Feedbacks on:
Rabindranath Section | Translation Section | Buddhadeva Bose Section | Satyajit Section |
Just noticed that another site bd24live.com has lifted this story and the accompanying author’s profile verbatim and published it on September 26, 2011, without any acknowledgments, whatsoever. I am certain that permissions were not taken from the Parabaas editors and if any sort of permission was granted by the author himself that is not mentioned either. I wonder what prevented them from publishing Ananya Das’s beautiful and intricate illustration along with it! Irony is that at the bottom of the page this site claims copyright of the articles published in their site and declares that it is illegal to copy anything from their pages! Reminds me of the Bangla idiom that most of you know: The thief’s mother has got a loud voice! As a Parabaas reader I suggest that the Editor lodges a complaint.
Nirupam Chakraborti (ncha..@gm...)
bd24live.com-এর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আশা করি ওই পত্রিকার পাঠক, লেখকরাও তাঁদের অসন্তোষ জানাবেন। -- সম্পাদক (অক্টোবর ১৬, ২০১১)
bd24live.com-এর কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওই লেখাটি 'তুলে' নেওয়া হয়েছে। -- সম্পাদক (অক্টোবর ১৭, ২০১১)
পরবাসের আকাশ থাকুক শারদ মেঘে ভরা,
সবুজ ঘাসে কাশ হাসে, আনন্দে মাতোয়ারা!
দনুজদলনী জগৎজননী, এসো মা ঘরে আবার
হাসি উচ্ছ্বাস ভরা অবকাশ, শারদীয়া হোক সবার!!
পূজোর শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে
কৌশিক চক্রবর্তী, পিটসবার্গ (kask...@red....)
একটি গবেষণা-পত্র কতখানি সরস হলে উপন্যাস হয়, অথবা একটি সরস সার্থক উপন্যাসের পশ্চাদ্পটে কতখানি গবেষণার কাজ থাকতে পারে এখানে আভাস পাই। লেখকের সামর্থ্য শ্রদ্ধা জাগায়। পরবাস কর্তৃপক্ষকে উপন্যাসটি আমাদের সামনে আনার জন্য কৃতজ্ঞতা জানাই।
কৌশিক ভাদুড়ী (kask...@red....)
Dipankar Chakraborty (dc.baris...@gm...)
অনূদিত উপন্যাসটির বিষয়ে কিছু বলার নেই. তবে শতাব্দীর আধখানা পেরিয়ে আসা এই পান্থকে, কবিতাটি, আমার কবিতাই মনে হল, নাড়া দেয়.
বল কি আপত্তি যদি গাঁথি
বিন্দু বিন্দু সুখ,
লাফিয়ে পেরোই অসুখের
কোজাগরী।
শিশির চিহ্নক হয়, মাঠ
পাতা আলে,
চলতে থাকি ব্যাঙ্গমাকে
নিয়ে সাথে।
...
Excellent.
কৌশিক ভাদুড়ী (kaska.....@rediff...)
ভালো আমার লেগেছে যে, রইল সেই কথাই।
অরিন্দম গঙ্গোপাধ্যায় (probasi_arin...@yahoo...)
বেশ ভালো গল্প। তবে বড্ডো সোজা-সাপটা হয়ে গেলো।
স্মৃতিলেখা চক্রবর্তী (smritilekha_c..@yahoo...)
আমি বাচ্চাদের গল্প সোজা-সাপটা লিখতেই ভালোবাসি; ওটাতো বড়োদের গল্প নয়, বা রহস্য-গল্প নয় যে জিলিপির প্যাঁচ থাকতে হবে...-)—লেখক
হ্যান্স এন্ডারসনের একটি গল্প, এখন আর ভাল মনে নেই, যেখানে একটি ছোট মেয়ে এক ধনী বাড়ীর বার বারান্দায় বসে সারাদিন খেলছিল। একটা গাছের পাতায় ফুটো করে দেখছিল বড়দিনের ডেনমার্কের দূর্লভ সূর্য্. দরজার জানলার কাচ দিয়ে দেখছিল ভিতরে চলতে থাকা ক্রিসমাস পার্টি, অন্য বাচ্চাদের হাসিখুশী খেলা। তবে সেটা ছিল বিয়োগান্ত গল্প, ছোট্ট মনে বড় ব্যথা হানে যেন কচি ঘাস দলন। এই গল্পটা মিলনাত্মক তাই বেশি ভাল।
কৌশিক ভাদুড়ী (kaska...@rediff...)
দারুণ লাগলো ভবভূতি ভট্চাযের লেখা। তবে এই লেখাটা ছাড়া বাকি লেখাগুলো পড়া যাচ্ছে না। ওগুলো কি বাংলা ইউনিকোডে লেখা নয়?
স্মৃতিলেখা চক্রবর্তী (smritilekha_c..@yahoo...)
না, পরবাস-৪৮-এর আগের লেখাগুলো পড়তে গেলে আপনাকে হয়তো itxbeng.ttf font ডাউনলোড করে নিতে হবে। কীভাবে করতে হবে তার বিশদ বিবরণ এইখানে পাবেন।—সম্পাদক
সত্যি বেশ ভালো লাগলো।
কৃষ্ণেন্দ্র ঘোষ (krishg.....@gm...)
দেবতনু দাস (email2dev...@yaho...)
মনীষা দে (sb.nandita0...@gmai...)
মধুমিতা রায় (rumamadhu...@yahoo...)
যশোধরা অনবদ্য! সম্পাদক মশায়, শীঘ্র এক সংকলন বের করুন , 'পরবাস'-এ প্রকাশিত এই রকম ভালো ভালো কবিতা নিয়ে। এসব মণিমুক্তো যেন হারিয়ে না যায়।
দীপঙ্কর চৌধুরী (cdpn...@red...)
I was born and brought up in Darjeeling . We had also a boy named Kancha who was like one of our family member . The story reminds me my childhood , the Kanchanjonggha and our Kancha.
Partha Ghosh (ghosh.....@t-online.....)
গল্পটা অত্যন্ত ভালো লেগেছে কিন্তু ছাপার প্রসঙ্গে দু'-একটি কথা বলার আছে। কমা(,)-র পরে ফাঁকটা খুব বেশি লাগলো। বানানের ব্যাপারেও আর একটু যত্নবান হলে ভালো হয় (কিন্তু, চিঠি)।
লোপামুদ্রা গোস্বামী (lopamudragos...@red...)
ছাপাখানার ভূত মাঝে মাঝে এতই সাবধানী যে অনেক চেষ্টা সত্ত্বেও ঠিক ধরতে পারছি না। ফন্ট বা লেখা "জাস্টিফাই" করার কারণে কি আপনার এরকম মনে হচ্ছে? যদি ঠিক কোথায় ভুলগুলো আছে দেখিয়ে দেন তো ভালো হয়।—সম্পাদক
১৯৬৮-৬৯-এ শীতকালে ক্লাশ ফোরের বাৎসরিক পরীক্ষার পর কোচবিহারে দুমাস ছিলাম. ওল্ড কোচবিহার ইস্টিশনের কাছেই থাকতাম. ছোটোবেলার সঙ্গে সেই কেরোসিন ল্যাম্প-জ্বলা নিরালা রাত্তির, মালগাড়ির শান্টিং-এর শব্দ, ইয়ার্ডের উঁচু টাওয়ারের সাদা আলো, উত্তর বঙ্গের শীত, মদেশীয়, বাহে, নেপালি মানুষ জন, মিশে গিয়ে একটা শুট শর্ট হয়ে আছে। গল্পটির চালচিত্রে তারই কিছু আভাস পেলাম. বেশ লাগল. বিচ্ছিন্নতা সামাজিক বিবর্তনেরই একটা মেটাফেজ--
দূরে শোনা যায় বেহাগে শানাই বাজা.
চোরা চোখ লুকিয়ে রাখে পালা বদলের
মালা.
কৌশিক ভাদুড়ী (kaskab...@red...)
খুব স্বচ্ছন্দ লেখা। লেখকের আরো ভ্রমণকাহিনি পড়েছি 'পরবাস'-এর পাতায়। এইবারেরটা আরো বেশি ভালো লাগলো। আমি নিজে সী-সিকনেস-এ ভীতু। কাজেই আমার দক্ষিণ মেরুতে যাওয়া কখনোই হবে না। এই লেখাটা পড়ে দুধের স্বাদ ঘোলে মিটলো। আর বরফে ক্যাম্পিং না-করার বুদ্ধির জন্যে ধন্যবাদ।
ফারহানা আফরোজ (farh......@gm...)
দীপঙ্কর চৌধুরী (cdpn...@red...)
খুব ভালো লেগেছে।
নিলাময় মুদী (গোবাগ, পুরুলিয়া, nilamoy...@yah...)
যশোধরা রায়চৌধুরী (yash...@gm..)
কৌশিক ভাদুড়ী (kask...@red..)
Excellent.
Kaushik Bhaduri (kaska...@red...)
দীপঙ্কর চৌধুরী (cdpn...@red...)
নাঃ। খুব সংকটে পড়া গেলো। কোনটা বেশি ভালো, হারিসের কবিতা না অনন্যার ছবি। পারলে দুটোকেই ১০০-তে ১০২ দিই।
দীপঙ্কর চৌধুরী (cdpn...@red...)
'চিঠিপত্র'-বিভাগে বহুদিন কোনো সংযোজন নেই দেখে হতাশ হই।
দীপঙ্কর চৌধুরী (cdpn...@red...)
রাহুলদা যে কেন এমন লেখায়-রেখায় মুগ্ধ করে চলেন বারম্বার! আমরা অভিভূত! কেব্ল, এই অধমের এক ছোট্ট আবদার ছিলঃ ওনার রেখার সঙ্গে একটু রঙও চাই! কবে পাবো? দিন না।
দীপঙ্কর চৌধুরী (cdpn...@red...)
নিরুপমবাবুর করা গ্রন্থ-সমালোচনা পড়ে ফের সরাসরি বোল্ড-আউট হলাম। স্থানাঙ্ক-নির্ণয় এক্ষুনি পড়তে চাই। কী ভাবে, কোথায় পাই? অলভ্য হলে পরবাস নিজেই এই মূল্যবান গ্রন্থখানির পুনর্প্রকাশ করুক না! সঞ্জয়বাবু নিজে কী বলেন?
দীপঙ্কর চৌধুরী (cdpn...@red...)
হুম্... —সম্পাদক।
আসলে বর্তমানকালে বাংলায় বিজ্ঞান বা বিজ্ঞান ইতিহাস পথিক গুহ ছাড়া কেউ আর লেখে না। এই লেখা তাই অনবদ্য আর সময়োপযোগী। অশেষ ধন্যবাদ।
বৈষ্ণব রায় (roy...@red...)
খুব সুন্দর লেগেছে, অনন্যা, সান্টা ক্লজের গপ্পো। কিন্তু একটা কেন, এতে তো দশটা ছবি দিয়ে পিক্টোরিয়াল গল্প হবার সম্ভাবনা ছিল!
দীপঙ্কর চৌধুরী (cdpn...@red...)
This is Anutom from the desert! I just want to thank you all for this superb work. I am reading "Ami ki Bangali?" written by Sunil Ganguli and found your web address there! Thanks to him as well. I am very glad to write to you here. I feel proud to say that I am Bangali. I am from Bangladesh. Keep going on. Thank you again to you and your team for such a nice webzine!
Anutom Banik (Abu Dhabi, anut...@yah...)