• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৭ | জানুয়ারি ২০১১ | কবিতা
    Share
  • টিপে দেবার বোতাম : তাপস কিরণ রায়

    বোলো না আকাশের মতো উদার হতে
    অথবা, হাওয়ার তাড়নায়
    মেঘেদের মতো যত্রতত্র
    ছুটোছুটি করতে পারবো না,
    চাঁদ দেখে মান ভাঙবে না আর
    তারাদের দেশে মন টানে না আমার
    যে গণ্ডি বেঁধে রাখা আছে
    তা পার করি কী করে ?

    মনের স্থবিরতায়
    ক্রিয়াশীলতায় ছোঁয়া পেতে
    টিপে দেবার মতো বোতাম নেই ।

    (পরবাস-৪৭, জানুয়ারি, ২০১১)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments