• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৭ | মার্চ ২০০৬ | কবিতা
    Share
  • লিমেরিক : সীমন্তিনী হালদার

    ॥ ১ ॥

    ফসফরাস


    পাঁচুর বাছুর একলা গিলে দস-বারো সের তিসি,
    তালপুকুরে উলটে ফেললো ফসফরাসের শিশি ।
         একটা দুটো বেড়ালছানা
         খাঁচার থেকে চাইলো দানা
    ইঁদুর ধরে সিঁদুর খেললো নার্সিসাসের পিসী ।


    ॥ ২ ॥

    সাঁতারু


    সাতসকালে সাঁতরা-দা রোজ পুকুরে সাঁতরান,
    পানামাতে পৌঁছে তিনি পা-নামাতে চান ।
         তাই শুনে তাঁর ভাগ্নে কেশব,
         বললো, `মামা, থাক্‌-না এসব !'
    তেড়ে উঠেই হেঁড়ে বাতেই সাঁতরাদা কাতরান ।

    (পরবাস, মার্চ, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments