• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০০ | অক্টোবর ২০২৫ | রম্যরচনা
    Share
  • মধুপুরের পাঁচালি: আধেক : সমরেন্দ্র নারায়ণ রায়


    আধেক চাঁদের স্বপন দেখি বসে আধেক চাঁদে
    কোন লগনে পড়েছিলাম এই আধেকের ফাঁদে

    ময়ূরকণ্ঠী আধেক আকাশ আধেক আলো ঢাকা
    তার মাঝেতে কে ঐ হাসে চাঁদের কণা মাখা

    বকুল-বয়স সে জন যে আজ মাত্র আধেক তা যে
    দেখলে জগৎ থমকে দাঁড়ায় সকল কাজের মাঝে

    অষ্টমী চাঁদ আধেক শোনায় মধুতে সুর দিয়ে
    আধেক বাকী শুনতে পাবো তার কাছেতেই গিয়ে

    মিথুন আধেক ওই উড়ে যায় মিলন-পথের পাড়ি
    ভাবছি মনে ওকেই বলি হও সখা কাণ্ডারী

    আধেক সমাজ মালা দেবে যাই যদি সেই দেশে
    অন্যেরা মুখ ফিরিয়ে নেবে মনে মনেই হেসে

    তাও যেতে চাই সেই দেশেতেই সেথায় গেলে পরে
    কিছুই আধেক থাকবে না আর আমার ভরা ঘরে



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • ওরা থাকে এপারে | আধেক
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments