• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৩ | ফেব্রুয়ারি ২০১৩ | চিঠি
    Share
  • চিঠিপত্র :

    Feedbacks on other sections:

    Translation Section
    Rabindranath section
    Buddhadeva Bose section
    Satyajit section
    Shakti section
    Jibanananda section

    দিবাকর ভট্টাচার্য-এর গল্প "সাধ্যাতীত পূর্ণিমায়"

    মন ছুঁয়ে-যাওয়া একটি অনন্য সৃষ্টি। কবিগুরুর একটি গানের পঙ্‌ক্তিকে কেন্দ্র করে গোটা গল্পটির বুনোট। সহজ সাবলীল ভাষায় মানবমনের গহীনে লুকিয়ে থাকা দুর্বোধ্য আবেগের প্রকাশ...মুখ্য চরিত্রটির জীবনের চারটি অধ্যায়ে তার ভালোবাসার পূর্ণতালাভ যেভাবে বর্ণিত হয়েছে তা এককথায় অসাধারণ। জীবনের শেষ অধ্যায়ে উপনীত হয়ে ভালোবাসার মানুষটির মনের একান্ত চাওয়ার হদিশ পাওয়ার এক অনবদ্য কাহিনি...

    সম্রাজ্ঞী চক্রবর্তী (samrag...@yaho...)


    অনন্যা দত্তর ছবি "ভিড়ের গান"

    অনন্যাকে তার নিজস্ব পৃথিবীতে ছোট থেকে বড় হ’য়ে উঠতে দেখেছি যারা, পরবাসে এই ছবিটি দেখবার আগে তাদের অনেকেই হয়তো আমারই মতো অনুমান করতে পারেনি যে ওর মধ্যে এই অসামান্য প্রতিভা লুকিয়ে আছে। মনে হয়না ছবিটি প্রকাশিত হওয়াতে অনন্যার নিজের কিছু আসবে বা যাবে বলে; তবে এই আশ্চর্য সুন্দর ছবিটির মুখোমুখি হ’য়ে হয়তো আমার মতো আরও কারো কারো স্বরে হঠাৎই রবীন্দ্রনাথ অনুরণিত হয়ে বলবেনঃ কি ধন তুমি করিছ দান না জান আপনি!

    সম্পাদক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি ছবিটি আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

    নিরুপম চক্রবর্তী (nchak...@gmai...)


    দূর্বা বসুর প্রবন্ধ "আমেরিকা যখন সত্যি ব্যতিক্রমী"

    বৃত্তিমূলক শিক্ষার থেকে মানবিকতার শিক্ষা যে বেশি জরুরি, লেখক সেটাই বলতে চেয়েছেন। সত্যি তাই। ভালো লেখা।

    দিলীপকুমার চট্টোপাধ্যায় (dkcha...@gmai...)


    জয়ন্ত নাগ-এর রম্যরচনা "অসমাপ্ত সমীকরণ"

    ভালো লাগল। বাংলা পড়ি কিন্তু ফন্ট না-থাকার কারণে ইংরেজি হরফে লিখতে হলো।

    আব্দুল্লা শিবলি (ashib...@partner...)


    নিরুপম চক্রবর্তীর "তিনটি কবিতা"

    Just now I came across a poem written by well known poet Daud Haider, which obviously was written some years ago. A part of it goes like this:

    "ঘুরি একা একা আমি গলিত শহরে,
    কেউ সুখে থাকে এঘরে ওঘরে।
    কেউ ভালবেসে হয় চিরকাল দুখি
    আমি দেবদাস, ভবঘুরে সুখি"
    I have no recollection of reading the poem earlier. However, it might not be totally impossible that I had read it longtime ago and then forgot all about it, but the image of a decaying town stayed on my mind somewhere deep inside and perhaps influenced me while composing my own poem 'গলিত শহর' that deals with an extreme urban alienation. As, I said, I am still not very sure, if this state of ‘একা একা’ in a ‘গলিত শহর’ came to my thoughts because of him, but without slightest hesitation I would like to acknowledge Daud Haider’s earlier contribution on a related theme.

    Nirupam Chakraborti (3/16/2013; nchak...@gmail.com...)

    বার্লিন, জার্মানি থেকে কবি দাউদ হায়দার আমাদের জানিয়েছেন যে উপরোক্ত কবিতাটি "শরৎকথাপুনশ্চঃ" শিরোনামে তিনি কলকাতায় ০৭.০৮.১৯৮৪ তারিখে লিখেছিলেন। এটাও জানিয়েছেন যে নিরুপমবাবুর কবিতাটি তাঁর ভালো লেগেছে।—সম্পাদক।


    গভীর কিছু উচ্চারণ পেলাম। বিশেষভাবে ছুঁয়ে যায় "লুপ্ত পদাবলী" এবং "তাতরা পাহাড়ের দিনলিপি"।

    "ভুলেছি সব স্মৃতির মরা পাতা
    এখানে পোড়ে বাতাসে ওড়ে ছাই
    মোমের মতো অতীত নিভে গেলে
    কিছুটা তার নিভিতে পারেনাই৷"
    অসাধারণ!

    ইন্দ্রাণী মুখোপাধ্যায় (indranimu...@gmai...)


    "গলিত শহরে
    জমাইনি আমি মরা প্রজাপতি
    চমৎকার উক্তি!

    রাহুল রায় (bap...@bu...)


    ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের "একগুচ্ছ কবিতা"

    ইন্দ্রাণীর চারটে কবিতা যেন চারটে তেজী ঘোড়া। চলনে, বলনে, প্রকাশে ও গতিশীলতায় একরাশ মুগ্ধতা ছিটকে পড়ল দিগন্ত জুড়ে। আলাদা করে ভালো লাগল পরবাস। আর যে কবিতার কথা না বললেই নয়, তা হল 'মধুমঞ্জরী'।

    কবিতাটির প্রথম পর্বে অ-ব্যক্তিগত পর্যায়ে নিসর্গকে এত সুন্দর, নিখুঁত ও কাব্যিক ভাষায় বর্ণনা করা হয়েছে যে তা স্তম্ভিত করে রাখে পাঠককে। দ্বিতীয় পর্বটিতেও ইন্দ্রাণী সমান কুশলী। ইন্দ্রাণীর কবিতা পড়লে পৃথিবীটা বড় মধুর হয়ে ওঠে।

    আজকের দিনে এই স্নিগ্ধতা বড় দুর্লভ।

    অনেক অনেক শুভেচ্ছা রইল কবির প্রতি।

    সোমেন রায় (some...@yaho...)


    অ-সা-ধা-র-ণ!

    Beautiful poems. Indrani, I must congratulate you for your distinctive style and perfect use of modern words in simple nostalgic rhythm. Do you have a published book of poetry that we may collect?

    Kaushik (ks......@nc.r...)


    এই নবীনা কবির ছন্দস্নিগ্ধ কন্ঠস্বরে কিছু রোচিষ্ণু লাবণ্য রহিয়াছে; যাহা তৃপ্ত করে এবং আনন্দ দেয়৷ ইদানীং কিছুকাল যাবৎ পরবাসে তাহার কবিতা পড়িতেছি। পূর্ববর্তী কবিতাগুলির অন্তর্মুখী আলোড়নের তুলনায় এই সম্প্রতি প্রকাশিত কবিতাগুচ্ছ যেন বহির্বিশ্বে মৃদুদ্বিধাভরে দণ্ডায়মানঃ তাহাতে সৌন্দর্য আছে, রচনার সাবলীলতা আছে, সর্বোপরি অনুভবের কারুকাজে প্রকাশিত হইয়া আছে সফল কবিতার জাদুকরী নির্মাণ। ইন্দ্রাণীর কবিত্বশক্তি সম্পর্কে নিঃসংশয় হ’ই যখন পড়ি:

    “টুসুর অলীক বোল জলাশয়ে আনন্দলহরী
    নীলাভ আকাশ ছেয়ে অনাবিল রৌদ্র জেগে ওঠে”

    অথবা:
    “এখানে শীতের আয়ু স্বল্পকাল
    এখানে জ্বরের কথা অন্যরকম
    এখানে কলেজস্ট্রিট পাশাপাশি হেঁটে যায়, হাতে হাত
                              বৃষ্টিতে সবুজ”

    এইসব চিত্রকল্পের কর্বুরিত রূপায়ণে ইন্দ্রাণীর প্রত্যক্ষ অভিজ্ঞতার সারাৎসার রহিয়াছে; ছন্দের সুচারু প্রয়োগে তাহা আরও দীপ্র হইয়া উঠে৷ যদিও দেখিতে পাই ছন্দব্যবহারে এখনও কদাচিৎ ইন্দ্রাণীর পা যৎসামান্য টলোমলো করে, আমার সংশয় নাই কালক্রমে তাহা পরিপূর্ণতা পাইবে: কবিতা এই বালিকার ধমনীতে বহিতেছে! পরবাস কবিতাটি তাহার একটি অনবদ্য নিদর্শন৷

    অন্তর ও বাহিরের আলোআঁধারিতে ইন্দ্রাণীর কবিতা অতঃপর কোনদিকে বাঁক নেয় তাহা প্রত্যক্ষ ক’রিবার সাগ্রহ প্রতীক্ষা রহিয়া গেল৷

    নিরুপম চক্রবর্তী (ncha...@gmai...)


    পরবাসে আমার প্রথম চিঠি। আসলে চিঠি না লিখে থাকা গেলো না। ইন্দ্রাণীর কবিতা আমার পরিচিত। আগে বহুবার পড়েছি ওর কবিতা। ওর কবিতায় একটা ঝিম ধরানো নেশা থাকে। এই গুচ্ছ কবিতাগুলি পড়ে এই মুহূর্তে কলোরাডোর বরফ জমাট বাধা শহরে বসে এক নিমেষে চলে গেলাম বাংলার বসন্তে। কত সহজ হল এই গতিপথ। যে কবিতা এত অনায়াসে ভ্রমণ করাতে পারে, তা নিঃসন্দেহে ভালবাসার জিনিস। ইন্দ্রাণী এই অল্প বয়েসে যে গভীর, পরিণত কবিতা আমাদের ক্রমাগত উপহার দিয়ে চলেছে, তার জন্য অনেক ধন্যবাদ। আর রইলো ওর জন্য আমার অনেক শুভেচ্ছা।

    শ্রদ্ধা (tulip...@gmai...)


    বাহ! ভারি সুন্দর,
    "এত উচ্ছ্বাস, আনন্দগান...এত কথা বারোমাস
    এত প্রজাপতি, গঙ্গাফড়িং সবজে ডানার ঘাস"

    আমার ভারি ভালো লেগেছে কথাগুলো! সবটাই সবুজ সবুজ নরম নরম আকাশ আকাশ ...

    বাপ্পা মুখার্জী (bapp...@hotma...)


    "সম্পাদকীয়"

    আপনি যথার্থই বলেছেন। সমস্ত কবি, লেখককে এ-কথা মাথায় রাখা প্রয়োজন যে শুধুমাত্র অপ্রকাশিত লেখাই কোনো প্রকাশনার দপ্তরে পাঠানো উচিত।

    দীপক মান্না (dipakma...@gmai...)


    জ্যোতির্ময় দাশ-এর "চাঁদ সেদিন ছিল হাতিয়ার (কাস্তে-কবি দিনেশ দাসের জন্মশতবর্ষ স্মরণে)"

    দিনেশ দাসের ওপর এই লেখা আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি ওঁর জীবন সম্বন্ধে কেউই বিশেষ কিছু জানেনা। এই লেখা সে কারণে খুবই গুরুত্বপূর্ণ।

    মনোজ (manoj...@gmai...)


    নিবিড় পাঠঃ শংকর চট্টোপাধ্যায়

    শংকর চট্টোপাধ্যায়ের লেখা সমালোচনাটি অসাধারণ। যাঁরা সুধীর চক্রবর্তী সম্পাদিত "বাংলা গান : অদীন ভুবন" বইটি পড়বেন তাঁদের তো বটেই, যাঁরা তা না পড়বেন, তাঁদের পক্ষেও এই আলোচনা (শুধু সারাংশ একে কিছুতেই বলা যাবে না) অমূল্য। শংকরবাবুকে অসংখ্য ধন্যবাদ।

    রাহুল রায় (bapi...@bu...)


    যশোধরা রায়চৌধুরীর "একগুচ্ছ কবিতা"

    গীতিময়তা, শব্দচয়ন ও চিত্রকল্প এই কবিতাগুলির বৈশিষ্ট্য। কোথায় যেন মনে বেশ দাগ রেখে যায়। বেশ ভালো।

    রাহুল রায় (bapi...@bu...)


    পুনশ্চ পিশাচিনী: কবির কলমে এত দ্রুততায় সহজ শব্দের সুচারু প্রয়োগ হয়েছে যে পরপর কবিতাগুলো পড়তে স্বাচ্ছন্দ্যের সাথে সাথে আত্মবোধের আলো চলকে ওঠে।

    চিলতে: ভাল্লাগে না, এই চরম সত্য আজকের যান্ত্রিক রোজনামচায় যেন পিছনে সেঁটে থাকে সকাল থেকে রাতের গর্ভে। কবি আরেক সত্যের আলো ফেলেছেন। ইথারময় না-ভালো লাগার সমষ্টি কখন অজান্তে সামগ্রিক সচেতন রূপ নেয় তা বুঝি কবির দার্শনিক বোধেই ধরা দেয় যা শব্দলিপিতে মায়াজাল সৃষ্টি করেছে। ভীষণ ভালো লাগা জানালাম।

    অনুপম দাশশর্মা (anupam1...@gmai...)


    এই লেখা কালজয়ী হবে কিনা জানি না, কিন্তু বড় ভালো লিখেছেন, এত সুন্দর করে ক্রাইসিস লিখতে দেখিনি। বড় ভালো লাগলো জেনে প্রেম (তা সে যে ঘরানার ই হোক) প্রতিটি জরুরি অনুভূতির ভেতর শুয়ে থাকে, বয়েস বেড়ে যায়, কিন্তু অনুভুতিগুলির বয়েস বাড়ে না, শুধু বিফলতাবোধ আর মৃদু কষ্ট হলে মনে পড়ে "হায়দ্রাবাদে মেঘও করে না নাকি?" আমার কিন্তু ফাটাফাটি লাগলো...। আর হ্যাঁ, বলতে ভুলেছি, আপনার চিলতে কবিতা কেমন যেন "পুনশ্চ পিশাচিনী"র উপসংহার হিসেবে এসেছে, কেন জানি না ব্রাউনিং এর মতো মনে হলো, "ওই যে আমার হৃদয়হীনা তাত্ক্ষণিকার ছলনা খুব, ওরই মধ্যে দিয়েছিলাম অনন্ত এক গভীর ডুব"।

    কল্পর্ষি বন্দ্যোপাধ্যায় (kalpar...@gmai...)


    অমিতাভর অনুবাদে অমূল্য বরুয়ার কবিতা "বিপ্লবী"

    মাত্র চব্বিশ বছর কবির জীবন। প্রগতিশীল চেতনা এবং শক্তিশালী কলমের সমন্বয়ে একটি দৃঢ় প্রত্যয় ফুটে উঠেছে কবিতাটির মধ্যে। কবি সুকান্তকে মনে পড়িয়ে দেয়।

    দিলীপকুমার চট্টোপাধ্যায়, লক্ষ্ণৌ (dkch...@gma....)


    আবুল আলমের "সিনেমা: শৈশব-কৈশোর স্মৃতি "

    লেখকের থেকে আমার বয়স বছর দশেক ছোট হলেও তখনকার বাংলাদেশের পটভূমির তেমন পরিবর্তন আসেনি। আমিও ২য় যুদ্ধোত্তর দুর্ভিক্ষ দেখেছি। আবার মানুষের ঘুরে দাঁড়াবার চিত্র দেখেছি। ভারত বিভক্ত হওয়ার পর কৈশোর ছেড়ে বালক হয়েছি। আমাদেরও লেখকের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। তাই লেখাটি পড়ে নিজের মধুময় স্মৃতি রোমন্থন হলো যেন।

    দেলওয়ার হোসাইন (dhos...@yaho...)


    নীলাশ্রী রায়ের আঁকা ছবি"শোহার আঁকা-খাতা থেকে"
    Dear Shoha,

    I LOVED your drawings. I wish I could draw like you.

    Much love,
    Chhanda (bewtr...@creight...)


    তোমার আঁকা আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর হয়েছে।

    অরুণিমা (arunim...@yaho...)


    আমার খুব ভালো লেগেছে। তুমি আরও এরকম ছবি আঁকো।

    রূপকথা দিদি (nilay...@yahoo....)


    বাঃ, শোহা তোমার ছবি খুব সুন্দর লাগল।

    রাই দিদি ও সুরজিৎ কাকু; শান্তিনিকেতন (surojitsen.santi...@gmail....)


    ছবিগুলি খুব সুন্দর ও জীবন্ত। এর আরও ভাল ভাল ছবি পরে দেখার ইচ্ছে থাকল।

    চন্দ্রাণী মুখোপাধ্যায় (cmukhop...@gmai...)


    আঁকা খুব ভালো হয়েছে। Keep it up.

    মৌলিনাথ রায় (ray.moul...@gmail...)


    ভবভূতি ভট্টাচার্যের গল্প "পরি"

    ভারি সুন্দর গল্পটি। মন ছুঁয়ে গেল।

    ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা (bew...।@creighton...)


    কালীকৃষ্ণ গুহর কবিতা "লৌকিক"

    বেশ ভালো লাগল কবিতাটি..

    "কত-যে বন্ধন
    শায়িত পথঘাট—
    অনেক পাখি ডাকে
    অনেক নির্বাক।"
    খুব সুন্দর।

    ইন্দ্রাণী মুখোপাধ্যায় (indranimu...@gmai...)


    ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রার ভ্রমণকাহিনি "সুখের দেশে"

    এই তো! কে বলে ছন্দা বিউট্রা যত্তো দূর দূর বেপোট দেশ ছাড়া যান না? "ঘর হতে শুধু দুই পা ফেলিয়া..." এই তো ভুটান। যথারীতি লেখক মুগ্ধ করলেন। অনেক তথ্য থাকলেও বলার ঢং-এ গুরুভার হয়নি। কোন ক্যামেরা ও অন্য প্রাসঙ্গিক ইনফরমেশন থাকলে ভালো লাগতো।

    বাঙালিরা ভুটান যায় না? একটা ছোট্ট তথ্যঃ রাজা রামমোহন রায় তিব্বত গিয়েছিলেন বলে একটা গল্প চালু আছে। অধুনা প্রমাণিতঃ ওটা গল্পই। উনি আসলে গিয়েছিলেন ভুটান, EIC-র হয়ে একটা বিবাদের মীমাংসা করতে।

    দীপংকর চৌধুরী (cdp...@rediffmail....)

    লেখকের উত্তরঃ দীপংকরবাবুকে অনেক ধন্যবাদ। আপনাদের খুশি করতে পারলেই আমার লেখাটা সার্থক হোল বলে মনে করি। আমার ক্যামেরা হোল Nikon DSLR, সঙ্গে Tamron 18-250mm লেন্স। রাজা রামমোহন রায়ের গল্পটা জানানোর জন্যেও ধন্যবাদ।


    জয়ন্ত নাগের 'রম্যরচনা' "অসমাপ্ত সমীকরণ"

    Sorry, little disappointed; thought "ramya-rachana" means happy and funny.

    রাধা (radha_chat...@yaho...)

    "রম্যরচনা", এই আখ্যার জন্যেই যদি লেখাটি আপনাকে নিরাশ করে থাকে, তাহলে সম্পাদক হিসেবে আমার একটু কৈফিয়ত দেওয়া প্রয়োজন। মেনে নিচ্ছি, "রম্যরচনা"র অভিধানগত অর্থ হচ্ছে "প্রধানতঃ লঘুচালে লিখিত হাস্যরসাশ্রিত সুখপাঠ্য রচনা বা গ্রন্থাদি, belles-lettres।" ('সমসদ')--কিন্তু এতে প্রধানতঃ কথাটি খেয়াল করতে অনুরোধ করব। আর রম্যরচনার গুর্দেব সৈয়দ মুজতবা আলীর "ধুপছায়া" বা "বেদে" ইত্যাদি রচনা যদি তাঁর রম্যরচনার সঙ্কলনে ঠাঁই পেতে পারে, তাহলে "প্রিসিডেন্ট" হিসেবে সেগুলো দাখিল করে দাবি করবো যে বেশিরভাগ রম্যরচনা হাস্যরসাশ্রিত হলেও সেটা জরুরি নয়। Belles-lettres-এর সংজ্ঞাও এই যুক্তিকে মোটামুটি সমর্থন করে। -- সম্পাদক


    কৌশিক সেনের গল্প "সাদা ডাইনির কুঠি "

    Unexpected! Detective story--always my favorite. এরকম লেখা আরো চাই, তবে কেচ্ছার পরিমাণ একটু বেশি হয়ে গেছে, আর হিউসটন-এর বাড়িগুলোতে বেসমেন্ট নেই। But nice...

    রাধা (radha_chat...@yaho...)


    সমর চ্যাটার্জীর কবিতা "দামিনী"

    সমরবাবুর কবিতাটি শুধু প্রাসঙ্গিক নয়, মানবিক দলিল-স্বরূপ। কবিকে আমার অভিনন্দন জানালাম।

    দীপালী চক্রবর্তী (d.c194...@yaho...)


    স্তব্ধতা রেখে গেলাম।

    ইন্দ্রাণী মুখোপাধ্যায় (indranimu...@gmai...)


    অরুণিমা ভট্টাচার্য্যের কবিতা "খেজুরে গপ্পো"

    সাহসী লেখা...

    পূর্ণ চৌধুরী (purn...@roge..com...)


    স্বপনকুমার ঘোষের উপন্যাস "মেঘকেতন"

    এই উপন্যাসটাকে ছোটদের পরবাস-এ না দিয়ে বড়োদের বিভাগে দিতে পারতেন। এখনকার বাচ্চারা বা কিশোরেরা এইসব ভাষা বোঝে না মোটেই। বড়োরা হয়তো appreciate করতে পারেন। আমার মেয়েকে পড়ে শোনাতে গিয়ে দেখলাম যে সে কিছুই বুঝতে পারছে না।

    হিরণ্ময় নন্দী (hnandi1...@hotma...)


    অনন্যা দাশের "বিদায় সুনীল গঙ্গোপাধ্যায়... "

    লেখাটি পড়তে পড়তে চোখে জল এসে গেল। কবি পুরুলিয়াতে অনেকবার এসেছেন। তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। সে-সব এখন স্মৃতি। শ্রীমতী অনন্যা দাশকে ধন্যবাদ। আমার নমস্কার জানবেন।

    তরুণকুমার সরখেল (sarkheltar...@gmai...)


    (আগের চিঠিপত্র)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments