• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৭ | জানুয়ারি ২০১১ | কবিতা
    Share
  • পরিণাম : হারিস মাহমুদ

    ঘরের ভিতর জ্বলে বাতি
    নরম মলিন ছায়ায়
    করতোয়া নিঝুম সময় ;
    ঘর থেকে উপত্যকায়
    ছোটে ট্রেন
    অমাবস্যার তেপান্তর পেরিয়ে
    হুইসিলে কাঁপে বনলতার প্রাণ ।
    চোখে আমার ঘুম পুড়ে ছাই
    সিগারেটের ধোঁয়ার মতো
    বাতাসে মিলিয়ে গেছে স্বপ্নের লাটিম
    যে এসে কাছে বসে
    তার কোনো ছায়া নেই
    কেবল সুতনু বাসন্তী শাড়িতে ঢাকা
    শব্দহীন ! শীতল দু'হাতে বাঁধে আমাকে
    আলিঙ্গনে । যেন আমার হৃদয়ে
    সে খোঁজে উত্তাপ
    আরেকবার সহবাসে পেতে চায়
    এ-পৃথিবীর সৌরসুধায় মিলিত জীবন ।

    আহা, কবিতার জননী আমার
    ইচ্ছে হয় তোমাকে হৃত্পিণ্ড তুলে দিয়ে
    আমি মরে যাই !

    (পরবাস-৪৭, জানুয়ারি, ২০১১)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments