• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩০ | মে ২০০৩ | কবিতা
    Share
  • বাবুঘাট : অভিজিৎ মিত্র

    এখানে চশমা ছাড়া আর কিছু ভাবতে
                     পারে না চোখ
    দুটুকরো মেঘ বাঁংইচয়ে একারং স্ট্রোকের আকাশ
    পাহাড়ের মুখে এসে প্রতিবার
    ভেঙে যাচ্ছে ঢেউ সংক্রান্ত আশাবাদ
    হাওড়া ব্রীজবরাবর ইস্পাত ধরে এবার
    ডাস্ক ছড়িয়ে দেবে বিকেল ডিপার্টমেন্ট
    এখনো রেলিং ছঁংউয়ে নদীর ব্রণগুলো
    আর একালো হাওয়াপাখি
    আমরা থেমে যাই
    একঝলক চাউনি
    প্রতিদিন
    লঞ্চের তিন নং ভোঁয় দড়ি খুলে আবার
    চলে যাব অথচ
    এতবছর বাদেও জলকে একবারও
    নাম ধরে ডাকতে পারলাম না



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments