• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৭ | মার্চ ২০০৬ | কবিতা
    Share
  • শম : তিলোত্তমা মজুমদার

    আমিও তোমার সঙ্গে রাত্রি জেগে আছি
    নক্ষত্রের চেয়ে কাছে
    সুখের মতন
    অক্ষরে নিবদ্ধ
    তোমার ডালিমদানা
    নয়নের মণি

    তাতে থাক
    এটুকু বোঝার অবসর


    (পরবাস, মার্চ, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)