত্রীদের কাছে একটি মূল্যবান ডকুমেন্ট। কোন সন্দেহ নেই। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি প্রথমে তৎকালীন রিপন কলেজে অধ্যাপনা করেছিলেন। ওই কলেজেই কবি বিষ্ণু দে ছিলেন বুদ্ধদেবের সহকর্মী। লেখার মধ্যে এই তথ্যটা নেই। থাকা উচিত ছিল নয় কি?
  • আমার মেদবিয়োগ | ইন্দ্রাণী গোস্বামী | সংখ্যা : ৯২ | October 2023
    নিবেদিতা বিশ্বাস : বাঁকুড়া : 2023-11-15
    অসাধারণ সুন্দর লাগল ,আমাদের মত খাদ্যরসিক মানুষদের জন্য একেবারেই সঠিক। আর একটা সুন্দর social message-ও আছে । ভালবেসে কোন কাজ করলে পরিশ্রমটা বুঝতেই পারা যায় না....দারুণ, দারুণ....
  • হারিয়ে যাওয়া বই | জিতেন মিস্ত্রী | সংখ্যা : ৯২ | October 2023
    Rupa Mandal : Ariadaha, Kolkata 700057 : 2023-11-13
    খুব সুন্দর। পুরোনো মধুরতা হারিয়ে যাচ্ছে যন্ত্রের যন্ত্রণায়।
  • সম্পাদকীয় | পরবাস | সংখ্যা : ৯২ | October 2023
    Rupa Mandal : Ariadaha, Kolkata 700057 : 2023-11-07
    'পরবাস'কে অনেক অনেক ধন্যবাদ। পরবাস টিমের নিরলস পরিশ্রম 'পরবাস'-কে নিত্য নতুন সংযোজন উপহার দিয়ে চলেছে। নতুন নতুন লেখা ও সংযোজন পরবাসকে আরো সমৃদ্ধ করুক এই কামনা করি।
  • মাতৃ-যত্ন ও এপিজেনেটিক্স | নূপুর রায়চৌধুরি | সংখ্যা : ৯১ | July 2023
    Rupa Mandal : Ariadaha, Kolkata 700057 : 2023-11-07
    খুব গুরুত্বপূর্ণ এবং তথ্যসমৃদ্ধ লেখা। পড়ে অনেক কিছু জানতে পারলাম। লেখিকাকে অনেক অনেক ধন্যবাদ।
  • উৎপাদন ও ভারী শিল্প কর্মজগতে মহিলা ইঞ্জিনিয়ারদের বর্তমান অবস্থান ও আগামীর লক্ষ্য | স্বস্তিকা চ্যাটার্জী দাস | সংখ্যা : ৯২ | October 2023
    Susmita Saha Dhar : Kolkata : 2023-11-03
    Woman empowerment automatically comes when we are talking about DE&I (Diversity, Equity, and Inclusion).
    I worked with the author of this article for a long time as a hard-core engineering field professional. This article allowed me to remember the days when we both were a part of a women's networking group of one US-based MNC. I too can relate this article to our past, present, and future.
  • ছেঁড়া পালে বুক ফুলিয়ে... | মৌসুমী ভট্টাচার্য | সংখ্যা : ৯২ | October 2023
    কমল কুমার দাস : কলকাতা : 2023-10-26
    অত্যন্ত সাবলীল গদ্যে এক মহীয়সী নারীর আত্নকথা তুলে ধরেছেন মৌসুমী। জলের মত বহমান তাঁর লেখনী। চমৎকার মুন্সিয়ানায় সংক্ষিপ্তাকারে ডাক্তার হৈমবতীর জীবন উপস্থাপনা করার জন্য লেখিকাকে অসংখ্য ধন্যবাদ।
  • বিস্মৃতির আড়ালে | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ৯২ | October 2023
    Aparupa Chatterjee : কোলকাতা : 2023-10-23
    'বিস্মৃতির আড়ালে' লেখাটি একই সঙ্গে ৭১-৭২ এর দুঃসহ স্মৃতিকে উসকে যেমন দিল, তেমনি অদ্ভুত এক ভালোলাগাও এনে দিলো। অয়নের প্রতি কিশোর-প্রেম, যা' পরিণতি পায়নি, পেল না, অথচ পেতে পারত। অপরিণত প্রেমের অনস্তিত্বে যখন সন্দেহ, আর অস্তিত্বে স্বস্তির মানসিক দোলাচলটিও বেশ। আর প্রকৃত বাস্তব প্রেম মিশে আছে গল্পে রাহুলের চায়ে আর কফিতে। জীবন সেখানেই।
  • অথ চুলকথা | রঞ্জন ভট্টাচার্য | সংখ্যা : ৯২ | October 2023
    অভিনব বসু : যাদবপুর, কলকাতা : 2023-10-20
    লেখাটা দুর্দান্ত লাগলো। খুব সরাসরি সামাজিক সমালোচনা না থাকলেও , খুব ছোটোখাটো , টুকরো ঘটনার যেন একটা কোলাজ তৈরি হয়েছে। তার মধ্যে ফুঁটে উঠেছে সেই সময়ের নানা দিক।

    স্মৃতিচারণের একটি করুণ আবহ থাকলেও, একটা সূক্ষ্ম ব্যঙ্গের সুর বর্তমান আছে। সব মিলিয়ে খুব ফুরফুরে লাগলো।
  • ব্রেকিং নিউজ | উস্রি দে | সংখ্যা : ৯২ | October 2023
    Papun Bhattacharya : Siliguri : 2023-10-19
    খুব সুন্দর লেখা । মন ছুঁয়ে যায়। উৎসার জন্য একটা অনুভূতি রয়ে যায় মনের গভীরে ।
  • ছেঁড়া পালে বুক ফুলিয়ে... | মৌসুমী ভট্টাচার্য | সংখ্যা : ৯২ | October 2023
    মাধুরী দে : রানাঘাট : 2023-10-18
    অনেক অজানা তথ্য পেলাম। এইসব নারীরা আজও আমাদের অনুপ্রেরণা। মৌসুমীর কলমে তিনি আরও জীবন্ত।
  • গ্রন্থ-সমালোচনা | ভবভূতি ভট্টাচার্য | সংখ্যা : ৯২ | October 2023
    অভিজিৎ দাল : ভেটাগুড়ি, কোচবিহার : 2023-10-18
    পরবাস মূল‍্যবান মণিমাণিক‍্যের খনি হয়ে উঠছে।
  • সুপারহিরো | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৯২ | October 2023
    Tapas Kar : Trombay : 2023-10-17
    একেবারেই সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের গল্প। অসম্ভব গতি। আর পড়তে ততোধিক আনন্দ।
  • দংশন | কৌশিক সেন | সংখ্যা : ৯২ | October 2023
    অতনু ভট্টাচার্য্য : কলকাতা : 2023-10-17
    অসাধারণ নাটক। নাটকটি মঞ্চস্থ করবার ইচ্ছা রাখি।
  • বিস্মৃতির আড়ালে | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ৯২ | October 2023
    প্রদীপ পারে‌খ : কলকাতা : 2023-10-17
    গল্পটি বেশ ভালো লাগল, সত্তরের দশকের গোড়ার দিকে‌র অস্থির ও উত্তাল সময়টা আবার অনুভব করতে পারলাম। সেই সময়ে আমিও কিশোর বয়সী। স্কুলের পরীক্ষা ভণ্ডুল হ‌ওয়া ও পরীক্ষা ছাড়া‌ই প্রোমোশনের প্রত‍্যক্ষ অভিজ্ঞতা আমার‌ও হয়েছিল, সে সময়ের অন্য অনেকে‌র মতো‌।

    লেখার মধ্যে অনেক অংশ খুব সুন্দর ও বাস্তব, যেমন কাশ্মীরি কাঠের বাক্সে ধরে রাখা স্মৃতির টুকরো বা আকাশে তারা দেখার স্মৃতি। হারিয়ে যাওয়া অয়ন যেন সেই শুকতারা‌র‌ই মতো, যা দূরে থেকেও বারবার দেখা দিয়ে জাগিয়ে তোলে ফেলে আসা দিন‌গুলো।
  • উত্তরাখণ্ডের পাখি (১) | অনুপম মুখার্জী | সংখ্যা : ৯২ | October 2023
    Santa Chatterji : California : 2023-10-17
    Very nice photo of different kind of birds. Like to see more in future. At California we see different colored finch. Yellow finch you can hold in your palm.
  • উপহার | রূপা মণ্ডল | সংখ্যা : ৯২ | October 2023
    Nupur Raychaudhuri : Michigan, USA : 2023-10-16
    অজান্তেই চোখে জল এসে গেল, এরকম যদি সত্যিই হোত !
  • একটু অন্ধকারের খোঁজে | ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা | সংখ্যা : ৯২ | October 2023
    Nupur raychaudhuri : Michigan, USA : 2023-10-15
    নর্থ কাইবাব ফরেস্টে, রাতের ঘন অন্ধকারে দেখেছিলাম আকাশ-জোড়া মিল্কিওয়ে । মাউন্ট কিলির পাদদেশে রাতের তাঁবু গেড়েছিলাম 2011 সালে, সেখানেও দেখেছি তারাদের মজলিশ। অনেক ভালো লাগলো এই রচনা, জানলাম অনেক কিছু ।
  • মহাকাশযাত্রীর খাতা | অচিন্ত্য দাস | সংখ্যা : ৯২ | October 2023
    Nupur Raychaudhuri : Michigan, USA : 2023-10-15
    ভারী মিষ্টি এক গল্প
  • উত্তরাখণ্ডের পাখি (১) | অনুপম মুখার্জী | সংখ্যা : ৯২ | October 2023
    ছন্দা বিউট্রা : ওমাহা, নেব্রাস্কা : 2023-10-15
    ওমা!! কি সুন্দর ছবিগুলো! আমি ঠিক ঐ জায়গাগুলোয় পাখি দেখতে গেছিলাম--গত এপ্রিল মাসে। পরিচিত ছবিগুলো দেখে খুব ভালো লাগলো।
  • বাংলা উচ্চারণ সমস্যা | উদয় চট্টোপাধ্যায় | সংখ্যা : ৯১ | July 2023
    পলাশ বরন পাল : কোলকাতা : 2023-10-02
    আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো। আমার একটা ছোট্টো মন্তব্য আছে — অন্ত্য ❛ই❜-এর উচ্চারণ সম্পর্কে আপনি যা লিখেছেন, সেই বিষয়ে।

    অন্ত্য ❛ই❜ সাধারণত অভিঘাতবাচক। মোটের ওপর এর উচ্চারণের নিয়ম এইরকম। যে শব্দের শেষে ❛ই❜ যোগ হচ্ছে তা যদি স্বরান্ত হয়, তাহলে অভিঘাতের ❛ই❜ অর্ধস্বর হিশেবে উচ্চারিত হয় মূল শব্দের পেছনে। যেমন: ❛যতোই❜, ❛তুমিই❜, ❛সদাই❜। ❛ই❜ এবং তার আগের স্বর মিলে এখানে যৌগিক স্বর। কিন্তু যে শব্দের শেষে ❛ই❜ যুক্ত হচ্ছে তার উচ্চারণ যদি ব্যঞ্জনান্ত হয়, তাহলে ❛ই❜ যোগ হয়ে যায় শেষের ব্যঞ্জনের সঙ্গে। আপনি সুন্দর উদাহরণ দিয়েছেন — ❛মনই❜ (উচ্চারণ ❛মোনি❜), তখনই (উচ্চারণ ❛তখোনি❜) ইত্যাদি। রবীন্দ্রনাথ ই-কার দিয়ে লিখতেন ❛এখনি❜ ❛তখনি❜ ইত্যাদি বানান। আপনি এই প্রসঙ্গে যে দুটি গানের উল্লেখ করেছেন তারই একটিতে আছে, ❝তখনি চলিয়া যাব❞। কিন্তু যেখানে কোনো বিশেষ্যর সঙ্গে ❛ই❜ প্রত্যয় যোগ হয়, সেখানে তিনিও ই-কার দিয়ে লেখার চেষ্টা করেন নি, বা সঙ্কোচ বোধ করেছেন। সেই কারণে লিখেছেন ❛পথিকেরই❜।

    আপনার লেখার মধ্যে প্রচ্ছন্ন একটি প্রশ্ন আছে — ❛কখনই❜ কি এই নিয়ম মেনে চলে? আসলে, চলে। সেটা ব্যাখ্যা করার সবচেয়ে ভালো উপায়, অভিঘাতবাচক ❛ই❜ বাদ দিয়ে ভাবা। আপনি উদাহরণস্বরূপ যে বাক্যটি লিখেছেন, অভিঘাত বর্জন করলে সেটি দাঁড়ায় এইরকম: ❝এ কথা আমি কখনো বলি নি।❞ অভিঘাতবাচক ❛ই❜ যোগ করলে পাওয়া যাবে ❛কখনোই❜। এতে ❛ই❜ আলাদাভাবে উচ্চারিত হবে, আগে যে নিয়ম বলেছি তা অনুযায়ী। মুশকিল হলো, আমি যে শব্দটা ❝কখনো❞ বানানে লিখলাম (এবং ❝কখোনো❞ বানানে লিখতে ইচ্ছে করি) সেটি অনেকে ও-কার বর্জন করে লেখেন, ফলে ব্যঞ্জনান্ত ❝কখন❞ (উচ্চারণ ❝কখোন্❞) শব্দের সঙ্গে গুলিয়ে যায়। ❝কখনোই❞ শব্দটা কিন্তু এর সঙ্গে ❛ই❜ প্রত্যয় যোগ করে তৈরি হয় না।

    এই প্রসঙ্গে অন্য একটি কথা বলা দরকার। বাংলায় ❛ও❜ প্রত্যয়ও শব্দের শেষে যোগ হয়, ইংরিজির `also' অর্থে। অনেকে ধরে নেন, ❝কখন❞ শব্দের সঙ্গে এই ❛ও❜ যোগ করে ❝কখনো❞ শব্দ তৈরি হয়। তা কিন্তু নয়। এ নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমার ❝ও বনাম ও❞ নামক একটি লেখায় [❝আ মরি বাংলা ভাষা❞ বইয়ের অন্তর্ভুক্ত]। যেখানে অধিকবাচক ❛ও❜, সেখানে সেই ❛ও❜ বাদ দিলেও বাক্যটির দিব্যি অর্থ হয়। উদাহরণ হিশেবে এই দুটি বাক্য দেখুন: ❝আমার বোনও যাবে❞ আর ❝আমার বোন যাবে❞। কিন্তু ❝আমি কখনো আফ্রিকা যাই নি❞, এই বাক্যটিতে ❝কখনো❞ শব্দের পরিবর্তে ❝কখন❞ বসালে এর কোনো অর্থ হবে না। অর্থাৎ, ❝কখনো❞ শব্দের শেষের যে ❛ও❜, তা অধিকবাচক প্রত্যয় নয়। যদি হতো, তাহলে এর সঙ্গে কখনোই ❛ই❜ প্রত্যয় যোগ হতে পারতো না। ❝বোনও❞ শব্দের সঙ্গে অভিঘাতবাচক ❛ই❜ বসাবার চেষ্টা করুন, হবে না। ❝কখন❞ আর ❝কখনো❞ দুটি আলাদা শব্দ, যেমন ❝কোন❞ আর ❝কোনো❞ আলাদা। সংসদ অভিধানে দেখবেন, এদেরকে আলাদা শব্দ হিশেবেই দেখানো আছে। এই কথাটি মনে রেখে যদি এই সব (অর্থাৎ যে সব শব্দের অন্তিম ❛ও❜ ধ্বনি অধিকবাচক প্রত্যয়ের নয়) শব্দের বানান যদি সর্বদা ও-কার দিয়ে লেখা যায়, তাহলেই এ সংক্রান্ত বিভ্রান্তি থেকে রক্ষা পাওয়া যায়।

  • আওয়াজ | পরন্তপ বসু | সংখ্যা : ৮৮ | October 2022
    উত্তম ভট্টাচার্য : কলকাতা। : 2023-09-21
    চমৎকার লেখা। আমরা যারা সত্তর এর দশকে ছাত্র ছিলাম, তারা কেউ কেউ এই গল্প এ নিজেদের দেখবে। কত নীলা, অনি হারিয়ে গেছে সে দিন। কেউ কেউ আবার এসব আন্দোলন ছেড়ে আমেরিকাবাসি হয়ে সুন্দর দিন কাটাচ্ছেন। একটা যুগের ইতিহাস। ঋত্বিক ঘটককে মনে রেখে বলতে হয়,এক কনফিউসড জেনারেশনের কথা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের এক ব্যতিক্রমী সময়ের জলছবি। এক হারিয়ে যাওয়া প্রেমের বিষাদকাহিনী। লেখককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর আরো গল্গ পড়ার জন্য অপেক্ষা করব, উদগ্রীব থাকব। আবারও অভিনন্দন জানাই।
  • সম্পাদকীয় | পরবাস | সংখ্যা : ৯১ | July 2023
    dipankar chowdhury : Kolkata : 2023-08-13
    এই সংখ্যার "সম্পাদকীয়"-টি পড়তে পড়তে কী খেয়ালে ৬৬-তম সংখ্যায় (জুলাই 2017) চলে গিয়ে পড়লাম যে "পরবাস"-এর পৃষ্ঠায় ভবভূতি ভট্টাচার্যের একশতটি গ্রন্থ-সমালোচনা লিখে ফেলার কথা সেখানে ঘোষিত হয়েছে।

    উল্লেখ্য, বর্তমান এই ৯১-তম সংখ্যায় ভবভূতির দ্বিশততম গ্রন্থ-সমালোচনাটি বেরিয়েছে ।
  • রবীন্দ্রসঙ্গীত পরিক্রমা | অনিন্দিতা বসু সান্যাল | সংখ্যা : Rabindranath Tagore | August 2023
    Sital Chandra Mandal : Paschim Medinipur : 2023-08-12
    মনোযোগ দিয়ে পড়লাম এবং সমৃদ্ধ হলাম। ম্যাডাম একটি অসাধারণ গানের লাইন দিয়ে শেষ করেছেন। কোন কিছুরই শেষ নেই, কিছুর শেষ হলেই সেটার থেকেই আবার কিছু শুরু হয়।
  • সুধীরচন্দ্রের কবিকথা | সৈয়দ কওসর জামাল | সংখ্যা : Rabindranath Tagore | July 2023
    পুরুষোত্ত্ম সিংহ : রায়গঞ্জ : 2023-08-10
    চমৎকার লাগল। গোটা বইটির সারমর্ম স্পষ্ট হয়েছে। চমৎকার তথ্য সহযোগে উপস্থাপন বইটি পাঠে আগ্রহ জাগাবে বলেই আশা করি। যার পুরো কৃতিত্ব সৈয়দ কওসর জামাল বাবুর। ধন্যবাদ।
  • সুধীরচন্দ্রের কবিকথা | সৈয়দ কওসর জামাল | সংখ্যা : Rabindranath Tagore | July 2023
    Atanu Barman Official : আহমদপুর : 2023-08-10
    জানা ছিল না। সত্যিই কতো কিছুই যে অজানা রয়ে গেল।
  • ই-মেল | সুব্রত মজুমদার | সংখ্যা : ৯১ | July 2023
    ঝর্না বিশ্বাস : মুম্বাই : 2023-07-29
    শেষ হয়েও হলো না... খুব ভালোলেগেছে...এটার দ্বিতীয় পর্ব লেখার অনুরোধ রইল...
  • দূরভাষ | ভাস্বতী মাইতি | সংখ্যা : ৯১ | July 2023
    ঝর্না বিশ্বাস : মুম্বাই : 2023-07-29
    ভীষণ ভালো গল্প। খুব ভালো লেখা...
  • 'যখন যেমন মনে পড়ে' – টুকরো স্মৃতির কোলাজ | পাপিয়া ভট্টাচার্য | সংখ্যা : ৯১ | July 2023
    Nibir Goswami : Bally. Howrah : 2023-07-28
    বইটি আমার পড়ার সৌভাগ্য হয়েছে। শুধু নিছক স্মৃতিরচনা নয়, এ বই একটা ইতিহাসের দলিল। পড়তে পড়তে কত মানুষের সঙ্গে আলাপ হয়ে গেছে। এই আত্মীয়স্বজন বন্ধুরা আমার চেনা চরিত্রের মতো বইয়ের পাতা ছেড়ে চোখের সামনে দাঁড়িয়েছে বার বার। এখানেই অনুলেখিকার সার্থকতা। গৌরীদেবী এবং ওঁর মাকে কোটি প্রণাম। গৌরীদেবীর শতায়ু কামনা করি। তাঁর স্মৃতি থেকে নেমে আসুক আরও জীবন কাহিনী। সেই সময়ের জীবন্ত ইতিহাস।
  • উত্তরঔপনিবেশিকতার বয়ান – রেনোয়া ও মালের চলচ্চিত্র | শুভদীপ ঘোষ | সংখ্যা : ৯১ | July 2023
    Sambaran Sarkar : Kolkata : 2023-07-26
    অনবদ্য লেখা। যদিও পশ্চিমী এই রোগ সেরে উঠছে, গ্লোবালাইজেশনের কারণেই সারছে। তবু মার্টিন স্করসিজের মন্তব্য বেশ কমিক্যাল লাগল। 'দ্য রিভার' সিনেম্যাটিক্যালিও আহামরি দুর্ধর্ষ কিছু না। সত্যজিৎ রায় জড়িত না থাকলে জাঁ রেনোয়াকে নিয়ে বাংলায় এতটা কথাবার্তা হয়তো হতও না। ওদিকে রুডিয়ার্ড কিপলিংকেও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধে বেশ হেনস্থা করা আছে 'ওরিয়েন্টালিজম'-এর রোগ বিষয়ে। থ্যাঙ্ক ইউ শুভ। অত্যন্ত সলিড লেখা।
  • অতীতের "সবচেয়ে সম্পদশালী পাহাড় " - মন্টানার বিউট শহরের কাহিনী | স্বস্তিকা চ্যাটার্জ্জী দাস | সংখ্যা : ৯১ | July 2023
    Ranen Bhattacharyya : Kolkata : 2023-07-25
    It is a very detailed description of this rarely known beautiful place. The language is crisp and brings a nice imagery of the place. Delightful reading.
  • সুধীরচন্দ্রের কবিকথা | সৈয়দ কওসর জামাল | সংখ্যা : Rabindranath Tagore | July 2023
    ওয়াকিল আহমদ : ভিয়েনা, ভার্জিনিয়া : 2023-07-23
    পুস্তক সমালোচনাটি পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবনের অনেক অজানা বিষয় জানা গেল। রবীন্দ্রনাথ নিজের গ্রন্থের প্রুফ নিজেই দেখতেন এবং শব্দের পরিবর্তন, সংযোজন করতেন লেখার মান উন্নত করার জন্য, এটা আমাদের জন্য একটা লেশন বা শিক্ষণীয় বিষয়। রিভিউটি সুলিখিত ও সুখপাঠ্য। লেখককে ধন্যবাদ জানাই।
  • 'জোয়াই ' – শোষণের অজানা সহজপাঠ | রঞ্জন ভট্টাচার্য | সংখ্যা : ৯১ | July 2023
    Mahua Bhattacharya : Ramrajatala .Howrah : 2023-07-23
    অসাধারণ লেখা। সমালোচককে ধন্যবাদ। বইটা খুব তাড়াতাড়ি পড়ে ফেলার ইচ্ছা রইল।
  • ভুলে যাই থেকে থেকে... | মৌসুমী ভট্টাচার্য | সংখ্যা : ৯১ | July 2023
    মাধুরী দে : রানাঘাট : 2023-07-21
    পড়তে পড়তে ছবির মতো ভেসে উঠছিল দৃশ্য গুলি। লেখনী অসাধারণ। মন কে নাড়া দিয়ে গেল। অনেক অজানা কাহিনী জানলাম। এই আত্মত্যাগের কাহিনী ভারতের স্বাধীনতা সংগ্রামের পাতায় আছে। সমৃদ্ধ হলাম।
  • তিনটি কবিতা | অঙ্কন ধর | সংখ্যা : ৯১ | July 2023
    Sourav Bairagi : Dallas : 2023-07-19
    Effortlessly lyrical and poignant to tug at your heart strings. These poems talk about the fragments of our lives we left behind.
  • গান নিয়ে (৬): গুগাবাবার গান | সম্বিৎ বসু | সংখ্যা : ৯১ | July 2023
    Surajit Basu : Kolkata : 2023-07-19
    অত্যন্ত পরিশ্রমী রচনা এবং স্বাদু। শুভেচ্ছা জানাই ।
  • ইয়মগো নদীর দেশ - আলো | সুব্রত সরকার | সংখ্যা : ৯১ | July 2023
    Mousumi Banerjee : India : 2023-07-18
    আলোর কথা, নদীর কথা ভালো লাগল ।
  • উত্তরঔপনিবেশিকতার বয়ান – রেনোয়া ও মালের চলচ্চিত্র | শুভদীপ ঘোষ | সংখ্যা : ৯১ | July 2023
    শঙ্খ রায় : কলকাতা : 2023-07-18
    অসামান্য একটা প্রবন্ধ। জটিল একটি বিষয়কে এত প্রাঞ্জল ভাবে উপস্থাপনা করা হয়েছে যে ভাবনার নতুন দিগন্ত খুলে যায়। অনেক ধন্যবাদ লেখককে।
  • 'জোয়াই ' – শোষণের অজানা সহজপাঠ | রঞ্জন ভট্টাচার্য | সংখ্যা : ৯১ | July 2023
    Asish Kumar Lahiri : কলকাতা : 2023-07-18
    এমন চমকপ্রদ একটি বইয়ের কথা আগে শুনিনি ভেবে লজ্জা হল।
  • তিনটি কবিতা: রোজনামচা; খড়কুটো; হাওয়া মিঠাই | নেত্রা মুখার্জী | সংখ্যা : ৯১ | July 2023
    রাজন্যা : চেন্নাই : 2023-07-18
    খুব সুন্দর
  • 'জোয়াই ' – শোষণের অজানা সহজপাঠ | রঞ্জন ভট্টাচার্য | সংখ্যা : ৯১ | July 2023
    অরুনাভ রায় : Calcutta : 2023-07-18
    একটি চমৎকার বইয়ের নিঃসকোচ আলোচনা। বইটি পড়বার উৎসাহ বাড়ালো।
  • আলোর বিকল্প | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৯১ | July 2023
    অরুণাচল দত্ত চৌধুরী : নিউ টাউন, কলকাতা : 2023-07-17
    সাদা কালো বাস্তব মিলিয়ে আশ্চর্য রকম ভালো একটা অন্ধকারের গল্প।
  • বর্ষারাতের শেষে | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ৯১ | July 2023
    Dipankar Chowdhury : Kolkata : 2023-07-17
    অতি চমৎকার গল্প!
  • বাংলা উচ্চারণ সমস্যা | উদয় চট্টোপাধ্যায় | সংখ্যা : ৯১ | July 2023
    অচিন্ত্য দাস : নিউ ইয়র্ক : 2023-07-17
    চমৎকার একটি নিবন্ধ পড়লাম। প্রত্যেক লাইনেই মনে হয় - আরে, এটা তো এতদিন খেয়াল করিনি! বাংলা বানান আর উচ্চারণবিধি কোনো নিয়মেই বাঁধা যায় না (জানা গেল স্বয়ং রবীন্দ্রনাথও তেমন সফল হতে পারেননি।)

    লেখাটির ভেতরে একটি রসপ্রবাহ আছে যা আজকালের বাংলা প্রবন্ধ /নিবন্ধে বিরল। সব মিলিয়ে সংগ্রহে রাখার মতো রচনা।
  • অতীতের "সবচেয়ে সম্পদশালী পাহাড় " - মন্টানার বিউট শহরের কাহিনী | স্বস্তিকা চ্যাটার্জ্জী দাস | সংখ্যা : ৯১ | July 2023
    জয়ন্তানুজ ঘোষ : বেঙ্গালুরু : 2023-07-17
    খুব ভালো লাগলো লেখাটি। মনে হল আমি যেন বিউট শহরের রাস্তায় অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি।
  • দু'টি কবিতা: দুঃসময়ের রাত্রিকে...; প্রার্থনা | সন্তোষ ধর্ম রাঠোড় | translated by অর্ঘ্য দত্ত | সংখ্যা : ৯১ | July 2023
    তনিমা হাজরা : মুম্বাই : 2023-07-16
    মূল কবিতা পড়িনি। কিন্তু বাংলায় ছন্দ ও বক্তব্য খুব প্রাসঙ্গিক ও তীক্ষ্ণ।
  • ছবির খাতা থেকে | সৌমিলী পাল | সংখ্যা : ৯১ | July 2023
    N Goswami : Vizag : 2023-07-16
    Khub valo sob chobi guloi...
  • ছবির খাতা থেকে | সৌমিলী পাল | সংখ্যা : ৯১ | July 2023
    Diptendra Prasad Sinha : Kolkata : 2023-07-16
    Khub shundor and colorful
  • 'জোয়াই ' – শোষণের অজানা সহজপাঠ | রঞ্জন ভট্টাচার্য | সংখ্যা : ৯১ | July 2023
    Surajit Basu : Kolkata : 2023-07-16
    অজানা কাহিনি । জানলাম । মর্মান্তিক । মনুষ্যেত্বর লজ্জা । লেখক ও আলোচককে ধন্যবাদ । সৌন্দর্যের অন্তরালের বীভৎসতাকে তুলে ধরলেন ।
  • মাতৃ-যত্ন ও এপিজেনেটিক্স | নূপুর রায়চৌধুরি | সংখ্যা : ৯১ | July 2023
    সিদ্ধার্থ মজুমদার Siddhartha Majumdar : কলকাতা : 2023-07-15
    খুব ভালো এবং তথ্যসমৃদ্ধ লেখা। চিত্তাকর্ষক এবং গুরুত্বপূর্ণ বিষয়ের এই লেখাটি পড়ে খুব ভালো লাগল।
  • বাংলা উচ্চারণ সমস্যা | উদয় চট্টোপাধ্যায় | সংখ্যা : ৯১ | July 2023
    chhanda bewtra : omaha ne. usa : 2023-07-14
    উদয় চট্টোপাধ্যায়-এর 'বাংলা উচ্চারণ সমস্যা' লিখে খুব উপকার করেছেন বটে কিন্তু পড়ে তো আমার মাথাটা আরও গুলিয়ে গেল (না গেলো?)। আমার মতো প্রবাসে বেড়ে ওঠা বাঙালীদের তো আরও মুশকিল। আমরা চারপাশে হিন্দি/সংস্কৃত উচ্চারণে বন্ধুদের লকশমি আর সোয়াতী বলে আসছি, কিন্তু বাঙালীদের সামনে মনে করে লক্খী বা শাতী না ডাকলে ওঁদের ভুরু কুঁচকে যায়। এছাড়াও আমরা প্রবাসীরা যেরকম জানতাম, আধুনিক কোলকাতাবাসীদের বাংলা উচ্চারণ তার থেকে নিশ্চয়ই অনেক বদলে গেছে। আমাদের চাই একটা স্ট্যান্ডার্ড। একা চলতে আপত্তি নেই কিন্তু সেটা কি একলা হবে না অ্যাকলা? উদয়বাবু যদি কাজে লাগাবার মতো কিছু নিয়ম লিখে দেন তো আমাদের অনেক সুবিধা হয়।
  • মাতৃ-যত্ন ও এপিজেনেটিক্স | নূপুর রায়চৌধুরি | সংখ্যা : ৯১ | July 2023
    chhanda bewtra : omaha. ne. usa : 2023-07-14
    শ্রীমতী রায়চৌধুরীর 'মাতৃযত্ন ও এপিজেনেটিকস' প্রবন্ধটা পড়ে খুব ভালো লাগলো। এইরকম নানা বিষয়ে আরও প্রবন্ধ পড়তে চাই। শুধু বায়োলজি বা মেডিসিন নয়,জ্যোতির্বিজ্ঞান থেকে আরটিফিসিয়াল ইন্টেলিজেন্স, কত কিছু নিয়ে পড়ার ইচ্ছে। লেখক ও পাঠকদের অনুরোধ, আরও লিখুন।
  • দুই মহীরুহের পতন: বব লুকাস ও এড প্রেসকট | পরন্তপ বসু | সংখ্যা : ৯১ | July 2023
    Dr. Arup Ratan Mukhopadhyay : Minneapolis : 2023-07-08
    কেইনস্-উত্তৱ সমষ্টি অর্থনীতিৱ গতি প্রকৃতি বিশ্লেষণে এই লেখা এক মূল্যবান সংযোজন। ঋদ্ধ হলাম। বাংলায় অর্থনীতিৱ লেখা আৱও বেশী হোক এই আশা ৱাখি।
  • রবীন্দ্রসংগীতের আয়নামহল | সুধীর চক্রবর্তী | সংখ্যা : Rabindranath Tagore | April 2009
    কৃষ্ণেন্দু ব্যানার্জি : বৈঁচিগ্রাম (হসপিটালের কাছে), হুগলী,৭১২১৩৫ : 2023-07-01
    রবীন্দ্রনাথ তো মহাকাশ। যাঁরা সেই মহাকাশকে আরও একটু কাছ থেকে তন্নিষ্ঠ ও শ্রদ্ধাবনত হয়ে অন্বেষণ করেন তাঁরা আমার কাছে মহাদ্রুম। তাঁদের পান্ডিত্যের ছায়ায় আমরা তৃণ ও ধূলিকণার দল ঋদ্ধ হই, আর সেই বিরাট মহাকাশের থেকে আগত মহাজাগতিক অণিমায় স্নাত হই। ভাবি শুধু, সমীর সেনগুপ্ত, সুধীর চক্রবর্তী, শঙ্খ ঘোষের মতো এইসব মহাবৃক্ষেরা আজ আর নেই, কারা আমাদের রবীন্দ্রবোধ-এ দীক্ষা দেবেন, কারা আমাদের চেনাবেন রবীন্দ্র দিগন্তের পথ!

    এইসব অসাধারণ মানুষের অসাধারণ লেখার সঙ্গ উপহার দেওয়ার জন্য 'পরবাস' আন্তর্জাল পত্রিকাকে জানাই কৃতজ্ঞতা।
  • অমলতাস | পূর্বিতা পুরকায়স্থ | সংখ্যা : ৯০ | April 2023
    রূপা মন্ডল : আড়িয়াদহ : 2023-06-29
    পূর্বিতা পুরকায়স্থের লেখা 'অমলতাস' গল্পটা পড়ে আমার খুব ভাল লেগেছে। আমিও যে বাগান আর প্রকৃতি ভালবাসি। আমার দাদুর সাথেও আমার এরকম বন্ধুত্ব ছিল।
  • বোমারু বিমান আর শিশুরা | অচিন্ত্য দাস | সংখ্যা : ৯০ | April 2023
    Samarendra Biswas : Bhilai : 2023-06-18
    যুদ্ধের পৃথিবীতে একটা মন খারাপ করা বেদনার্ত সময়ের গল্প!
  • ভানুসিংহের প্রতীচ্য ভ্রমণ | অংকুর সাহা | সংখ্যা : ৭২ | September 2018
    Supriyo Lahiry : Mumbai : 2023-05-24
    অসাধারণ, অপূর্ব লেখা। এতে শুধু লেখকের পাণ্ডিত্য নয়, ভাষা, সাহিত্য, কবিতার গভীরতম বোধ, অতলান্ত ভালবাসা আর তার জন্যে অমানুষিক পরিশ্রম করবার ক্ষমতাও প্রকাশ পেয়েছে। গভীর কৃতজ্ঞতা জানাই লেখককে।
  • বোর্খেসের কবিতাঃ তিনটি মিলোঙ্গা | খোর্খে লুইস বোর্খেস | translated by মূল রচনা থেকে অনুবাদঃ স্বপন ভট্টাচার্য | সংখ্যা : ৯০ | April 2023
    prabandhaarchive.com : Tangail : 2023-05-09
    কবিতা পড়ে এক আকাশ মুগ্ধতা নিয়ে গেলাম।
  • ‘দেশে বিদেশে’ – ফিরে দেখা | ভাস্কর দাস | সংখ্যা : ৯০ | April 2023
    অর্দ্ধেন্দুশেখর গোস্বামী : চন্দননগর : 2023-04-30
    মোক্ষম আলোচনা। ধারে ও ভারে সঙ্গত করেছে আলী সাহেবের বইটির সঙ্গে।
  • ‘দেশে বিদেশে’ – ফিরে দেখা | ভাস্কর দাস | সংখ্যা : ৯০ | April 2023
    বিদ্যুৎ দে : বালি : 2023-04-28
    অনবদ্য রচনা। অভিভূত হয়েছি গ্রন্থটির রূপ-রসগন্ধ-র যথাযথ শৈল্পিক উপস্থাপনায়। কিন্তু এটি উৎকৃষ্ট গ্রন্থ পরিচয় হয়েছে। কিন্তু পত্রিকার গ্রন্থ সমালোচনার বিভাগে সমালোচনা হয়ে উঠল কি? আর একটি ভাবনা। যারা এটি পাঠ করেছি তাদের কাছে নিদর্শন যোগ্য ও সুখভোগ্য হয়ে উঠল যতটা, যারা পড়েননি তাদের কাছে কি ততটা আকর্ষণীয় হয়ে উঠতে পেরেছে? যদি পেরে থাকে তবে লেটার মার্ক।
  • ধূলার সাথী | মীজান রহমান | সংখ্যা : ৩৮ | January 2007
    Md Nurul Islam : Toronto Canada : 2023-04-27
    "ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা সেই অশ্বারোহী যুবরাজ তার নিজেরই সৃষ্ট ধূলার রাজ্যে মিলিয়ে গেল ধূলিকণাদেরই সাথী হয়ে।" উপসংহারে সুন্দর জীবন বিশ্লেষণ।
  • ‘দেশে বিদেশে’ – ফিরে দেখা | ভাস্কর দাস | সংখ্যা : ৯০ | April 2023
    Rathin Chakraborty : Kolkata 700141 : 2023-04-26
    অসাধারণ একটি বই নিয়ে অনন্যসাধারণ আলোচনা। কতজনের করা কত বইয়ের রিভিউ তো পড়ি, কিন্তু এটি নিজ গুণেই অনুকরণযোগ্য। বই নিয়ে সঠিকভাবে আলোচনা করতে হলে সম্পর্কিত আরও কত কিছু পড়তে হয়, ইতিহাস ভূগোল শিল্প ইত্যাদি তার আদর্শ উদাহরণ এই রিভিউ। আর তেমন ভাষার ব্যবহার। উদাহরণ 'তাতেই এক ঋষিকল্প নিরীক্ষণের স্বপ্নিল বন্দীশ রচনা করে গেছেন সৈয়দ মুজতবা আলি'। সাগরময় ঘোষের 'সম্পাদকের বৈঠকে' উল্লেখিত সৈয়দ সাহেবের এই লেখা 'দেশ' পত্রিকায় প্রকাশ করার নেপথ্য কাহিনী দিয়ে আলোচনা শুরু করে কি সুন্দর শেষ করেছেন। বাঃ! তবে বইটির শেষ অংশে আব্দুর রহমানের মাথার ময়লা পাগড়ি খুলে নাড়িয়ে বিদায় জানানো যেটিকে আলী সাহেবের মনে হয়েছিল শ্বেতশুভ্র, সেই অংশের উদ্ধতিটুকু ব্যবহার করলে পরিপূর্ণ হত। আলোচককে লাখো সালাম।
  • ‘দেশে বিদেশে’ – ফিরে দেখা | ভাস্কর দাস | সংখ্যা : ৯০ | April 2023
    সুদীপ্ত ভট্টাচার্য : মধ্যমগ্রাম : 2023-04-26
    বইটা পড়েছিলাম অনেকদিন আগে, এই আলোচনা স্মৃতিপটে থেকে যাওয়া ভালোলাগার রেশ নতুন করে ফিরে পেলাম।আলোচকের বিদগ্ধ চর্চা সেই পাঠকে আরও সমৃদ্ধ করল। ধন্যবাদ ভাস্কর দা।
  • ‘দেশে বিদেশে’ – ফিরে দেখা | ভাস্কর দাস | সংখ্যা : ৯০ | April 2023
    গৌতমকুমার দে : গড়িয়া, কলকাতা --১৫২। : 2023-04-26
    সৈয়দ মুজতবা আলীর বহুল পঠিত ও চর্চিত 'দেশে বিদেশে' বইটি যেভাবে ফিরে দেখেছেন ভাস্কর দাস, সেজন্য তাঁকে অনেক ধন্যবাদ। নিছক ভালো ভালো কথা দিয়ে মালা গাঁথার বদলে সময়ের পরিপ্রেক্ষণীতে, বর্তমান সময়ের দৃষ্টিকোণ থেকে এই পুনর্পাঠ প্রতিক্রিয়া। প্রায় পৌনে এক শতক আগে লেখা বইটি আজও কতটা প্রাসঙ্গিক তা বলার অপেক্ষা রাখে না। এর অন্যতম মুখ্য কারণ, আলী সাহেবের ভ্রমণকথা লেখার ধরনটি সময়ের চেয়ে এগিয়ে থাকা। মুজতবা আলীর লেখার প্রায় পঞ্চাশ বছর পরে আফগানিস্তান নিয়ে উইলিয়াম ডালরিম্পল-এর লেখার জঁর-টি লক্ষ্য করলেই তা বোঝা যায়। মুজতবা-র লেখাটি তাই বাংলা ভ্রমণ সাহিত্যের ইতিহাসে এক মাইলফলক বিশেষ। সকল লেখকদের প্রতি পূর্ণ সম্মান জানিয়েই বলি, এই বইটার সেই অর্থে কোনও পূর্ব ও উত্তরসূরি নেই। কারণ, আলীর নানান ভাষায় আড্ডা মারার অনায়াস দক্ষতা (লেখাপড়ার ব্যাপারটা না হয় উহ্যই থাক), ক্লান্তিহীন জ্ঞান-পিপাসা, দেশ ভ্রমণের অভিজ্ঞতা, সর্বস্তরের মানুষের সঙ্গে নির্মেদ ও ভনিতাহীন মেলামেশার সহজাত ক্ষমতা, নিরীক্ষণ ও বিশ্লেষণের ক্ষুরধার ক্ষমতা, মানবতাবোধ, অতুলনীয় রসবোধ ইত্যাদি বিরলের মধ্যে বিরলতম! ভাস্করবাবু বইয়ের পাঠকে ইতিহাসের ক্যালেন্ডার ও কাহিনীর সঙ্গে মিলিয়ে আলোচনাটা করেছেন। তাতে আলোচনার পরিসর ও মাত্রা বেড়েছে যথার্থই। তাতে স্পষ্ট হয়েছে এতকাল পরেও বইটার প্রাসঙ্গিকতা এবং ফিরে পড়াটা কতটা জরুরি।
  • সকালের ফোন | পরন্তপ বসু | সংখ্যা : ৯০ | April 2023
    বিভাস সাহা : England : 2023-04-24
    চমৎকার লেখা। গল্পের মধ্যে বিস্ময় আছে, চমক আছে, এবং অবশ্যই একটি বেদনাদায়ক অসহয়তা আছে। গদ্যও চমৎকার।
  • দু'টি অণু-গল্প | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ৫৯ | April 2015
    Tania Datta ghosh : কোলকাতা : 2023-04-23
    মাতরৌ, প্রস্তর যুগ। দুটো গল্পই খুব ভালো লাগলো
  • সম্পাদকীয় | পরবাস | সংখ্যা : ৯০ | April 2023
    chhanda chattopadhyay bewtra : omaha, ne. usa : 2023-04-23
    সম্পাদকীয়টি খুবই সময়োপযোগী। অনুবাদে আমার বরাবরই উৎসাহ। তাই চটপট ইচ্ছুক অনুবাদকগোষ্ঠীতে নাম দিয়ে দিলাম। বাংলা ও ইংরাজি ছাড়া আমার কিছু হিন্দি জানা আছে। দরকার লাগলে জানাবেন।
  • কোল্যাটারাল ড্যামেজ | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৯০ | April 2023
    অরুণাচল দত্ত চৌধুরী : কলকাতা : 2023-04-21
    এত ভালো গল্প। আর লেখার মধ্যেও সাবলীল বিচরণ যেন পাত্র পাত্রী আর লেখক মিলে মিশে একাকার। কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
  • পিলুদের পাশের বাড়ি | চন্দ্রাবলী ধর | সংখ্যা : ৯০ | April 2023
    অমিতরূপ চক্রবর্তী : হ্যামিল্টন গঞ্জ। : 2023-04-21
    খুব, খুব ভাল।
  • গভীর গোপন | তানিয়া দত্ত ঘোষ | সংখ্যা : ৯০ | April 2023
    Apurba Dasgupta : Birati , kolkata : 2023-04-20
    বেশ লাগলো। আরো লেখা পড়ার ইচ্ছে রইল।
  • পুব ডুয়ার্সের বনে বনে | সুব্রত সরকার | সংখ্যা : ৯০ | April 2023
    Mamata Adhikary : America : 2023-04-20
    অসাধারণ, অপূর্ব, খুব সুন্দর ,পারিপার্শ্বিক প্রকৃতির বর্ণনা, লেখকের লেখনীতে ওখানকার জনজীবন ও বনজঙ্গল ও বনজ সম্পদ ফুটে উঠেছে ।
  • সুক্তো | উত্তম বিশ্বাস | সংখ্যা : ৯০ | April 2023
    শুভাশিস দত্ত : বারাসত : 2023-04-19
    খুব সুন্দর । সুক্তোর সুবাস অনেক দূর ছড়াবে আশা রাখি।
  • স্বগত উচ্চারণ | অনুষ্টুপ শেঠ | সংখ্যা : ৯০ | April 2023
    Sayantani : Golf green : 2023-04-19
    Onno rokom byatha r anuvuti
  • কালাচাঁদের বিপদ | ইন্দ্রাণী গোস্বামী | সংখ্যা : ৯০ | April 2023
    নিবেদিতা বিশ্বাস : বাঁকুড়া : 2023-04-19
    অসাধারণ.... আবেগে ভেসে ভেসে গল্পের শেষে কখন পৌছে গেলাম বুঝতেই পারিনি....দারুণ লাগল... নিবেদিতা বিশ্বাস। বাঁকুড়া
  • পিলুদের পাশের বাড়ি | চন্দ্রাবলী ধর | সংখ্যা : ৯০ | April 2023
    Jayasree : Kolkata : 2023-04-19
    Excellent write up. So vivid description.
  • সম্পাদকীয় | পরবাস | সংখ্যা : ৯০ | April 2023
    শিখা চট্টোপাধ্যায় : বিধাননগর , কলকাতা : 2023-04-19
    অনুবাদ সাহিত্য নিয়ে অনেক ভাষার সাহিত্যই আমাদের ছোটবেলা, কৈশোরে হাতে পেয়েছি। অনুবাদ সাহিত্য একটি আদানপ্রদানের প্রক্রিয়া। সুচিন্তিত মতামত । ভাল লাগল ।
  • সকালের ফোন | পরন্তপ বসু | সংখ্যা : ৯০ | April 2023
    Sandip Mitra : New Delhi : 2023-04-19
    গল্পের শুরুটা একটু গতানুগতিক মনে হচ্ছিল। কিন্তু লেখক চমৎকার একটা সমাপ্তি দিয়েছেন একদম আধুনিক একটা বিষয়- Artificial Intelligence - এর অবতারণা করে। সুন্দর গল্প।
  • খরগোশ আর কচ্ছপের গল্প | সংগ্রামী লাহিড়ী | সংখ্যা : ৯০ | April 2023
    মোহাম্মদ কাজী মামুন : ঢাকা : 2023-04-18
    খরগোশ আর কচ্ছপের এই গল্পটা ছোটদের জন্য হলেও বড়দের জং ধরা ইমাজিনেশানকে নাড়া দিয়ে গেছে। কী আদুরে এর ভাষা! ইস্টার অন্য রকম হয়ে ধরা দিল!
  • সম্পাদকীয় | পরবাস | সংখ্যা : ৯০ | April 2023
    Dipankar Chowdhury : Kolkata : 2023-04-18
    অসাধারণ একটি চিঠি-কাম-সম্পাদকীয়!
  • ছোট কাগজের বড় বন্ধু | অমিত মণ্ডল | সংখ্যা : ৯০ | April 2023
    রঞ্জন ভট্টাচার্য : হাওড়া : 2023-04-16
    শোককথায় ইতিহাস-মানুষের অন্তর্জগৎ ও ইতিহাস নির্মাণের নেপথ্য কাহিনী সংক্ষেপে কিন্তু সাবলীলভাবে দৃশ্যমান হয়ে উঠেছে লেখার প্রতিটি শব্দে, প্রতিটি বাক্যে। লেখককে ধন্যবাদ সদ্য প্রয়াত শ্রদ্ধেয় সন্দীপ দত্তকে নিয়ে এই লেখাটি লেখার জন্য।
  • বনবিবির দেশ সুন্দরবনে | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ৮৯ | January 2023
    ছন্দা বিউট্রা : Omaha, NE. USA : 2023-03-29
    সুন্দরবনে আমার যাওয়ার ইচ্ছে অনেকদিন থেকে। তাই লেখাটা পড়ে খুব ভালো লাগলো। ছবিগুলিও সুন্দর। শ্রীমতী আইয়ুবকে অনেক ধন্যবাদ।
  • কবিতা অনুবাদের পাতা | সংখ্যা : ৮৩ | July 2021
    Abhijit Chakraborty : Kolkata : 2023-03-21
    মেঘসন্ধ্যায় অরণ্য নির্জনে
    অভিজিৎ চক্রবর্তী

    এ অরণ্য আমার তো নয়, তবুও খুব চেনা
    কাছেরই জন, দূরে বসত, হয়তো সে জানবে না
    মেঘ নেমেছে, দেখছি, কেমন বৃক্ষসৌরভে
    পাতার আলোয় বৃষ্টিফোঁটার মুগ্ধ অসম্ভবে

    নিরুদ্দেশের ঘোড়া আমার ভাবছে জানি ঠিক
    ঘোর লেগেছে। পথ ভুলেছি। আস্তানার দিক
    অরণ্য আর দীঘির মাঝেই অলীক সঞ্চয়
    শ্রাবণমেঘে বছরভরের রাত্রি জমা হয়

    দিগন্তছুট সঙ্গী আমার প্রশ্নে এলোমেলো---
    অকারণের খেয়াল ভেঙে অশ্বারোহী, চলো!
    ঠুনঠুন তার ঘন্টা বাজে অস্থির বাতাসে
    জলতরঙ্গে ঝিকোনো দিন বৃষ্টি মাখে ঘাসে

    ছায়ানিবিড় অরণ্যে এই রোমাঞ্চিত প্রাণ
    কথা রাখার কথা তোমার, প্রতিশ্রুতির টান
    চলো পথিক, এইবেলা সে-কাজ সেরে রাখি
    চলো পথিক, এখনও যে অনেকটা পথ বাকি।

  • যতিচিহ্নের শক্তি: শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় যতিচিহ্নের ব্যবহার ও প্রয়োগ | রাজদীপ রায় | সংখ্যা : Shakti Chattopadhyay | January 2023
    অতনু রায় : কলকাতা : 2023-02-23
    খুব ভালো লেখা। লেখক ও প্রকাশককে এই ভালো লেখা প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। তবে এই লেখকের কাছে, একটা জিজ্ঞাসা আছে: এসব কবিতার মধ্যে কী অত্যন্ত বেশি ইংরেজি punctuations -এর অনুকরণ নেই? যেমন-- enjabment, run-on lines , dash(--) ইত্যাদি?
  • গণতন্ত্রের স্বর: প্রতিরোধের ভাষা এবং গৌরকিশোর ঘোষ | পূর্বাশা বন্দ্যোপাধ্যায় | সংখ্যা : ৮৯ | January 2023
    Dr Madan Chandra karan : বঙ্গবাসী মর্নিং কলেজ কলকাতা : 2023-01-31
    ডক্টর পূর্বাশা বন্দোপাধ্যায় পরবাস পত্রিকায় বাকস্বাধীনতা সংগ্রামী সাংবাদিক লেখক প্রাবন্ধিক গৌরকিশোর ঘোষ-এর জীবনের বেশ কিছু চেপে থাকা ইতিহাস এবং অত্যাচার নিপীড়নের কথা সাহসের সাথে প্রাঞ্জল ভাষায় দীর্ঘ বাক্য বিন্যাসের শিল্প যাদুতে প্রকাশ করেছেন। আমার পড়ে খুব ভালো লাগলো। ১৮৭৬ সাল ১৯০৮ সাল ১৯৬২ সাল ১৯৬৪ সাল ১৯৬৮ সাল ১৯৭২ সাল vernacular press act তে ইংরেজ অত্যাচার ১৯০৮ এর অত্যাচার থেকে স্বাধীন দেশে ছয় সাত দশকের অত্যাচার অসাধারণ শিল্পে উপস্থাপিত । শুভেচ্ছা অধ্যাপিকা পূর্বাশা আর পরবাস প্রকাশক সম্পাদক কে।এই লেখা লিগাসী হয়ে থাকুক।
  • গণতন্ত্রের স্বর: প্রতিরোধের ভাষা এবং গৌরকিশোর ঘোষ | পূর্বাশা বন্দ্যোপাধ্যায় | সংখ্যা : ৮৯ | January 2023
    Dr Soma Ghosh : Uttarpara : 2023-01-30
    "গণতন্ত্রের স্বর: প্রতিরোধের ভাষা এবং গৌরকিশোর ঘোষ" প্রবন্ধে নির্ভীক সংবেদনশীল এক বাঙালির জীবন ও কর্মকে তাঁর সমকালের আয়নায় প্রতিবিম্বিত করে দেখেছেন প্রাবন্ধিক।স্রষ্টা, সৃষ্টি ও সময়পর্বকে এক ফ্রেমে ধরতে চাওয়ার এই মৌলিক প্রচেষ্টা প্রশংসনীয়। অতি সাবলীল ভাষা আর স্বচ্ছন্দ শব্দ প্রয়োগ লেখাটিতে একটা বাড়তি গতি এনেছে। এত তথ্যের সমাহার তাও একটুও ভারাক্রান্ত করতে পারে নি, সমৃদ্ধ করেছে। শতবর্ষে দাঁড়িয়েও গৌরকিশোর ঘোষ ও তাঁর জীবনবোধ যে কতটা প্রাসঙ্গিক, তার হদিস পেতে এই প্রবন্ধ অবশ্যপাঠ্য।
  • সম্পাদকীয় | সম্পাদকীয় | সংখ্যা : ৮৯ | January 2023
    --অতনু রায় : কলকাতা : 2023-01-25
    খুব প্রয়োজনীয় কথা দিয়ে লেখা সম্পাদকীয়।
  • মমি ও সপ্তম চাঁদের রহস্য | আর্যা ভট্টাচার্য | সংখ্যা : ৮৯ | January 2023
    Dipankar Chowdhury : Kolkata : 2023-01-23
    চমৎকার গল্প। ইজিপ্টের পটভূমিকায় এমন গল্প বাংলায় পড়িনি আগে।
  • সেইসব দিনরাত্রি -- গ্রন্থ আলোচনা | ভাস্কর দাস | সংখ্যা : ৮৯ | January 2023
    প্রতাপ কুমার মন্ডল : কসবা বালীগঞ্জ কলকাতা - ৭০০০৪২ : 2023-01-22
    মন ভরানো বিশ্লেষণে অনবদ্য বাক্যচয়নে সমৃদ্ধ ভাস্করদার সমালোচনা যথেষ্ট উৎসাহব্যাঞ্জক এক ঘরোয়া আড্ডার আসর যেন। অত্যন্ত যত্ন নিয়ে ধরে ধরে সুন্দরভাবে গড়িয়ে নিয়ে যাওয়া সমালোচনা ভাস্করদা শেষ করেছেন এক সৌন্দর্য-নির্যাস স্বাভাবিক উত্তরণের আঙ্গিকে। বিনম্র শ্রদ্ধাবনত শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাস্করদাকে।
  • বাঙাল প্রথম বিদেশে | সুনন্দন চক্রবর্তী | সংখ্যা : ৮৫ | January 2022
    সুদীপ্ত ভট্টাচার্য : মধ্যমগ্রাম, কলকাতা 129 : 2023-01-21
    হঠাৎ-ই লেখাটা খুলে ফেলেছিলাম। কিন্তু বাঙালের এমনই লেখার টান যে শেষ না করে আর শেষে এসে লেখকের সুচারু রসবোধের তারিফ না করে পারলাম না। সাধারণত আমি নিতান্ত সাধারণ পাঠক হিসাবে, কমেন্ট করা থেকে বিরত থাকি। সুনন্দনবাবু তাঁর লেখার মুন্সিয়ানায় এই অধমকে দিয়েও লিখিয়ে নিলেন। ধন্যবাদ।
  • তিন টুকরো | অনমিত্র রায় | সংখ্যা : ৮৯ | January 2023
    Dilip Som : Maryland, USA : 2023-01-21
    As usual fun to read.
  • তিন টুকরো | অনমিত্র রায় | সংখ্যা : ৮৯ | January 2023
    Rinka Roy : Howrah : 2023-01-21
    সত্যটাই এখন গল্প
  • ইচ্ছামৃত্যু | রাহুল রায় | সংখ্যা : ৮৯ | January 2023
    Bidyut Kumar Basu : কলকাতাা : 2023-01-20
    চমৎকার। শেষের বাঁক সম্পূর্ণ অপ্রত্যাশিত না হলেও নেশ আকর্ষক।
  • দরজা | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ৮৯ | January 2023
    Nirupam Nandi : Bangalore : 2023-01-19
    এবারে পাহাড়ি সরোবরে হয়তো সন্ধ্যায় উঁকি দিয়ে দেখবো - হয়তো সেটাই সেই সরোবর। বড্ড মর্মিক। পায়ের বাঁধনটা থেকেই যায় আর লল্লারা পড়ে থাকে আগুনের সুঁই ছুটে যাওয়া হাওয়া সয়ে জ্বলন্ত গাছের অজানা বন মহলে। বাস্তবতা বোধহয় এটাই - “It is good to have an end to journey towards; but it is the journey that matters, in the end.” – Ursula K. Le Guin
  • তিনটি কবিতা | বিকাশ ভট্টাচার্য  | সংখ্যা : ৮৯ | January 2023
    Biman Maitra : Kolkata : 2023-01-18
    তিনটি কবিতাই অসামান্য। এত ভালো লাগলো। ধন্যবাদ।
  • তিনটি কবিতা | বিকাশ ভট্টাচার্য  | সংখ্যা : ৮৯ | January 2023
    Siddhartha Lahiri : বাঙ্গালোর : 2023-01-18
    সাদামাটা কিন্তু দুর্দান্ত নামের সঙ্গে কবিতা মিলে মিশে একাকার। সাদামাটা কথা দিয়ে সাদামাটা ভাবে নিবেদন কিন্তু শেষ মোচড় সব নাড়িয়ে দিয়ে গেল। অসাধারণ কবি।
  • পথের বাঁকে | সেমিমা হাকিম | সংখ্যা : ৮৮ | October 2022
    Reza : USA : 2022-11-06
    ভিন্ন স্বাদ এর গল্প। আমি যে পরিবেশে আঙ্গিকে বড় হয়েছি তার থেকে একে বারেই আলাদা। তবুও লেখার স্টাইল মননশীলতা মনে দাগ কেটে যায়। অনেক ধন্যবাদ ।
  • Reliving through Letters: A bit of time again with Buddhadeva Bose | Clinton B. Seely | সংখ্যা : Buddhadeva Bose | June 2004
    Ramnik Mohan : Rohtak : 2022-10-19
    Two queries, if they can be responded to:

    1. The book is now available with the title 'It Rained all Night' published by Penguin Books - An imprint of Penguin Random House. Would like to know if it is also available in its original form with the title 'Rain Through the Night' - my search on the internet somehow leads me nowhere.
    2. One of the letters towards the end refers to the fact that a Hindi translation by Bharat Bhushan Aggarwal was on the cards by a Delhi publisher. My search for this translation has also been futile. Any idea if it is available - and if yes, do please provide the details and way to get the book (i.e the Hindi translation which, if I am correct, was titled "Raat Bhar Varsha".
  • মল্লিকার্জুন | ভবভূতি ভট্টাচার্য | সংখ্যা : ৮৮ | October 2022
    Ayanjyoti Samanta : দিল্লী : 2022-10-16
    বেশ সুন্দর গল্প, ছোটসবেলায় ছুটিতে সিনেমা দেখলাম মনে হলো।
  • ছবির খাতা থেকে | শর্মিলা ভট্টাচার্য | সংখ্যা : ৮৮ | October 2022
    সাদিয়া আক্তার : সিরাজগঞ্জ : 2022-10-13
    অনেক অনেক সুন্দর এঁকেছেন ভাইয়া । আমার অনেক পছন্দ হইছে । ছবি যখন কথা বলে ।
  • আওয়াজ | পরন্তপ বসু | সংখ্যা : ৮৮ | October 2022
    অনিরুদ্ধ দাশ : কলকাতা : 2022-10-12
    ভালো লাগলো। বাস্তবতা আছে।
  • বিনুর মা | চিন্ময় বসু | সংখ্যা : ৮৮ | October 2022
    Shubh Dutta : Melbourne : 2022-10-12
    খুব ভালো লাগলো. আজকাল ছোট্ট গল্প পড়তে বেশী ভালো লাগে. লেখাটা গতানুগতিক কিন্তু শেষটা একটা মোড় আছে. Binur কান্না আমিও শুনতে পাচ্ছি.
  • বিনুর মা | চিন্ময় বসু | সংখ্যা : ৮৮ | October 2022
    Shankar Chatterjee : Hyderabad : 2022-10-12
    I read the story, very nice. In lucid Bengali, the author has presented many cases - the death of a kid's mother and the subsequent marriage of his father to his mother's sister. Also, the author has described different types of sumptuous food items. Good story.
  • কিম্বারলাইট | অচিন্ত্য দাস | সংখ্যা : ৮৮ | October 2022
    Nupur raychaudhuri : ANN ARBOR, Michigan : 2022-10-11
    Wonderful. You have dealt a critical problem but it is narrated so simply. I am very inspired by your narrating style. It is crisp and subtle. Best wishes.
  • তারাপদ রায় : ছায়া ও মায়া | অনমিত্র রায় | সংখ্যা : ৮৮ | October 2022
    Dilip Som : Maryland, USA : 2022-10-11
    Very nice.. Informative too. Got to know Tarapada Roy's another side.
  • বীতংস | শ্রাবণী দাশগুপ্ত | সংখ্যা : ৫৪ | June 2013
    সাদিয়া : সিরাজগঞ্জ : 2022-10-04
    এই গল্পটা ভালই লাগলো । বনলতার ক্যারেক্টার আমার বেশি ভালো লাগছে । আসলে মানুষ এখন গল্প আর প্রতেই চায় না, সবাই সুধু মোবাইল আর মোবাইল, তবে আমার কাছে সিনেমা দেখার চাইতে গল্প পড়তে ভালই লাগে।
  • ভয় | হীরক সেনগুপ্ত | সংখ্যা : ৭৯ | July 2020
    নন্দন সেনগুপ্ত : সে অনেক জায়গা : 2022-09-23
    শক্তিশালী লেখা । গল্পটা ভয়েরও আবার কোথাও যেন নয়ও । পূরবী এবার কি তাহলে নামবে বাস থেকে নাকি অন্য কিছু করবে ? লেখক তা বলেন নি, হয়ত ছোটোগল্পের চরিত্র বজায় রাখতেই পাঠকের দিকে ঠেলে দিলেন কল্পনার কন্দুক :) ।বেশ ভালো লাগল।
  • মাসারিকোভা হোটেল: প্রাগ | নিরুপম চক্রবর্তী | সংখ্যা : ৮৭ | July 2022
    শৌভ চট্টোপাধ্যায় : দিল্লি, ভারত : 2022-08-31
    খুব আশ্চর্য এই কবিতাটি। একটি আখ্যানের ঢঙে শুরু হওয়ায় খানিকটা নিরাশ হয়েছিলাম প্রথমটায়। কিন্তু ক্রমশ আখ্যানের ভেতর থেকে প্রতীকগুলো উঁকি দিতে শুরু করে। ওই লাল রঙ, এবং সেই লাল রঙ দেখে-দেখে একটা ঠিকানার খোঁজে বেরিয়ে পড়া; এমন এক রহস্যময় হোটেল, যা এক নাট্যকারের নাটকের স্টেজও হতে পারে, বা একটা গোটা বিশ্ব/ইউনিভার্স (অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ); একটা চাবি হাতে সেই রহস্যময় বিশ্বের দরজা খোলার প্রয়াস—এই প্রায় স্যুররিয়াল প্রতীকগুলো কবিতাটিকে ক্রমশ এক ভিন্ন স্তরে উন্নীত করে। যেন মানুষ বেরিয়ে পড়েছে তার অস্তিত্বের এবং এই বিশ্বের রহস্যভেদ করতে, তার বন্ধদুয়ার খোলার চাবি হাতে নিয়ে, কিন্তু সেই পথ যেন বা রক্তে লাল, এবং শেষ অবধি মানুষ এক বৃত্তাকার পথে এসে পৌঁছয় তার যাত্রাশুরুর বিন্দুতেই, যদিও ঈষৎ অন্যভাবে (শুরুর স্বর্ণকেশী মেয়েটি যখন কেবলই একটি ছবি)। একটা আশ্চর্য গথিক আবহও জড়িয়ে আছে লেখার ভেতর, যা কোঁৎ দে লত্রিয়ামোঁর দুঃস্বপ্নকাব্য মালদোরোর-এর কথা মনে পড়ায়।
  • চেক গবেষক ভি. লেসনি লিখিত রবীন্দ্রজীবনী: এক বিদেশি অনুরাগীর রবীন্দ্র-শ্রদ্ধার্ঘ | সুমিতা চক্রবর্তী | সংখ্যা : Rabindranath Tagore | September 2015
    নিরুপম চক্রবর্তী : প্রাগ : 2022-08-30
    চেক গবেষক ভি. লেসনি লিখিত রবীন্দ্রজীবনী: এক বিদেশি অনুরাগীর রবীন্দ্র-শ্রদ্ধার্ঘ : সুমিতা চক্রবর্তী এই রচনাটি প্রসঙ্গে আমার আগের চিঠিটি প্রকাশযোগ্য মনে করার জন্য সম্পাদক মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। এই দ্বিতীয় চিঠিটি লিখছি একটি গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের জন্য যা ইতোপূর্বে আমার দৃষ্টি এড়িয়ে গিয়েছিলো। শ্রীযুক্তা সুমিতা চক্রবর্তীর এই তথ্যসমৃদ্ধ লেখাটি রবীন্দ্র চর্চার প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতের গবেষকদের সাহায্য করবে বলে আমার ব্যক্তিগত ধারণা। এই প্রবন্ধটিতে প্রদত্ত তথ্যসমূহ তাই সম্পূর্ণ সঠিক হওয়া বিশেষভাবে প্রয়োজন। শ্রীযুক্তা চক্রবর্তী লিখেছেন: “নতুন চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হয় স্বতন্ত্র চেক বিশ্ববিদ্যালয়। আগে থেকেই সেখানে ছিল জার্মানদের প্রতিষ্ঠিত স্টেট ইউনিভার্সিটি” এই তথ্যটিতে কিঞ্চিৎ বিচ্যুতি আছে। ১৮৮২ সালে চার্লস বিশ্ববিদ্যালয় (তৎকালে তার নাম ছিলো চার্লস-ফার্দিনান্দ বিশ্ববিদ্যালয় এবং যার প্রতিষ্ঠাকাল ১৩৪৮ খ্রিষ্টাব্দ) দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটিকে চেক ও দ্বিতীয়টিকে জার্মান বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়। এই বিভাজনের ঘটনায় অজস্র বিতণ্ডার ইতিহাস আছে সে প্রসঙ্গ এই মুহূর্তে উহ্য রাখছি। মূল কথাটা এই যে “আগে থেকেই সেখানে ছিল জার্মানদের প্রতিষ্ঠিত স্টেট ইউনিভার্সিটি” এই বক্তব্যটি সঠিক নয়। প্রসঙ্গক্রমে, চার্লস বিশ্ববিদ্যালয়ের জার্মান অংশটির পদার্থবিদ্যার এক যুবক অধ্যাপকের নাম ছিলো অ্যালবার্ট আইনস্টাইন, সেখানে সাহিত্যের ছাত্র ছিলেন ফ্রান্জ় কাফকা। পরবর্তীকালে চেকোস্লোভাকিয়া নাৎসি কবলিত হয়। ১৯৪৫ সালে লাল ফৌজের হাতে ওদেশে নাৎসিদের পরাজয়ের পরে জার্মান বিশ্ববিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। তৎকালীন চেক বিশ্ববিদ্যালয়টিই এখনও সগৌরবে বিদ্যমান।
  • চেক গবেষক ভি. লেসনি লিখিত রবীন্দ্রজীবনী: এক বিদেশি অনুরাগীর রবীন্দ্র-শ্রদ্ধার্ঘ | সুমিতা চক্রবর্তী | সংখ্যা : Rabindranath Tagore | September 2015
    নিরুপম চক্রবর্তী : প্রাগ : 2022-08-21
    চেক গবেষক ভি. লেসনি লিখিত রবীন্দ্রজীবনী: এক বিদেশি অনুরাগীর রবীন্দ্র-শ্রদ্ধার্ঘ : সুমিতা চক্রবর্তী প্রাগ শহরে বসে শ্রীযুক্তা সুমিতা চক্রবর্তীর এই তথ্যসমৃদ্ধ লেখাটি আবার পড়লাম। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সংযোজন: এই নিবন্ধে উল্লিখিত 'প্রাগ' বিশ্ববিদ্যালয়ের প্ৰকৃত নাম চার্লস বিশ্ববিদ্যালয়, চেক ভাষায় Univerzita Karlova। ১৩৪৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত, ইউরোপের অতি প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম, এই শিক্ষা প্রতিষ্ঠান এখনও পূর্ণ গরিমায় বিদ্যমান: অতি সম্প্রতি, বিগত ১৫ই আগস্ট, ২০২২ তে প্রকাশিত সাংহাই তালিকাতেও চার্লস বিশ্ববিদ্যালয় চেক প্রজাতন্ত্রের সর্বোত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে উল্লিখিত হয়েছে।
  • গান নিয়ে : নিরানব্বই শতাংশ বাঙালির হেমন্ত (৩) | সম্বিৎ বসু | সংখ্যা : ৮৭ | July 2022
    ছন্দা চক্রবর্তী : IIT Jodhpur : 2022-07-20
    ভালো লাগল তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ । অনেক কথা জানা হল। ধন্যবাদ । আমার নিজের যেন মনে হ্য় গায়ক হেমন্তর থেকেও সুরকার হেমন্ত যেন আরো মুগ্ধকর। রবীন্দ্রধর্মী হয়েও রবীন্দ্র সঙ্গীতের অনুকরণ নয়। একের পর এক কাব্যময়, সুরে মগ্ন আদ্যন্ত বাঙালি সৃষ্টি ।
  • মাসারিকোভা হোটেল: প্রাগ | নিরুপম চক্রবর্তী | সংখ্যা : ৮৭ | July 2022
    দেবব্রত শ্যাম রায় : পানিহাটি : 2022-07-19
    একাধিকবার পড়লাম। পড়েই মনে হল পাদ্রি উইলিয়ামের কথা, যাকে এক প্রাচীন দুর্গে হত্যা রহস্যের সামনে বিমূঢ দাঁড় করিয়ে দিয়েছিলেন উমবের্তো একো। একটা লেখা ভালো লাগল, তবে মন ভরলো না। একটা সিরিজ চাই।
  • মাসারিকোভা হোটেল: প্রাগ | নিরুপম চক্রবর্তী | সংখ্যা : ৮৭ | July 2022
    ছন্দা : IIT Jodhpur : 2022-07-17
    দুর্ধর্ষ! হাভেলের হাভেলিতে surreal নাটক চলতেই থাকে। নট পাল্টে যায়, স্টেজ একই থাকে।
  • ফেয়ার-ওয়েদার ব্রিজ | রঞ্জন ভট্টাচার্য | সংখ্যা : ৮৭ | July 2022
    শতদ্রু মজুমদার : চন্দননগর : 2022-07-15
    মানুষের জীবনের সঙ্গে নদী একাকার। একথা বাংলা সাহিত্যের মহান সাহিত্যিকরা বলে গিয়েছেন। রঞ্জনের এই লেখাটি স্মৃতি চয়ন। গল্পের ছোঁয়া এখানে থাকলেও শেষমেশ ব্যক্তিগত পর্যায়ে থেকে যায় আবেগ তাড়িত হওয়ার কারণে। তবুও আমাকে প্রাণিত করে। মানবিকবোধ এই লেখাকে করে তোলে নৈর্ব্যক্তিক। এখানেই লেখকের জয় !!
  • মাসারিকোভা হোটেল: প্রাগ | নিরুপম চক্রবর্তী | সংখ্যা : ৮৭ | July 2022
    অজন্তা রায় : কোলকাতা : 2022-07-15
    লেখকের এই লেখাটি বেশ অন্যরকম। ছায়াঘেরা, রহস্যময়। বেশ গা ছমছমে ভালোলাগা। সঙ্গের ছবিটির ভয়ার্ত চোখদুটি আরো কৌতুহল বাড়িয়ে দেয়।
  • খিদে | আর্যা ভট্টাচার্য | সংখ্যা : ৮৭ | July 2022
    স্বপন ভট্টাচার্য : কলকাতা : 2022-07-15
    ভারি সুন্দর। স্পষ্ট উচ্চারণ। নির্মেদ।
  • সম্পাদকীয় | | সংখ্যা : ৮৭ | July 2022
    Chhanda Bewtra : Omaha, NE. USA : 2022-07-15
    'পরবাস'কে পঁচিশ বছরের শুভ জন্মদিন জানাই। সেই সঙ্গে সম্পাদক মশাই ও লেখকদেরও অভিনন্দন এবং অনেক ধন্যবাদ।
  • Tagore song, Grief. Death. The pain of parting. | Rabindranath Tagore | translated by Nandini Gupta | সংখ্যা : Rabindranath Tagore | May 2022
    শ্রীতমা : মেদিনীপুর : 2022-07-11
    অত্যন্ত সুন্দর ও সাবলীল অনুবাদ, অসংখ্য ধন্যবাদ। অনুবাদিকার করা অন্য অনুবাদগুলিও এমনই সতেজ ও স্বচ্ছ। নীলাঞ্জনা বসুর অলংকরণগুলি সত্যিই অপূর্ব, শুধু এটি নয় - তাঁর প্রতিটি ছবিতেই রঙের ব্যবহার আর ভাবের প্রকাশ দেখে মুগ্ধ হই।
  • সংখ্যা : ৮৬
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2022-06-28
    সংখ্যা ৮৬ র লেখাগুলোর বিষয়ে এক সঙ্গে মতামত জানাব ঠিক করেছিলাম। শুধু দারুণ লেগেছে বলে আর ছেড়ে দেওয়া যাচ্ছে না। সম্পাদকের অনুরোধ মন্তব্য দায়সারা না হোক। অতি বিস্তার এড়িয়ে তাকে দৃঢ করমর্দনের মতো হ্রস্ব কিন্তু আন্তরিক একটা রূপ দেওয়ার চেষ্টা করা যাক।

    সমরেন্দ্র রায়-এর লেখায় রস ও রসিকতার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে বিষাদ। এবারের সে নামের লেখাটাতে নাম চরিত্রটির পরিচয় খুব সামান্যই পাওয়া যায়। সে মেয়ে না ছেলে এটাও খুলে বলা হয়নি। কিন্তু পাঠক তার মধ্যে নিজের ছেলেবেলার একটি হারানো সুখের অনুভূতি খুঁজে পেয়ে যায়। প্রবাসে যারা বড়ো হয়েছে তাদের কাছে এই গল্পের আবহ ও চরিত্ররা গালিবের সেই নকশ্‌-এ-কদম-এর মতোই দামী, যার উল্লেখ এই লেখার প্রথম পাতায় রয়েছে। গত পঞ্চাশ বছরে আমাদের স্বদেশ পালটেছে প্রচুর, কিন্তু আমাদের প্রবাসের আশ্রয়গুলো শুধু মিলিয়ে যায়নি, ইতিহাসের পাতা থেকেও মুছে গিয়েছে প্রায়। এই কয়েকটা গল্প সেই বিলুপ্ত সভ্যতার অমূল্য নিদর্শন। স্থান, কাল, পাত্র, আঙ্গিক সব মিলিয়ে দেখলে সমরেন্দ্র রায়ের লেখা বাংলা সাহিত্যের একটি অদ্বিতীয়, স্বতন্ত্র অভিজ্ঞতা।

    বাংলা সাহিত্যের প্রধান উপহারগুলি সমস্যা ও দুর্দশার প্রতিষেধকামী প্রতিবাদী শিল্প, যা এই চিরদুস্থ মাটির স্বাভাবিক ফসল। একটি দুটি পরশুরাম কী শিব্রাম শতবার পাঠ করার পরেও এটা বলা যায় যে বাংলায় হাসির গল্প বিরল, কমিক উপন্যাস অতিশয় বিরল। সিদ্ধার্থ মুখোপাধ্যায় এই স্রোতের উলটোদিকে হেঁটে যে গল্পটি সৃষ্টি করেছেন তা প্রহসন হয়েও বাস্তবনিষ্ঠ। শোকসভা একটি সুলিখিত, বুদ্ধিদীপ্ত, সম্পূর্ণ কল্পিত মজার গল্প যা বাঙালি লেখকরা সাধারণত এড়িয়ে চললেও পাঠকরা পড়তে অসম্ভব ভালোবাসে। এই গল্পের চরিত্রগুলি নিপুণভাবে আঁকা, কিন্তু গল্পের মূল উদ্দেশ্য মনোরঞ্জন। হাসির কাল্পনিক গল্প বা ফিকশন বাংলায় লেখা এখনো সহজ নয়, নইলে তা এত দুর্লভ হত না। এরকম গল্প পরবাসের প্রতি সংখ্যায় অন্তত একটি কি দেখতে পাব বলে আশা করা যায়?

    রঞ্জন রায়ের ধারাবাহিক আত্মজৈবনিক রম্যরচনার অনুরাগী পাঠক আমি। এর পনেরোতম অধ্যায়টি ফুটবল, ক্রিকেট, গান, কবিতা, দুষ্টুমি, ফাজলামি, সব নিয়ে পঞ্চাশের দশকের বোর্ডিং স্কুলের এক স্মরণীয় প্যানোরামিক ছবি। রাহুল মজুমদারের অলঙ্করণ এই লেখাটাকে আরো আকর্ষণীয় করেছে।

    অলঙ্করণের প্রসঙ্গে ফাল্গুনের গান উপন্যাসের জন্য করা অনন্যা দাশের ছবি, এবং সে রচনার জন্য দীপঙ্কর ঘোষের করা ছবির উল্লেখ অনিবার্য। দেখার মতো ছবি এ দুটি। নিজের গুণেই স্বয়ংসিদ্ধ।

    পরবাসের পুরোনো সদস্য সম্বিত বসু এক যুগ পরে ফিরে এসেছেন একের পর এক রমণীয় প্রবন্ধ নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের উপর সম্বিতের রচনা পড়ে অনেক মজার ঘটনা জানতে পারলাম। সাহিত্যের যে নতুন দিকটা আমি আন্তর্জালের মাধ্যমে গত তিন দশক ধরে উপভোগ করি সেটাকে তথ্য সাহিত্য বলা যায়। তথ্য সাহিত্যের একনিষ্ঠ পাঠকদের তথ্যকীট, সংবাদ-নেশুড়ে যাই বলা হোক না কেন, সঙ্খ্যায় তারা কবিতা বা গল্পের পাঠকদের চেয়ে অনেক বেশি বলে আমার ধারণা। হেমন্তের উপর লেখা প্রবন্ধ আমি একাধিক পরিচিতকে পাঠিয়েছি। পরবাসের এই ধরণের রম্য নিবন্ধ আরেকটু প্রচার, আরেকটু দৃষ্টিগোচরতার দাবী করে।

    সব শেষে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের মায়াকানন গল্পের উল্লেখ করব। পরবাসের নতুন গল্পকারদের মধ্যে পীযূষ বা গোগোল মুখোপাধ্যায়ের লেখা সহজ নয়। পরিশ্রমের ফসল এই সব গল্প। প্রায় সমপরিমাণ শ্রম ও মনোযোগ নিয়োগ না করলে শব্দের ব্যুহের ভিতর সুরক্ষিত এই কাহিনীর মর্মে পৌঁছোনো যাবে না। বাংলা সাহিত্যের পাঠক সঙ্খ্যা এমনিতেই কম। কঠিন গল্পের পাঠক তো মুষ্টিমেয়। তা সত্ত্বেও প্রতিটি প্রজন্মের লেখক নিজেদের ও নিজেদের পাঠকদের মাঝে মাঝে চ্যালেঞ্জ করেন নতুন ভাবে দেখতে ও ভাবতে। মায়াকানন গল্পের প্রথম কয়েকটা অনুচ্ছেদ পড়লেই তার সাবলীল ভাষা এবং স্পষ্টভাবে আঁকা চরিত্রগুলো থেকে পীযূষের ক্ষমতার পরিচয় পাওয়া যাবে। আশা করি অন্তত কিছু পাঠক ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ে এই শক্তিশালী কিন্তু খানিকটা বিষাদগ্রস্ত আখ্যানের রস গ্রহণ করবেন।
  • সম্পাদকীয় | | সংখ্যা : ৮৬ | April 2022
    স্বপন ভট্টাচার্য : কলকাতা : 2022-06-26
    সব ওয়েবজিনের ক্ষেত্রে এটা বলা যাচ্ছে না। লেখকগোষ্ঠীর লোক পড়েন কম, মন্তব্য করেন আরো কম। নিজেকে ধরেই একথা বলতে পারি। বিশেষ লেখার খবর অবশ্য স্বতই পৌঁছে যায় এ সূত্র ও সূত্র মারফৎ । আমিও চিঠিপত্রে লোরকা নিয়ে প্রতিক্রিয়া কিছু আছে কিনা খুঁজেছিলাম। তার মানে কাজটা পরিচিতির বেড়া অতিক্রম করতে পারছে না, এটা ভাবায়, কিন্তু বিচলিত করে না। কাজটা করাই আমার কাজ, তাই প্রতিক্রিয়া পেলে ভাল, না পেলে কি আর করা! এখানে বড় পাঠকগোষ্ঠী যে সব ব্লগ বা ওয়েব্জিনের, তারা কিন্তু পাঠক ধরে রাখতে পারছেন, বাড়াতে পারছেন। প্রতিক্রিয়া অবশ্য নিরপেক্ষ সূত্র থেকে কমই আসে। নামকরা ওয়েব পত্রিকার সম্পাদকের সংগে কথা বলে জানতে চেয়েছি পড়ছে কারা? পড়ছে কি? উত্তরে তিনি তার algorithm ব্যবহার করা ডেটা ফেলে জানালেন হিট হচ্ছে প্রচুর, কিন্তু ৮০-৮৫ শতাংশ ৫ মিনিটে বেরিয়ে যাচ্ছে। সুতরাং, এই ফেবু হোয়াটসঅ্যাপ ইত্যাদির মত ধরে রাখার রসদ নেই ওয়েবজিনে। আমার মতে সেটাই পত্রিকার পক্ষে সুবার্তা। যাঁরা এর পরেও পড়ছেন পত্রিকার কাজ তাঁদের ধরে রাখা এবং তাদের সংখ্যা বাড়ানো। এর জন্য personalised কিছু করা যায় কিনা ভেবে দেখতে পারেন। যেমন,লেখাগুলি স্বতন্ত্র লিংক হিসেবে পাঠকদের মেইলে পৌঁছে যেতে পারে প্রতিটি একক লেখারূপে। সেখান থেকে গোটা পত্রিকায় যাবার অপশন তো রইলোই,চাইলে পাঠক কেবল বেছে বেছে লেখায় রইলেন।
  • প্রসঙ্গ : অভিশাপ | উদয় চট্টোপাধ্যায় | সংখ্যা : ৮৫ | January 2022
    ছন্দা বিউট্রা : ওমাহা, নেব্রাস্কা : 2022-06-22
    অভিশাপের ইতিহাসটা বেশ উপভোগ্য, কিন্তু লেখার প্রথমেই একটু তথ্যগত ভুল চোখে পড়লো। এটা ঠিক যে বাসস্থান ছোটো হয়ে যাবার জন্য পৃথিবীর অনেক প্রাণীদের সংখ্যা কমে যাচ্ছে, শকুনরাও এর ব্যাতিক্রম নয়। কিন্তু এদের মৃত্যুর সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হল গরু-ছাগলদের ওপর যথেচ্ছভাবে diclofenac নামক ওষুধের ব্যবহার। এই ওষুধটি শকুনদের প্রাণনাশক। শকুনরা এই প্রাণীদের লাশ খাওয়ার ফলে ব্যাপকহারে মরতে শুরু করে। এখন diclofenac-এর ব্যবহার কমানোর চেষ্টা চলছে, শকুনদের সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে।
  • প্রিন্টেড ম্যাগাজিন বনাম ওয়েবজিন | আর্যা ভট্টাচার্য | সংখ্যা : ৮৬ | April 2022
    কৌশিক সেন : র‍্যালে, নর্থ ক্যারোলিনা : 2022-06-10
    প্রথমেই বলে রাখি যে লেখিকা আর্যা ভট্টাচার্যর লেখাটি সময়োপযোগী এবং খুবই প্রাসঙ্গিক। আমি লেখিকার মূল বক্তব্য ও বিশ্লেষণের সাথে পুরোপুরি একমত। সামান্য হলেও এই পত্রলেখক গত ২৫ বছর যাবৎ প্রবাসী বাঙালির মননচর্চার সঙ্গে নানান ভাবে জড়িত। পরবাস, কৌরব, বাংলালাইভ, ঊড়ালপুল এবং অন্যান্য আরো অনেক ওয়েব ম্যাগাজিনের পাশাপাশি বাংলাদেশী ওয়েব পত্রিকাগুলিতেও যাতায়াত ছিল অনেকদিন যাবৎ। অতঃপর নানান তালেগোলে, কলকাতার প্রতিষ্ঠিত বাংলা প্রকাশনী জগতে প্রবেশ করার ভাগ্যও আমার হয়েছে। তার সঙ্গে থেকে গেছে বিদেশে বাংলা নাটক লেখা এবং পরিচালনা করার উদ্ভট আসক্তি। সেই বাবদে জমা হওয়া অভিজ্ঞতার ঝুলি থেকে দু-চারটি বক্তব্য রাখলাম। লেখিকা যেমন করেছেন ঠিক সেইভাবেই আমরা আলোচনার বিষয়গুলি ভাগ করে নেবো-

    ১) পাঠকের দিক থেকে- প্রজন্মগত ফারাক থাকলেও বৃহত্তর পাঠক সমাজের অধিকাংশই এখন প্রিন্ট এবং ডিজিট্যাল মিডিয়া ব্যবহারে সমান দক্ষ। সমস্যা রয়েছে আমাদের পাঠকসত্ত্বার এক মূলগত পরিবর্তনে। প্রাদেশিক ভাষায় সাহিত্য কিংবা মননশীল প্রবন্ধলেখকরা পাঠকের অভাবে অ্যানিমিয়ায় ভুগছেন, এই সত্যটি স্বীকার করে নেওয়াই বোধহয় ভালো। যেসব পত্রপত্রিকারা তথাকথিত লাইফস্টাইল বা আধুনিক জীবনচর্চার সঙ্গী, তাদের বাজার ভালোই চলছে, তা সে প্রিন্ট মিডিয়া হোক কিংবা ডিজিট্যাল। তার ওপরে হয়েছে সোশ্যাল মিডিয়ার অন্তহীন চুটকি, অজস্র ব্লগ এবং সবার ওপরে টেলিভিশন সিরিয়ালের মহামিছিল। এই জমজমাট বাজারে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মননশীলতা, সবাই যে যার বিপন্ন অস্তিত্বটুকু নিয়ে কানামাছি খেলতে লেগেছে। কিন্তু সব সত্ত্বেও সিরিয়াস পাঠক সমাজ বলে যদি কিছু থাকে তার মৌলিক পরিবর্তন সম্ভবতঃ হয়নি এবং কখনোই তা মিডিয়ার ওপরে নির্ভরশীল নয়।

    ২) লেখকের দিক থেকে- কবি, লেখক বা শিল্পীর অভিপ্রায় যে কি, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর চর্চা হয়ে গেছে। লেখিকা ঠিকই বলেছেন যে ছাপার অক্ষরে নিজের নামটি দেখে আনন্দ পাওয়া মানুষের এক প্রাচীন ছেলেমানুষি। তার সঙ্গে রয়েছে আরো একটা ভুল বিশ্বাস যে দুই মলাটের মধ্যে যে স্থায়িত্ব এবং প্রামাণিকতা রয়েছে আন্তর্জালের হিজিবিজির মধ্যে তা নেই। অতিশয় দুঃখের সঙ্গে কবুল করতেই হয় যে আসলে এর উল্টোটাই সত্যি। বাংলা সাহিত্য পত্রিকা একদা ঠোঙা হয়ে যেত, এখন রিসাইকল হয়ে সে যে কোথায় যায়, মা সরস্বতীই জানেন। কিন্তু পাশে পাশে এটাও মনে রাখতে হবে যে দেশে প্রতিষ্ঠিত লেখকরা গপ্পো লিখে ভালোই রোজগার করেন, বিশেষত সেই গপ্পো থেকে সিরিয়াল বা সিনেমা হয়। দক্ষিণার উৎস বিজ্ঞাপন এবং বিজ্ঞাপনের উৎস জনগণের স্বভাব ও সংস্কৃতি। ব্লগার এবং ইউটিউবারবৃন্দ সেই স্বভাব-সংস্কৃতির অনেকটাই দখল করে বসে আছেন, তাই লেখকের স্বভাবও আস্তে আস্তে বদলে যাচ্ছে। অর্থের পরেই শিল্পী চান পরিচিতি। বাংলা সাহিত্যকীর্তি ভাইরাল হবার সম্ভাবনা কম, কিন্তু যদি বা হয় তা নেটমাধ্যম থেকেই হবে হয়তো। লেখক যদি শুধু ভালো লেখা লিখে আনন্দ পান, তবে তাঁর কাছে কাগজ কিংবা পর্দা, দুই মাধ্যমই সমান চিত্তাকর্ষক হওয়া উচিৎ।

    ৩) প্রকাশকের দিক থেকে- সাবেক যুগ থেকে প্রকাশকের মূল কাজ ছিল লক্ষ্মী ও সরস্বতীর মধ্যে সেতুবন্ধন কিন্তু অন্যরকম প্রকাশকও আছেন, ব্যবসার বদলে সাহিত্যের পরীক্ষানিরীক্ষাই যাঁদের উদ্দেশ্য। নেটমাধ্যম চালু হবার আগে তাঁরা লিটল ম্যাগাজিনের অনবদ্য লেখাগুলি প্রকাশ করতেন, কিন্তু অর্থাভাবে মাত্র কয়েকটিই টিঁকে থাকতে পেরেছিল। বলাবাহুল্য সেদিক থেকে নেটমাধ্যমের বিরাট সুবিধা আছে। কৌরব ম্যাগাজিন এই জাতীয় প্রকাশনার একটি উজ্জ্বল উদাহরণ কিন্তু তাঁরাও শুধুমাত্র বাংলায় আটকে থাকতে পারেননি, পর্যাপ্ত পাঠক জোটানোর জন্য অন্যান্য ভাষায় কবিতাচর্চা তাঁদের করতে হয়েছে। অনেকে মধ্যপথ ধরেছেন অর্থাৎ সাহিত্য পত্রিকার সঙ্গে একটি অনলাইন বিপণি জুড়ে দিয়েছেন, যার উদাহরণ বাংলালাইভ। এখানে সমস্যা হচ্ছে যে জিনিসপত্র বিক্রি করতে হলে শুধু সাহিত্যে পেট ভরবে না, লোক টানতে চুটকি, মশলার্ব আমদানি করতে হবে। পরবাসের সঙ্গে কাজ করার সুখ এই যে লেখক, পাঠক আর শিল্পী বাদে এই এলাকায় বিশেষ কারো যাতায়াত নেই এবং আমাদের প্রিয় বইয়ের দোকানটিও একই জায়গায় মজুদ আছে।

    শেষের কথাটি চুপি চুপি বলি। আমরা যারা কালি-কাগজের গন্ধে মাতোয়ারা হয়ে আমাদের অতি সাধারণ শৈশব-যৌবনের দিনগুলো কাটিয়েছি, তাদের পক্ষে অভ্যাস পালটানো মুশকিল। কিন্তু দিন অবশ্যই বদলেছে এবং ইতিমধ্যেই প্রতিষ্ঠিত বাঙালি প্রকাশক সংস্থাগুলি তাঁদের প্রকাশিত বইপত্রের ইলেকট্রনিক এবং অডিবল অবতার তৈরি করার কাজে ব্যস্ত আছেন। ডিজিট্যাল মিডিয়ার প্রতাপ বাড়তেই থাকবে এবিষয়ে সন্দেহ নেই কিন্তু পুরনো ছবি আর গানের মতন পুরনো বইও হয়তো থেকে যাবে পাশাপাশি, আমাদের স্মৃতি, সত্ত্বা, ভবিষ্যতের সঙ্গী হয়ে
  • প্রিন্টেড ম্যাগাজিন বনাম ওয়েবজিন | আর্যা ভট্টাচার্য | সংখ্যা : ৮৬ | April 2022
    গান্ধর্বিকা ভট্টাচার্য : কলকাতা : 2022-05-24
    আর্যা ভট্টাচার্যের 'প্রিন্টেড ম্যাগাজিন বনাম ওয়েবজিন' নামক প্রবন্ধটি পড়লাম। খুবই ইন্টারেস্টিং বিষয় এবং তথ্যবহুল আলোচনা। পড়ে ভালো লাগল। লেখিকার কিছু বক্তব্যের সঙ্গে আমি একমত।

    তবে ব্যক্তিগত ভাবে বলতে গেলে আমি কাগজের ম্যাগাজিন আর ইলেকট্রনিক ম্যাগাজিনের মধ্যে খুব একটা পার্থক্য পাই না। ভালো লেখা যে কোন মাধ্যমে পড়েই সমান আনন্দ পাই। লেখার সময়েও এটা ভেবে লিখি না যে কাগজের ম্যাগাজিনের জন্য লিখছি না ওয়েব-জিনের জন্য।

    তবে হ্যাঁ, দুয়ের মধ্যে একটা পার্থক্য নিশ্চয়ই উল্লেখযোগ্য। কাগজের ম্যাগাজিনে লেখা জমা দেওয়ার ঝামেলা অনেক। লেখার প্রিন্ট আউট বার করে পত্রিকার অফিসে নিয়ে যাওয়া, প্রায় দেড় দু’বছর উত্তরের অপেক্ষা করা, এবং অধিকাংশ ক্ষেত্রে 'চেনা মুখ' না হলে লেখা ছাপা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তুলনায় ইলেকট্রনিক ম্যাগাজিন অনেক বেশী নিরপেক্ষ বলে আমার মনে হয়। ই-মেইলে লেখা জমা দেওয়ার পদ্ধতিও অনেক বেশী ঝাড়া ঝাপটা। যাঁরা অন্য পেশায় আছেন, কিন্তু লেখালেখির শখ আছে, তাঁদের পক্ষে ইলেকট্রনিক ম্যাগাজিনই বেশী সুবিধাজনক মাধ্যম বলে আমার মনে হয়।
  • প্রিন্টেড ম্যাগাজিন বনাম ওয়েবজিন | আর্যা ভট্টাচার্য | সংখ্যা : ৮৬ | April 2022
    শুভময় রায় : কলকাতা : 2022-05-20
    আর্যা ভট্টাচার্যের ‘প্রিন্টেড ম্যাগাজিন বনাম ওয়েবজিন’ পড়তে পড়তে দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত মার্কিন ঔপন্যাসিক ফিলিপ রথ এর একটি সাক্ষাৎকারের কথা মনে পড়ে গেল। লেখক লিখবেন, পাঠক পড়বেন এটা ধরে নিয়েই আমাদের এই ‘প্রিন্টেড না ডিজিটাল’ এই আলোচনা তো?কিন্তু আশপাশের পরিবেশ দেখে অনেক দিন ধরেই কেন মনে হচ্ছে যে লেখালেখি কিছু হলেও পড়ার ইচ্ছে, হয়তবা অবকাশও, মানুষের ক্রমশই কমে আসছে? শিল্প-সাহিত্য-ইতিহাস-দর্শন কি পণ্ডিতদের গণ্ডির বাইরে ভুলক্রমেও সাধারণ মানুষের কথোপকথনের বিষয় হয়ে উঠছে? তেমনটা তো কই চোখে পড়ছে না। আমার অভিজ্ঞতা বলছে পঞ্চাশ বছর আগেও কিন্তু সেটা হত। প্রায়শই না হলেও ক্বচ্চিৎ-কদাচিৎ তো হতই। এখন কি সেই স্থান দখল করল গাড়ি-বাড়ি (পরিভাষায় ‘রিয়েল এস্টেট’, তাতে ‘রিয়েল’ এর ভাগ যতই কম থাকুক না কেন), খাওয়া-দাওয়া, ভ্রমণ-পর্যটন আর ছবি তোলা? মূল বিষয়টি বোধহয় পড়ার আগ্রহ ধরে রাখা। আরপাঠকসুলভ জিজ্ঞাসু মন ও মনননির্ভর জীবন। সাহিত্যপিপাসু পাঠকের কাছে কোন্‌ মাধ্যমে ভর করে সাহিত্য এসে পৌঁছল তা বোধহয় ততটা গুরুত্বপূর্ণ নয়। অনুসন্ধিৎসু পাঠক মালমশলা জোগাড়ে পিছিয়ে থাকবেন না। ফুটপাতের পুরোনো বইয়ের দোকান থেকে অনলাইন লাইব্রেরি, ছাপা পত্রপত্রিকা থেকে আমাদের এই ওয়েবজিন – সর্বত্রই রইবে তাঁর অবাধ বিচরণ।বৃহত্তর পাঠক সমাজ একটা পিরামিডের মত যার নিচের অংশটার ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে পিরামিডের চূড়াটি। আমার আশঙ্কা পিরামিডের নিচের ভিতটি ক্রমশই ক্ষয়ে আসছে। ওপরে থেকে যাচ্ছেন মুষ্টিমেয় জ্ঞানীগুণী মানুষ।

    ভুল ভাবছি মনে করে চিন্তাটা উড়িয়ে দিতেই পারতাম। যদি না ফিলিপ রথের মত নামকরা এক লেখক সহমর্মী হতেন। যদি না তিনি এই পূর্বাভাস দিয়ে ফেলতেন যে আর বছর পঁচিশের মধ্যেই উপন্যাসের মত একটি জ়ঁর মুষ্টিমেয় সংখ্যালঘু পাঠকের মধ্যেই সীমাবদ্ধ রয়ে যাবে। যাঁদের হয়ত সিরিয়াস সাহিত্য পড়ার প্রবল ঝোঁক, শুধু সেই ‘কাল্টিক মাইনরিটি’-র সদস্যরা ছাড়া আর খুব বেশি মানুষ বই পড়া নিয়ে মাথা ঘামাবেন না, যদি না তা তাঁদের পেশাগত উন্নতিতে কাজে লাগে! রথের আশঙ্কা সাহিত্য পাঠের জন্য যে নিবিড় মনোযোগের প্রয়োজন, তা এই স্ক্রিন-সর্বস্ব জীবনের চাপে গড়পড়তা মানুষ ক্রমশই হারিয়ে ফেলবেন। পঞ্চাশ বছর আগের পাড়ার লাইব্রেরিগুলোর সঙ্গে বর্তমানের বিস্মৃতপ্রায় স্থানীয় গ্রন্থাগারগুলোর তুলনা করলেই (বিদেশে পরিস্থিতি হয়তবা অন্যরকম) ফিলিপ রথের যুক্তিকে অকাট্য বলে মনে হয়, বইমেলায় হুজুগে দর্শক যতই ভিড় করুন না কেন।

    রথ বলছেন, ‘যদি একটা উপন্যাস পড়ে ফেলতে পনের দিনের বেশি সময় লাগে, তা হলে আপনি কিন্তু সেটা পড়েননি।’ অর্থাৎ আপনি যা পড়ছেন তা নিরবচ্ছিন্নভাবে আপনার মনঃসংযোগ আকৃষ্ট করতে পেরেছে তো? নাকি এদিক-ওদিক ছুটে বেড়ানোর অবসরে খুঁটে খাওয়ার মত কখনও-সখনও কোনও বইয়ের দুয়েক পাতা উল্টে দেখে সোশ্যাল মিডিয়ায় বিদ্যা জাহির করেই আপনার দায়িত্ব শেষ হয়? স্ক্রিনের সঙ্গে বইয়ের প্রতিযোগিতায় বই ক্রমশই পিছিয়ে পড়ছে। সিনেমার পর্দা, টেলিভিশনের পর্দা, কমপিউটার এবং অধুনা মোবাইল ফোনের দৃশ্য-শ্রাব্য মাধ্যমের জনপ্রিয়তার সঙ্গে প্রতিযোগিতায় ছাপার অক্ষর, তা কাগজে ছাপা বই অথবা ই-বুক যাই হোক না কেন, গোহারান হেরেই চলেছে।

    বুলেট ট্রেনের যুগে আমি কি ঘোড়ার গাড়ির যাত্রী হতে বলছি? বেশ কয়েক বছর আগে এই দ্রুতগতির যুগে শ্লথগতির লেখাপড়া নিয়ে সুলিখিত একটি বই (Slow Reading in a Hurried Age – David Mikics) পড়েছিলাম মনে পড়ে| সে বইতে পাশে অভিধান খুলে রেখে ধ্রুপদী সাহিত্য পড়ার পরামর্শ (বোকা-বোকা লাগছে কি?) দেওয়া ছিল। কী আশ্চর্য ফিলিপ রথের উপন্যাস পড়ার কথাও বলা হয়েছিল! সাহিত্য পাঠ এক ধরনের মানসিক ভ্রমণ যার জন্য প্রস্তুতি নিতে হয়। ট্যুরে বেরোনোর আগেলেখকের জীবন, তাঁর সাংস্কৃতিক-ঐতিহাসিক প্রেক্ষাপটের খবরাখবর রাখতে হয়, অনেকটা পুরোনো প্রেসিডেন্সি কলেজে প্রবাদপ্রতিম অধ্যাপক তারকনাথ সেন অথবা তাঁর সুযোগ্য শিষ্য আমাদের অধ্যাপক অরুণ কুমার দাশগুপ্ত যেভাবে ছাত্রছাত্রীদের সাহিত্য পাঠের জন্য প্রস্তুত হতে বলতেন, তেমনি আর কী।

    মাননীয় সম্পাদক মহোদয় বেশ কিছুদিন ধরেই পত্রিকার ‘চিঠিপত্র’ বিভাগটির গুণগত মান নিয়ে মর্মবেদনা প্রকাশ করে আসছেন। তিনি হয়ত ভাবছেন ছাপা পত্রিকায় এই দৈন্য তেমন প্রকট নয়। এই একটি ব্যাপারে তাঁর সঙ্গে একমত হতে পারলাম না। এই দীনতা ইতিমধ্যেই গেড়ে-বসা একটি সামাজিক প্রবণতার প্রতিফলন।এই দৈন্য দ্রুতগতির, বাণিজ্য-নির্ভর, স্বার্থান্বেষী এক সমাজের চিন্তার দৈন্য। ব্যতিক্রমী লেখক-পাঠক অবশ্যই আছেন। তাঁরা হয়ত নিরালা পরিবেশের আকাঙ্ক্ষায় মার্সেল প্রুস্তের মত ঘরের দরজা-জানলায় কর্ক সেঁটে আশা করছেন বাইরের আওয়াজ একেবারেই ভেতরে প্রবেশ করবে না। কিন্তু মনে রাখতে হবে সেই প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিকও বারংবার তাঁর প্রতিবেশিনীকে চিঠি লিখে মনে করাতেন যে ওপরের ফ্ল্যাট থেকে আসা শব্দ তাঁর কাজে কেমন বিঘ্ন ঘটাচ্ছে। এ পৃথিবীতে সাহিত্যচর্চার জন্য প্রুস্তের লড়াই চালিয়ে যেতে হবে। তবেই আমরা এগিয়ে যেতে পারব হারানো সময়ের সন্ধানে, আ লা মার্সেল প্রুস্ত।
  • প্রিন্টেড ম্যাগাজিন বনাম ওয়েবজিন | আর্যা ভট্টাচার্য | সংখ্যা : ৮৬ | April 2022
    Rumjhum Bhattacharya : pune : 2022-05-17
    খুব প্রাসঙ্গিক বিষয়। আরও আলোচনা ও গবেষণা প্রয়োজন।
  • প্রিন্টেড ম্যাগাজিন বনাম ওয়েবজিন | আর্যা ভট্টাচার্য | সংখ্যা : ৮৬ | April 2022
    Chhanda Bewtra : Omaha, USA : 2022-05-04
    (Apology for not being able to work Avro due to some technical glich) Another big advantage of digital media is saving millions of trees. It is important for the environmentally conscious current generation. Except for some sentimental and nostalgic values, digital will always win over printed media. As the alien Borg said in Star Trek, "You will be assimilated. Resistance is Futile."
  • বাদাম জমি | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৮৬ | April 2022
    Kankana Mayur : Howrah : 2022-04-25
    Excellent story and very much realistic. The characters are sketched pretty well.
  • স্বর্ণ জয়ন্তীতে ফিরে দেখা – ‘ওডেসা ফাইল’ | ভাস্কর বসু | সংখ্যা : ৮৬ | April 2022
    Aniruddha Ganguly : Bengaluru : 2022-04-23
    সুন্দর, সুঠাম, নিপুণভাবে গবেষণা ভিত্তিক ও দক্ষ বিশ্লেষণাত্মক রচনা।
  • স্বর্ণ জয়ন্তীতে ফিরে দেখা – ‘ওডেসা ফাইল’ | ভাস্কর বসু | সংখ্যা : ৮৬ | April 2022
    শিবাংশু দে : কলকাতা : 2022-04-19
    বিন্যস্ত রচনা। চেনা তথ্যগুলি সাজানোর গুণে সুখপাঠ্য হয়ে উঠেছে।
  • অল কোয়ায়েট : মার্চ ২০২২ | নিরুপম চক্রবর্তী | সংখ্যা : ৮৬ | April 2022
    স্বপন রায় : ব্যাঙ্গালোর : 2022-04-18
    এই সময়ের কবিতা।যুদ্ধ নীরবতা নিয়ে আসে,মৃত্যুর নীরবতা।কবি নিরুপম চক্রবর্তী এই নীরবতার শব্দগুলোই লিখেছেন।
  • স্বর্ণ জয়ন্তীতে ফিরে দেখা – ‘ওডেসা ফাইল’ | ভাস্কর বসু | সংখ্যা : ৮৬ | April 2022
    সন্দীপন গঙ্গোপাধ্যায় : সোনারপুর : 2022-04-17
    চমৎকার লাগল এই প্রতিবেদন। আমি প্রথমে ছায়াছবিটা দেখে পরে উপন্যাসটা পড়েছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে লেখা এই উপন্যাসের আলো আঁধারি ন্যারেটিভের পথচলায় ঠান্ডা যুদ্ধের আমলের এক থ্রিলারের নান্দীমুখ প্রতিষ্ঠা পেয়েছিল। এই প্রতিবেদনের অলিন্দে সেই প্রেক্ষাপটের চুলচেরা বিশ্লেষণ উঠে এসেছে। এই ধারার সাহিত্যে চরিত্রের গ্রে-শ্যেড যেভাবে জ্যান্ত ইতিহাসের গ্রিনরুম থেকে উঠে আসে, রাজনীতির আবর্তে যেভাবে রহস্য দানা বাঁধে সেই দিকটা যথাযথভাবে প্রাণ পেয়েছে এই প্রবন্ধের বিন্যাসে।
  • রুমি যে অন্য রকম | অনন্যা দাশ | সংখ্যা : ৭৮ | April 2020
    koyel : kolkata : 2022-04-17
    খুব ভালো লাগলো। সত্যি তো, সবার এক রকম হওয়ার দরকার নেই, আর নিজের পথ নিজেই বেছে নিয়ে এগিয়ে যেতে হয়।
  • সাইরাস | অনিন্দ্য বসু | সংখ্যা : ৮৬ | April 2022
    chhanda bewtra : omaha USA : 2022-04-16
    বাঃ বেশ চমৎকার sci-fi লেখা। শেষের মোড়টা গল্পটাকে অন্য সারিতে তুলে দেয়।
  • অশোকযাত্রা | দিবাকর ভট্টাচার্য | সংখ্যা : ৮৬ | April 2022
    পাঠক : কলকাতা : 2022-04-15
    অনুগ্রহ করে লেখকের অন্যান্য রচনার সাথে এটিকেও যোগ করার লেখকনামের হাইপারলিংকটি আপডেট করে দিন।

    সম্পাদকের উত্তর: অনেক ধন্যবাদ ত্রুটিটি জানানোর জন্যে। এখন ঠিক করে দেওয়া হয়েছে।
  • সম্পাদকীয় | | সংখ্যা : ৮৬ | April 2022
    দীপঙ্কর চৌধুরী : কলকাতা : 2022-04-15
    একটি সত্যিকারের চিন্তাউদ্রেককারী সম্পাদকীয়!
  • ফাল্গুনের গান (৩) | যশোধরা রায়চৌধুরী | সংখ্যা : ৮৫ | February 2022
    রূপসা মন্ডল দাশগুপ্ত : ফ্লোরিডা : 2022-04-05
    আমার ছেলে রে ব্র্যাডবেরি-র "ফারেনহাইট ৪৫১" বইটা পড়ে আমাকে পড়ানোর জন্যে ব্যস্ত হয়ে পড়েছে, কদিন থেকে চেষ্টা করছি সেটা পড়তে। এই লেখায় ওঁর উল্লেখ দেখে মনে হল বেশ কাকতালীয় ব্যপার হল। লেখাটা অসাধারণ হচ্ছে।
  • পরবাস শব্দছক | অংশুমান গুহ | সংখ্যা : ৮৫ | January 2022
    সঙ্গীতা রায় : কলকাতা : 2022-03-29
    কিচ্ছু বুঝিনি। সব মাথার অনেক ওপর দিয়ে গেছে। এতকাল ধারণা ছিল, আমি শুধু বাংলা ভাষাটুকু পড়তে পারি, সে ভুলও ভাঙল আজ!
  • ভূগোল স্যার | অচিন্ত্য দাস | সংখ্যা : ৮৪ | October 2021
    বলাই চন্দ্র দাশ : কৃষ্ণনগর, নদীয়া, প।ব। ৭৪১১০১ : 2022-03-23
    খুব সুন্দর গল্প। ভীষণ ভালো লেগেছে। মনে হল আমিও নবকিশোরবাবুকে চিনি। আবার চিনিয়ে দেওয়ার জন্য অচিন্ত্য দাসকে অশেষ ধন্যবাদ।
  • চিঠিপত্র | Parabaas | সংখ্যা : ৮৫ | January 2022
    Rupa Mondal : Dakshineswar, Kolkata - 700057 : 2022-03-03
    অচিন্ত্য দাস-এর ছোটোদের গল্প ভূগোল স্যার অতি অসাধারণ গল্প। কাহিনির বিন্যাসে, উপস্থাপনায় অতি চমৎকার। ekjon prokrito sikkhoker mullo oporisim se ta aaro ekbar promanito holo. বিমানভ্রমণের বর্ণনাও খুব সুন্দর।
  • সম্পাদকীয় | | সংখ্যা : ৮৫ | January 2022
    স্বরূপ মণ্ডল : কান্দি, মুর্শিদাবাদ : 2022-01-28
    সম্পাদকীয় পড়লাম। ভাল লাগল। নবরূপে পরবাস পড়তে খুব ভাল লাগছে। ফেসবুকীয় পরিবেশ থেকে পরবাসকে মুক্ত রাখা বাঞ্ছনীয়।
  • বালি: অন্য হিন্দু | ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা | সংখ্যা : ৮৫ | January 2022
    Dr. Tilak Purkayastha : আসানসোল : 2022-01-28
    ভীষণ ভালো লাগলো।
  • আত্মজৈবনিক সেস্টিনা | নিরুপম চক্রবর্তী | সংখ্যা : ৮৫ | January 2022
    Sunandan Chakraborty : Kolkata : 2022-01-28
    এ আমাদের একটা গোটা প্রজন্মের আত্মজীবনী। সোজা মর্মে এসে বেজেছে। জটিল ছাঁদ বজায় আছে সেসটিনার অথচ সুরেলা।
  • ``হেলা’’ কোষের পাদপ্রদীপে হারিয়ে গেলেন কি হেনরিয়েটা ল্যাকস? | নূপুর রায়চৌধুরি | সংখ্যা : ৮৫ | January 2022
    Arnab Chaudhuri : Simi Valley, CA : 2022-01-28
    This article is extremely informative and exciting! Many thanks to the author for summarizing the history of HeLa cells and the use of it in modern medical Science. Thank you!
  • ত্রাণ ট্যুরিজ়ম | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৮৫ | January 2022
    Mayukh Datta : sharjah : 2022-01-28
    খুব ভাল লাগল!! ত্রাণ ট্যুরিজম - ব্যাপারটা এক্কেবারে oxymoron টাইপের। খুব সুন্দর বর্ণনা। এক রাতের মধ্যে ঘটে যাওয়া শেষটা হয়ত আর একটু মনোযোগ পেতে পারত!
  • খোল দো کھول دو | সাদাত হাসান মাণ্টো | translated by শুভময় রায় | সংখ্যা : ৮৫ | January 2022
    koyel : kolkata : 2022-01-28
    অমানবিকতা, দেশ ভাগের যন্ত্রণা, আর কিছু মানুষের নির্মমতা, মান্টোর গল্পে যা সহজ ভাবে ফুটে ওঠে, তাই ই এই অনুবাদ গল্পে প্রতিফলিত হয়েছে। চুপ করে বসে নৃশংস সেই সময়ের কথা ভাবা ছাড়া আর কিছু করার নেই।
  • রস | সংগ্রামী লাহিড়ী | সংখ্যা : ৮৫ | January 2022
    subin das : Kolkata, West Bengal, India. : 2022-01-28
    এই ভাবেই তো তথকথিত সভ্য মানুষের দল আকাশের মতন উদার, সাগরের মতন বিশাল হৃদয়ের বনমালাদের থেকে এই ধরনের বহু ব্যবহার শিখে নিয়ে বাজার থেকে কোটি-কোটি টাকা মুনাফা করে; কিন্তু এর থেকে ক্ষুদ্র অংশ সভ্য মানুষেরা ভাগ করে নেয়নি। উল্টে তাদের যুগ যুগ ধরে থাকা বাসস্থান থেকে বলপূর্বক উৎখাত করে পাঠিয়ে দেয় নিজেদের পছন্দ করা কোন জায়গায়।
  • বিধুবাবুর স্বপ্ন | প্রসূন দত্ত | সংখ্যা : ৮৫ | January 2022
    Apurba Kar : Kolkata : 2022-01-26
    খুব ভালো লাগলো। বিশেষত বর্ণনা পড়ে মনে হয় চোখে দেখছি। আরও চাই এরকম লেখা।
  • চিরন্তনী | কোয়েল মিত্র মজুমদার | সংখ্যা : ৮৫ | January 2022
    শুচিস্মিতা : কলকাতা : 2022-01-26
    অসাধারণ এক চিরকালীন গল্প ।
  • শব্দ | উস্রি দে | সংখ্যা : ৮৫ | January 2022
    Rumjhum Bhattacharya : Pune : 2022-01-25
    দুর্দান্ত।
  • সম্পাদকীয় | | সংখ্যা : ৮৫ | January 2022
    Dipankar Chowdhury : Kolkata : 2022-01-22
    পরবাসের যে রূপটার সঙ্গে এতোদিন পরিচিত ছিলাম আমরা সেটা যেন অনেক বেশি interface friendly ছিল, অনেক অনেক ফিচার সটান দেখা যেত, যেমন "সম্পূর্ণ লেখকসূচি", লেখার প্রথম পৃষ্ঠার ছবি ইত্যাদি ইত্যাদি। এখন সেগুলি অন্তরালে চলে গেল।

    আগে পরবাস খুললেই পত্রিকার একটা overall ছবি সামনে ভেসে আসত যেটা বিশেষ আকর্ষণীয় ছিল। সেটা আর রইল না।


    সম্পাদকের উত্তর:

    আপনার মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। এখন যদি আরেকবার দেখেন, তো আশা করি দেখতে পাবেন যে আপনার অনুযোগের ভিত্তিতে আমরা নতুন ডিজাইনেও পরবাসের আর্কাইভ-এ অনায়াসে বিচরণের ব্যবস্থা করেছি। সবকিছু ঠিকমতো আগের ডিজাইন থেকে নতুন ডিজাইনে নিয়ে আসার কাজ এখনো চলছে। তবে এইরকম ধরনের আরো মন্তব্য পেলে ভালো হয়।
  • গজু’স এন’ শ্রীপতি’স | নিবেদিতা দত্ত | সংখ্যা : ৮৫ | January 2022
    Prasun Chakraborty : কলকাতা : 2022-01-22
    অনেকদিন পর অসাধারণ লেখার মত একটা লেখা পেলাম। ভালো থাকবেন।
  • খোল দো کھول دو | সাদাত হাসান মাণ্টো | translated by শুভময় রায় | সংখ্যা : ৮৫ | January 2022
    Arup Bandyopadhyay : New Delhi : 2022-01-21
    চমৎকার অনুবাদ। মান্টোর লেখনী ম্লান হয়নি।
  • মহাশ্বেতার গোড়ার কথা: সিপাহী বিদ্রোহের সমাজ সচেতন ইতিহাস | অংকুর সাহা | সংখ্যা : ৮৫ | January 2022
    দীপঙ্কর চৌধুরী : Kolkata : 2022-01-20
    অসাধারণ গ্রন্থের অনবদ্য সমালোচনা! গ্রন্থ-সমালোচনা কীভাবে লিখতে হয়, অংকুরবাবুর কাছ থেকে শিখতে হয় তা! সাধু! সাধু!
  • ত্রাণ ট্যুরিজ়ম | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৮৫ | January 2022
    গৌতম বন্দ‍্যোপাধ‍্যায় : মধ‍্যমগ্রাম : 2022-01-20
    বাদাবনের মাটির মত এ গল্প ভিতরে টেনে নেয়; একটু এগোবার পর পাঠকের ফেরার আর কোনো উপায় থাকে না।
  • চিঠিপত্র | Parabaas | সংখ্যা : ৮৫ | January 2022
    Swapan Bhattacharyya : Kolkata : 2022-01-20
    পরবাস ৮৫ তে দত্তাত্রেয়বাবু ফ্রস্টের কবিতার অনুবাদ নিয়ে যে আলোচনা করেছেন তাতে সমৃদ্ধ হলাম। ঠিক কথা, iambic টেট্রামিটার বলাটা উচিত ছিল। অনুবাদের ক্ষেত্রে ছন্দে অবিকল্পভাবে মূলানুগ থেকে মূলের চলনটি ধরে রাখতে পারার জন্য যে অনুশীলন দরকার, স্বীকার করতে লজ্জা নেই, তা আমার নেই। তাই, আমি চলন ও ভাব অক্ষুন্ন রেখে যেটার মধ্যে আমার ভাষার স্বাভাবিকতা আহত না হয়, সেটা বেছে নিই। জানি, এই আপোষ অমার্জনীয় নয়, তবু আমি অনুবাদকে মৌলিক কাজ হিসেবেই দেখতে চাই। অনেক ধন্যবাদ দত্তাত্রেয়বাবুকে এই জরুরী বিষয়টি নজরে আানার জন্য এবং তাঁর অনুমোদন পেয়েছি বলে।
  • অনুপ্রবেশ | রূপা মণ্ডল | সংখ্যা : ৮৫ | January 2022
    হীরক সেনগুপ্ত : ভারত : 2022-01-16
    অনেক দুঃখ, জল হয়ে গেল। চমৎকার লিখেছেন। জয় হোক।
  • চিরন্তনী | কোয়েল মিত্র মজুমদার | সংখ্যা : ৮৫ | January 2022
    Paromeeta Ray : Kolkata : 2022-01-16
    Osadharon. Iillustration tio jothajatho.
  • অনুপ্রবেশ | রূপা মণ্ডল | সংখ্যা : ৮৫ | January 2022
    Rumjhum Bhattacharya : pune : 2022-01-15
    গল্পের বিষয়টি খুব মনোগ্রাহী।
  • পায়রা | হীরক সেনগুপ্ত | সংখ্যা : ৮৫ | January 2022
    Rumjhum Bhattacharya : Pune : 2022-01-14
    বেশ লাগল।
  • দুটি কবিতা | ঈশিতা ভাদুড়ী | সংখ্যা : ৮৫ | January 2022
    অর্ঘ্য দত্ত : মুম্বাই : 2022-01-13
    রাত্রি নিদ্রাহীন হলে.... জানি। তাই রিলেট করতে পারলাম। জিন্দেগী ভালো লাগলো। মধুর ও মেদুর।
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি