• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৭ | জানুয়ারি ২০১১ | গ্রম্থ-সমালোচনা
    Share
  • গ্রন্থপরিচয় : রজত চন্দ


    ॥ অভিবাসী বাঙালিজীবনের আয়না ॥


    নাটক সমগ্র , সুদীপ্ত ভৌমিক , সপ্তর্ষি প্রকাশন, প্রথম প্রকাশ : অগাষ্ট, ২০১০ , ISBN: নেই


    গত কয়েক বছরে সুদীপ্ত ভৌমিকের নাটক প্রবাসী বাঙালি জীবনের টানাপোড়েন, তার আশা-নিরাশার দ্বন্দ্ব, পশ্চিম জগতের রোজকার জীবনের সঙ্গে নিকট পরিচয়ের ফলে নানা সংঘাত নিপুণভাবে ফুটিয়ে তুলেছে । বিদেশকে স্বদেশ করার সংগ্রামে আমাদের আনন্দ বেদনামাখা অভিজ্ঞতার বিশ্বস্বরূপ সুদীপ্তর নাটকমালায় যেমনভাবে ধরা পড়েছে আর কোথাও তা দেখিনি । এই জন্যই নাট্টোত্সাহী অভিবাসী বাঙালিদের মধ্যে এই নাটকগুলির অভিনয় রীরিমতো সাড়া জাগিয়েছে । নিউ জার্সিতে অভিনীত নাটকগুলি দেখতে প্রতিবেশী প্রদেশগুলি থেকেও কিছু দর্শক আসেন ।

    অনেকদিন ধরেই বোঝা যাচ্ছিল যে পরিচিত এবং কোলকাতা বা ঢাকা থেকে আমদানি আধুনিক সামাজিক ও হাল্কা হাসির নাটকগুলির সঙ্গে অভিবাসী দর্শকদের প্রাত্যহিক জীবনযাত্রার যোগ নেই এবং সেইজন্যেই তাঁদের চাহিদা মেটাতে পারছে না । '৮০ র দশক থেকেই কয়েকজন প্রগতিশীল ও প্রতিভাবান নাট্যকার, যাঁদের মধ্যে শক্তি সেনগুপ্ত ও দীপন রায় বিশেষ উল্লেখযোগ্য, কয়েকটি স্মরণীয় নাটক মঞ্চস্থ করেন । ত্রক্রমে ত্রক্রমে বেশ কিছু শক্তিশালী অভিনেতা, অভিনেত্রী এবং নির্দেশক নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উত্সাহী দর্শকদের সামনে জীবনের দু:খ, সুখ, হতাশা, ইত্যাদি নাট্যরসে সিঞ্চিত করে পরিবেশন করছেন ও তাঁদের ভেবে দেখার মত উপকরণ তুলে ধরছেন ।

    `নাটক সমগ্র'-তে রয়েছে `ফেরা', `কালশুদ্ধি', `দুর্ঘটনা', `রণ', `সত্যমেব', `মিউজিক্যাল চেয়ার' এবং `টেকোনিক পার্কওয়ে' এই সাতটি নাটক । জন্মস্থানের রীতিনীতি এবং আত্মীয় বন্ধু পরিবৃত অল্পবয়সের প্রভাব ও সুখস্মৃতির আকর্ষণ প্রবাসের অল্প পরিচিত এবং খানিকটা উদাসীন পরিস্থিতিতে এবং অভিবাসী জীবনের প্রথম পর্যায়ের একাকিত্বের দংশনে উত্সে ফিরে যাবার আকর্ষণ অনুভব করা স্বাভাবিক । অন্যদিকে যেসব সুযোগ সুবিধের জন্য আমরা স্বেচ্ছায় বিদেশে পাড়ি দি সেসব ছেড়ে বাড়ি ফিরে যাওয়াও সহজ নয় । এই টানাপোড়েন শুধু বাঙালি বা কোন বিশেষ গোষ্ঠীর নয়-------এ সর্বকালের ও সব মানবগোষ্ঠীরই সমস্যা । অনেক ক্ষেত্রেই এ সমস্যা মেটে না । ফিরে গেলেও `দ্বিতীয়বার ভুল করলাম কি ?' এই প্রশ্ন তাঁদের মনে জাগে । জন্মস্থানের পরিবেশ ও তার স্মৃতিচারণ এবং তাকে ফিরে পাবার আকুলতা প্রায় সর্বজনীন । তার জন্যে ভৌগোলিক দূরত্বের দরকার নেই । সাহিত্যে, সঙ্গীতে, কথায়, উপকথায় এর বহু উদাহরণ রয়েছে । অভিবাসীদের চিরন্তন প্রশ্নগুলিও এই অভিজ্ঞতার অন্তর্গত । `ফেরা' ও `সত্যমেব' নাটকে সুদীপ্ত এই দ্বন্দ্ব সুন্দরভাবে তুলে ধরেছেন ।

    `রণ' নাটকে ইরাক যুদ্ধের পরিপ্রেক্ষিতে একটি অভিবাসী পরিবারের এবং তাঁদের ঘিরে কয়েকটি চরিত্রের নানা প্রশ্ন, সন্দেহ ও সংশয় ও সংঘাত সুদীপ্ত বিশেষ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন । তাঁর চরিত্র চিত্রণ ও সংলাপ রচনা চমত্কার । সাফল্যের সঙ্গে অভিনীত এই নাটক বহু দর্শককে মুগ্ধ করেছে ।

    `কালশুদ্ধি' নাটকে নকশাল আন্দোলনের ঘাত প্রতিঘাত, বিশ্বাসঘাতকতা, অসম সাহস, ভীরুতা বিশেষ মুন্সিয়ানার সঙ্গে চিত্রিত করেছেন সুদীপ্ত । অতীতকে ভুলতে চায় প্রধান চরিত্র সুবিমল কিন্তু তা কি সম্ভব ? এই নাটকটিও অভিভূত করেছে বহু দর্শককে ।

    `টেকোনিক পার্কওয়ে' এক রহস্যময় নাটক । আপাত সুখী একটি পরিবারের অন্তরে লুকিয়ে আছে কয়েকটি ঘটনা যার মধ্যে রয়েছে নানা জটিলতার সংমিশ্রণ । কিন্তু এই ঘটনাগুলি কি সত্যি না শুধুই কল্পনার খেলা ? এক আগন্তুকের উপস্থিতিতে জমে ওঠে এই কাহিনি ।

    বেশ কয়েকজন শক্তিশালী অভিনেতা ও অভিনেত্রী এই নাটকগুলিকে রূপ দিয়েছেন বিদেশে ও দেশে । এঁদের মধ্যে আছেন শঙ্কর ঘোষাল, লীলাবতী মজুমদার, কেকা সরকার, গার্গী মুখার্জী, নন্দিতা, ইন্দ্রনীল মুখার্জী, পিনাকী দত্ত, দেবীপ্রসাদ পালিত ও কৌশিক দত্ত । নাটকগুলি ইংরিজি এবং কয়েকটি ভারতীয় ভাষায় অনুদিত এবং অভিনীত হয়েছে ।

    উপসংহারে বলব সুদীপ্ত একজন সার্থক ও শক্তিশালী নাট্যকার । তাঁর কাছে আমাদের অনেক আশা । তাঁর বুদ্ধিদীপ্ত নাটকগুলির মধ্যে রয়েছে প্রাসঙ্গিক ও চিরন্তন সংশয়, মনস্তাত্ত্বিক জটিলতা ও নানা বৈপরিত্যের সংঘাত । অনুবাদের মাধ্যমে বাঙালি গণ্ডীর বাইরে দেশে বিদেশে তাঁর নাটকগুলি প্রচারিত ও সম্বর্ধিত হবে এই আশা রাখি ।

    কিছু মুদ্রণপ্রমাদ (যতি চিহ্ন ও বানান) চোখে পড়লো । পরবর্তী সংস্করণে সেগুলো শুধরে নেবার ও এর পরিবর্ধিত রূপের অনুরোধ রইল ।



    (পরবাস-৪৭, জানুয়ারি, ২০১১)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments