• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৭ | মার্চ ২০০৬ | কবিতা
    Share
  • তোমাকে ছোঁবার আগে : চিত্ত সাহু

    তোমাকে ছোঁবার আগে হাত
    ধুয়ে নেব চোখ নাক কান
    আরও উজ্জ্বল দেব শান

    তোমাকে ছোঁবার আগে মুখ
    চৈত্রঝড়ে পেতে রাখি মাথা
    হাওয়ায় ওড়ায় ফুল-কাঁথা

    পড়ে আছে মুখবন্ধ টাকা
    দু'দিকেই ধানশিস্‌ , টস্‌
    হেরে গিয়ে আঙুল বিবশ

    কারা যেন ভেঙেছে উঠোন
    আদুপুর ছক্কা পাঞ্জা ঘাম
    মুছে দিচ্ছে কৃতকীর্তি নাম

    তোমাকে ছোঁবার আগে সব
    ফেলে দিয়ে নতুন উত্সব ।


    (পরবাস, মার্চ, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)