• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৭ | জুন ২০১৭ | শিল্প-সাহিত্য-সংবাদ
    Share
  • শিল্প-সাহিত্য সংবাদ :

    || এ-টা সে-টা ||

    'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো)-এর খবর:


    সুব্রত সরকারের কিশোরদের জন্য গল্পের বই "রাবণের কানপট্টি (*)" প্রকাশিত হয়েছে এবং মুশায়েরা থেকে (২০১৭)।





    সঞ্চারী মুখার্জির আঁকা ছবির একটি প্রদর্শনী সম্প্রতি হয়েছে কলকাতার 'শ্রী' গ্যালারিতে।





    অনুষ্টুপ শেঠ-এর ছোটোদের ছড়ার বই "ভূতোর বই" প্রকাশিত হয়েছে ঋতবাক্‌ থেকে (২০১৭)। এর অলংকরণও অনুষ্টুপের করা।





    Prasenjit Gupta's translation "Moustache Thievery" of Sukumar Ray's poem has been included in "OXFORD INK LITERATURE READER 7(*)" edited by Gowri Sarkar and James Paul.
    We gladly note that similarly other articles from Parabaas are making their way to textbooks!





    গত মে মাসে শংকর চট্টোপাধ্যায়ের প্রবন্ধের বই

    "উৎসারিত আলো রবীন্দ্রনাথের গান" (*) বইটি প্রকাশিত হল। প্রকাশ করলেন সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রকাশক বঙ্গীয় সাহিত্য সংসদ (২০১৭)।

    ছবিটিতে দেখা যাচ্ছে কালীকৃষ্ণ গুহ, শংকর চট্টোপাধ্যায়, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুভাষ ভট্টাচার্য ও আশিস ভট্টাচার্যকে।




    অনন্যা দাশের মুশকিল আসান ও অন্যান্য গল্প প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে (নববর্ষ, ২০১৭; 'কিশোর কাহিনি সিরিজ')।





    সুস্মিতা হালদারের গল্পের বই, কিন্তু কবিতার ধাঁচে লেখা, 'কবিতার গল্পেরা' (দে'জ, কমলিনী প্রকাশন বিভাগ; বইমেলা ২০১৭)।







    অঞ্জলি দাশের কবিতার বই 'মুগ্ধ হয়ে থাকি' ("সই" প্রকাশনী; বইমেলা, ২০১৭)।








    অনন্যা দাশের তিনটি কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়ঃ 'হাওয়া বদল ও আংটি রহস্য' (শ্রী বুক এজেন্সি, ২০১৭),




    'নাভাহোদের খপ্পরে' (শিশু সাহিত্য সংসদ ২০১৭), ও




    'প্রতিহিংসার বহ্নিশিখা' (বাংলার মুখ প্রকাশন, ২০১৭)।





    দেবজ্যোতি ভট্টাচার্যের ২টি কিশোর উপন্যাস 'নিবাত কবচ অভিযান' (অরণ্যমন প্রকাশনী, বইমেলা, ২০১৭) 'পংখিলালের গুহা' (খোয়াবনামা প্রকাশনী, ডিসেম্বর, ২০১৬) এবং উপন্যাস 'যাত্রী' (২য় পর্ব) প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ (বইমেলা, ২০১৭) থেকে।





    রবিন পালের দুটি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায় : 'স্পেনের গৃহযুদ্ধ ও ভারতবর্ষ' (র‍্যাডিকাল ইম্প্রেশন, ২০১৭) এবং 'র‍্যালফ ফক্স : রাজনীতি, সংস্কৃতি, ভারতনীতি' প্রকাশিত হয়েছে বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে (বইমেলা, ২০১৭)।






    কৌশিক সেনের নভেলা 'তালপাতার দ্বীপ' প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে (বইমেলা, ২০১৭); এবং 'প্রতিভাস' থেকে প্রবন্ধের বই 'ক্যানসার' (বইমেলা, ২০১৭)।










    অরণি বসুর কবিতার বই 'ভাঙা অক্ষরে রামধনু' (*) পরম্পরা প্রকাশন (বইমেলা, ২০১৭) থেকে প্রকাশিত হয়েছে।





    শ্রীকুমার চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবন্ধ সংকলন 'আশ্চর্যময়ী : ভিন্ন ঘরানার বাঙালি নারীর কথা' প্রকাশিত হয়েছে দীপ প্রকাশন থেকে (বইমেলা, ২০১৭)।





    কালীকৃষ্ণ গুহর প্রবন্ধের বই 'আসা-যাওয়ার পথের ধারে' ছোঁয়া প্রকাশন (বইমেলা, ২০১৭) এবং 'কবিতা সংগ্রহ' (খণ্ড ১) প্রকাশিত হয়েছে ঋত প্রকাশন থেকে (বইমেলা, ২০১৭)।







    পিনাকী ঠাকুরের কবিতার বই 'বসন্ত মস্তান' (*) সিগনেট প্রেস (বইমেলা, ২০১৭) থেকে প্রকাশিত হয়েছে।





    যশোধরা রায়চৌধুরীর 'শ্রেষ্ঠ কবিতা' (*) প্রকাশিত হয়েছে দে'জ পাবলিশিং (বইমেলা, ২০১৭) থেকে।





    সঞ্জয় মুখোপাধ্যায়ের চলমান গদ্যচিত্র 'ওগো মায়া, ওগো বাতায়ন' প্রকাশিত হয়েছে (খোয়াবনামা, ২০১৭) এবং প্রবন্ধ 'তিন তরঙ্গ' প্রকাশিত হয়েছে বইওয়ালা প্রকাশনী থেকে (বইমেলা, ২০১৭)।





    তিলোত্তমা মজুমদারের কিশোর উপন্যাস 'বুদ্ধুস্যারের বুদ্ধি' আনন্দ পাবলিশার্স (বইমেলা, ২০১৭) এবং কবিতার বই 'তোর জন্য নির্বাচিত অক্ষর' প্রকাশিত হয়েছে ছোঁয়া প্রকাশন থেকে (বইমেলা, ২০১৭)।





    কেতকী কুশারী ডাইসনের 'কবিতা সমগ্র' (খণ্ড ২) সিগনেট প্রেস (বইমেলা, ২০১৭) এবং 'নাটক সমগ্র' প্রকাশিত হয়েছে এবং মুশায়েরা (বইমেলা, ২০১৭) থেকে।





    আর্যা ভট্টাচার্যের কবিতার সংকলন 'পরবাস' প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ থেকে (বইমেলা, ২০১৭)।





    সুমিতা চক্রবর্তীর প্রবন্ধের বই 'ইতিহাস চিহ্নিত সাহিত্য' বঙ্গীয় সাহিত্য সংসদ (বইমেলা, ২০১৭) থেকে প্রকাশিত হয়েছে।





    মিহির সেনগুপ্তর 'ভাটিপুত্রের বরিশালি গদ্যসংগ্রহ' প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স (বইমেলা, ২০১৭) এবং উপন্যাস 'স্বপ্ন সুগন্ধা' প্রকাশিত হয়েছে জে. এন. চক্রবর্তী থেকে।




    এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments