• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৭ | জানুয়ারি ২০১১ | কবিতা
    Share
  • সম্পর্কের এপারেই : সিক্তা দাস

    বেশ কিছুদিন, কোনো কথা বলছো না-
    এ পাহাড় ও পাহাড় ছুঁয়ে,
    কোনো এক নদীজলে ভেজাবে শরীর তুমি
    ভেবেছিলে, - তবু পারো নি তা আজো ।

    তুমি বলতেই পারো,
    চেনা শোনা রাস্তায় হাঁটতে জানো না-
    অথবা, মেলতে শেখো নি রোদ-ডানা ।
    তোমাকেই ঘিরে তুমি হাতড়ে বেড়াও,
    খোঁজো সোনালী উপকথায় সোঁদা-কুয়াশার ঘ্রাণ,
    আর দুপুর জড়ানো কোনো অলীককথা ।

    আজ এমন ইঁটচাপা সাদা ঘাস-বুকে
    আমি এঁকে যেতে পারি পোষা চুম্বনরেখা-
    কোনো রং খুঁজবো না,
    অহমিকা আমারও তো কম কিছু নয় ।

    (পরবাস-৪৭, জানুয়ারি, ২০১১)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments