• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৭ | জানুয়ারি ২০১১ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : পল্লব বন্দ্যোপাধ্যায়

    কোথায় যায়

    মুগ্ধতার স্যালাডে নিশ্চিত তোমার মুখখানা
    উচ্চারণের প্লেটে ফেলে ন্যাপথলিনের তীব্র গন্ধে
    হাওয়ায় শুকনো গরমের শাল--;
    বাক্যহীন মুহূর্তকে
    রিক্ততার কাঁধে হেলান দিয়ে
    খুচরো পয়সার মতন দুপুরগুলো শীতল বাতাসে
    পরিণত হয়ে গেল ।
    শব্দহীনতার মত্ন স্তব্ধতা পূর্ণচ্ছেদ তেনে শুয়ে আছে
    কোনও এক অলৌকিক বাণী এবং হাততালির আবছাশরীরী
    অপেক্ষায়---;
    ঘুমভাঙা সকালের তপ্ত রোদ অনুভবের ছোঁয়াতে
    কোথায় ফিরে যায়
    আমরা কেউ কোনোদিন মানতে চাই না
    কোথায় যায়
    কোথা থেকে আসে-- ।


    তুমি আছো তুমি নেই

    বাতিলযোগ্য ইশারাতে পুরুষবাদী টুথপিক
    দাপুটে দুপুরের দুরন্ত রোদ্দুরকে উপেক্ষা করে
    তাচ্ছিল্যের জীবনজুয়াকে সুখ চুম্বন ভেবেছিলে
    তালগোল পাকানো বিশ্বাস পকেট থেকে কখন পড়ে গেছে---;
    যোগ্যতা এখন শুধু তুমি আদম
    ইভকে বাদ দিয়ে জনসংখ্যা গোনার ম্যালথুসিয়ান থিওরি
    ত্রক্রমশ: পেণ্ডিং লিস্ট
    বাঁক নিলে
    জীবনের পরতে পরতে সাজানো গলি ঘুঁজি গর্তকে
    বাদ দিয়ে চশমা চোখে মোবাইল কানে ভাবছো
    বাইকের হ্যাণ্ডেলে লেগে থাকা মসৃণ পথ
    এই হল
    ডিজিটাল সংসার মায়াহীন টানহীন প্রেমহীন ভালোবাসাহীন
    পাঁশুটে নিয়মানুবর্তিতা
    যৌন ক্ষুধাতে শালি হলেও মশগুল নো দরকষাকষি---;
    বিগত এক বিষাদের ভাবনাতে তুমি সদাই হাগ্রত
    এবং এক বগ্গাবিভোর----;
    সৃষ্টির দরজা বন্ধ করে অভিমানের বারান্দা থেকে
    উঁকি মারছো সহ অবস্থান আস্ফালন
    নারীর নাভিতে মাধ্যাকর্ষণ আকর্ষণ খুঁজে যাচ্ছো বৃথাই এবং
    উদাসীন --- ।

    (পরবাস-৪৭, জানুয়ারি, ২০১১)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments