• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৭ | জানুয়ারি ২০১১ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : নিরুপম চক্রবর্তী


    ॥ তুন্তুরি হোটেল: ফিনল্যাণ্ড ॥


    সে জানে সে এইটুকু জানে
    ভাঙাচোরা ভুল ব্যাকরণে
    আঁকাবাঁকা ফাঁপা অক্ষরে
    অরোরার গ্রাফিটিতে ভ'রে যাবে রাতের আকাশ ।

    এইখানে হিম আর্কটিকে
    এখন স্খলিত পায়ে সে পেরোয় তুষারের মাঠ
    তার চারপাশে
    বরফের বুক ছিঁড়ে ধেয়ে যাবে কালো স্রোত
    নদীটির হিংস্র প্রবাহ,
    সেও তো চলছে তার সাথে
    এই তার স্মৃতি,
    যেসব আশ্চর্য স্বপ্ন মেরুদেশে হরিণের প্রাণে
    তাদেরই ধরতে চেয়ে ঈশ্বরবিহীন তার কবিতা ও গানে
    এসেছে সে ধূধূ উত্তরে
    তুন্তুরি হোটেলের ধারে
    বাসস্টপে
    বরফের অচেনা শহরে ॥

    সে জানে সে এইটুকু জানে
    সময়ের রূঢ় ব্যবধানে,
    তুন্তুরি হোটেলের পাশে
    কেমন নিছক অনায়াসে
    কে যেন ফিরে আসে, সুরে হাসে
    কথা বলে অচেনা ভাষায় ।
    বুঝি সে ভালো ছিল, ভুলে ছিলো
    ঝোড়ো রাতে বাসস্টপে, তুন্তুরি হোটেলের গায়ে ॥


    ॥ তুর্কু : ফিনল্যাণ্ড ॥


    কবিতার আকাশেতে আজকাল কয়েকটা ফড়িং
    নিজেদের পাখী ভেবে বড্ডবেশী ওড়াউড়ি করে ।
    আমি তো ফড়িং নই, পাখী নই, কি ক'রে যে কবিতাকে চিনি !
    গগণবিহারী নই, সমতল ভালো লাগে বড়ো
    আকাশে উড়তে লাগে ধার করা বোয়িং এর ডানা,
    উড়ে উড়ে তবু আসি তুর্কু নামক এক রূপনগরীতে
    কবিতার কাছে আসি
    একবার, বারবার, হিমলগ্ন নর্ডিক প্রদেশে ॥

    এখানেই প্রতীক্ষায় থাকা ।
    বন্দরের কোল ঘেঁষে নিরাসক্ত আকাশের পাশে
    নির্লিপ্ত সিগাল ওড়ে, সমুদ্রে ফিরেছে অরাযুকী
    স্বপ্নের নদীটি আজ যাত্রা শেষে বিহ্বল বিভোর
    মধ্য দিবসের ঘন্টা সুপ্রাচীন ক্যাথিড্রালে বাজে
    তারস্বরে, কবিতার
    সুতীক্ষণ ছুরিটি দেখি হৃত্পিণ্ডে লক্ষ্যভেদ করে ॥

    বিষাক্ত হয়েছে সেই ক্ষত ।
    তুর্কু নগরীর নিচে জানা আছে ভুলে যাওয়া পাতালনগরী
    ভরন্ত দুপুরে আমি নেমে যাবো যার অন্ধকারে
    ভাঙা ইঁট, পোড়ো বাড়ি, ভুলে যাওয়া মানুষেরা সব
    এ শহর ছেড়ে গেছে, চলে গেছে নতুন তুর্কুতে ।
    বিষাদ এখানে চোখ বোজে :
    ঘুরে মরা এঁদো গলি, ছমছমে অন্ধকার বাঁকে
    শ্লথ পায়ে হেঁটে যাবো কবিতার ওষধির খোঁজে ॥

    পাইনি সে বিশল্যকরণী ।
    দুহাতে ঢেকেছি মুখ, ফিরে গেছি বন্দরে আবার ।
    বাল্টিক সমুদ্রে যাবে অতিকায়
    আইসব্রেকার এক,
    অতিকষ্টে ভিড়েছি সেখানে ।
    আমি তো ফড়িং নই, পাখী নই
    কবিতার নই পরিত্রাতা,
    অথচ সমুদ্রনীলে ভুল করে গেছি ফেলে
    চেনাজানা কবিতার অচেনা যে পাতা ॥

    (পরবাস-৪৭, জানুয়ারি, ২০১১)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments