'পরবাস'এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের সম্প্রতি প্রকাশিত কিছু নতুন বই (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো) ও অন্যান্য খবর:
— ডাইনি ও অন্যান্য গল্প (*), দীপংকর চৌধুরীর কিশোর উপন্যাস।
— ২০১১ শারদীয়া আনন্দমেলা-তে অনন্যা দাশ-এর উপন্যাস ইন্দ্রজালের নেপথ্যে প্রকাশিত হয়েছে সম্প্রতি।
—অশোককুমার মুখোপাধ্যায়-এর শুভাপ্রসন্ন: নীলিমা ও নৈরাজ্য (দীপ প্রকাশন)
—সমীর সেনগুপ্তর রবীন্দ্রসূত্রে বিদেশিরা (*) (সাহিত্য সংসদ)।
—Tagore and China, edited by Tan Chung, Amiya Dev, Wang Bangwei, and Wei Liming, has been published by Sage Publications.
—শব্দ-হরিণ (সম্পাদকঃ সত্যপ্রিয় মুখোপাধ্যায়) থেকে বেশ কিছু কবির ২৫-টি করে বাছাই কবিতার একটি সিরিজ বের হচ্ছে। তাতে যশোধরা রায়চৌধুরীর কবিতা সংকলন প্রিয় ২৫ বইটি প্রকাশিত হয়েছে।
—"NPR/ETV South Carolina" প্রযোজিত সাহিত্য মেলাতে Clemson University রেডিও স্টেশন থেকে ২৩শে মে, ২০১১-তে ঐন্দ্রিলা মুখার্জি পরবাস-এ প্রথম প্রকাশিত জয় গোস্বামীর একটি কবিতার অনুবাদ পাঠ করেন।
—শ্রীজাতা গুহর ব্যাবস্থাপনায় তৈরি শোনা-কথা-তে রবীন্দ্রনাথের কয়েকটি লেখার "শ্রুতিনাটক" যোগ হয়েছে।
এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।