• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | সম্পাদকীয়
    Share
  • সম্পাদকীয় : অনুষ্টুপ শেঠ, চিরন্তন কুন্ডু

    বছরের এই সময়টা বাঙালির আনন্দের সময় হওয়ার কথা। পাঠককে উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানানোর কথা আমাদেরও। কিন্তু দু মাস আগের একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গ মর্মাহত ও প্রতিবাদে উত্তাল। সেই হাহাকারের অস্তিত্ব এবার উৎসবের আনন্দকে ম্লান করে দিচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয়, সর্বত্র। লেখক-পাঠক মিলিয়ে পরবাসের সমগ্র পরিবারও এর বাইরে নয়। তাই এবার সম্পাদকীয় হিসেবে এই সময়ের দুটি কবিতা রাখা হল।

    * * *


    যখন বৃষ্টি নামল তখন ঘাসের মতো ভিজে গেছিল মেয়েটি
    মাটির ওম, আর শিরশিরে হাওয়ায়।
    লোকটি জানে না কেন সে অন্যদিকে তাকাতে পারছে না
    এমনকী অমন মদির লীলাময়ী বৃষ্টি
    পাতায় পাতায় গান গাইছে, সেদিকেও না
    খালি এক একলা, বিষণ্ণ মূর্তি
    চিবুকে সব হারানোর ক্লান্তি আর সব ঠিক করে দেওয়ার জেদ
    এই মেয়েটা
    অচেনা অন্যজন কেউ, অন্য কারো মেয়ের মতো
    অন্য কারো হাত ধরে
    এই মেয়েটা
    নিজের মায়ের মতো, বোনের মতো,
    একা, একঠাঁই,
    খুব আলগা তিরতির করে কেঁপে ওঠা ঠোঁটের অবোধ্য শব্দগুলো
    এই মেয়েটা
    যার সর্বাঙ্গে রক্ত, আর যার চোখ দৃষ্টিহীন স্থির
    যে আজ বৃষ্টি হয়ে কাঁদছে বাংলায়
    আর
    চোখের পাতা নামালে জল নয়, রক্ত নয়, আগুন বয়ে যাচ্ছে গাল বেয়ে…

    (মিছিলে—অনুষ্টুপ শেঠ)



    * * *


    একটি চিতা থেকে আগুনের হলকা ছড়িয়ে পড়ছে শহরে
    শহর থেকে গ্রামে মফঃস্বলে উড়ে বেড়াচ্ছে ছাই
    পীঠে পীঠে দেহখণ্ড কুড়িয়ে নিচ্ছে মানুষ
    চলতে ফিরতে সেই শব সামনে এসে দাঁড়ালে
    গায়ে ঠোক্কর খেতে খেতে বুকে জড়িয়ে নিচ্ছে
    যদি প্রাণ ফিরিয়ে দেওয়া যায়

    দূরে ঘুমিয়ে থাকা শান্ত পুকুরের কোলে ভেসে ওঠা নাভি
    নাড়িছেঁড়া আর্তস্বরে ডাকছে — মা

    কাশ ফুটছে
    ভোরবেলা জল থেকে আকাশে জেগে উঠছে তৃতীয় নয়ন
    নিচে চাপ রক্ত জমে আছে

    এসো, রক্ততিলক পরি

    (দ্রোহ—চিরন্তন কুন্ডু)



  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments