• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৭ | জানুয়ারি ২০১১ | কবিতা
    Share
  • যীশু : পার্থ মুখোপাধ্যায়


    শুষ্কস্তনী পৃথিবী, তুমি
    লুকিয়েছো গর্ভফল, মেরীর অপ্রসূত বীজ
    ফুটন্ত কর্দমশিরা থেকে, নেবো ফিরে হৃত্পিণ্ড তার
    যার মাঝে ফুটে অছে মুক্তি, জ্যোতিষ্মান,
    সে আমাদের পিতা, প্রাণ ...
    জীবনসঞ্চারী সোমরস ।
    তোমাতে অধিষ্ঠিত হয়ে করুক রমণীয় প্রেম
    মাতৃদুগ্ধে সিঞ্চিত করো কুণ্ডলিনী,
    ভিখারীর দীর্ঘশ্বাস, চৈতন্যের তীব্র ভাঁটি টান
    হয়ে যাক নুনপান্তাবর্ষী জাদু-আশাবরী ।
    পুনরুথ্থিত এক শায়িত শহর,
    পাখি হোক
    দিগন্তপ্রসারী আগুন-ডানায় লেখো
    বিহুর সে ধান-ভাঙা কথা, আর দরবেশী গোয়ালার
    গান,
    আমেন ।

    (পরবাস-৪৭, জানুয়ারি, ২০১১)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments