• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৭ | মার্চ ২০০৬ | কবিতা
    Share
  • মেয়েলি গল্প : ইন্দ্রাণী ঘোষাল

    আমার উত্তরের বারান্দা বড় শীতকাতুরে
    গল্পোচ্ছলে খালি মেয়েলি কথা
    হাসি খিক্‌ খিক্‌ ,
    মাও সে তুঙ কতদুর হেটেছিল জানো ?
    এবারের সামরিক বাজেট ?
    আচ্ছা, চায়ের দর ?
    বাগানের মজুরদের কথা ?
    বাব্বা, তাও জানো না ?
    খালি মেয়েলি শব্দ, ঘ্যানর ঘ্যান ।
    হাওয়ায় ধোঁয়ার বৃত্ত ছাড়ি
    সেও কালো খুক্‌ খুক্‌ ,
    বলে - জানোতো রাতে হুলোটা
    উঠে এসেছিল বারান্দায়........


    (পরবাস, মার্চ, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments