'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই ও অন্যান্য প্রকাশনার খবর। (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো।)
— কলকাতা বইমেলায় প্রণব বসুরায়-এর তৃতীয় কাব্যগ্রন্থ "ফ্রেডরিক নগরের বাসিন্দা" বেরিয়েছে--'ধানসিড়ি'-- প্রকাশন থেকে।
— তুষ্টি ভট্টাচার্যের কবিতার বই ('সৃষ্টিসুখ', বইমেলা, ২০১৮)।
— সৌমেন মিত্রর লেখা In Search of an Identity: History of Football in Colonial Calcutta-র বইটির বাংলা অনুবাদ, করেছেন দীপঙ্কর চৌধুরী--কলোনিয়াল কলকাতার ফুটবলঃ স্বরূপের সন্ধান ; ('দাশগুপ্ত', বইমেলা, ২০১৮)।
— এবারেও অনন্যা দাশের বেশ কয়েকটি বই বেরিয়েছে ও অন্যান্য গ্রন্থে ওনার লেখা সংকলিত হয়েছে, যেমনঃ হিমগ্ন ময়ূখ ('বাংলার মুখ'), গিনিপিগ রহস্য ও আরো পাঁচ ('দি সী বুক এজেন্সি'), ও প্রিন্সেস ভাল্লুক রহস্য ও অন্যান্য ('বিভা পাবলিকেশনস')।
— Uma Dasgupta's book Friendships of 'Largeness and Freedom': Andrews, Tagore, and Gandhi: An Epistolary Account 1912-1940 (Oxford University Press)
— নিরুপম চক্রবর্তীর কবিতার বই বেস্কিড পাহাড়ের ভার্জিন মেরি! (*) ('সৃষ্টিসুখ', বইমেলা, ২০১৮)।
— কৌশিক সেন-এর উপন্যাস মনের বাগান ('আনন্দ পাবলিশার্স', বইমেলা, ২০১৮)।
প্রখ্যাত সরোদশিল্পী বুদ্ধদেব দাশগুপ্ত (১লা ফেব্রুয়ারি ১৯৩৩ -- ১৫ই জানুয়ারি ২০১৮)-র মৃত্যুতে 'পরবাস' গভীরভাবে শোকাহত। আমরা তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানাই। 'পরবাস' গর্বিত মন্দার মিত্র-র নেওয়া তাঁর অমূল্য সাক্ষাৎকার প্রকাশ করার জন্য।
গত ১২ই জানুয়ারী নবনীতা দেবসেন-এর রচনাবলীর ১ম খণ্ড প্রকাশিত হল
শ্রীকুমার চট্টোপাধ্যায়-এর সম্পাদনায়। প্রকাশ করলেন শঙ্খ ঘোষ। প্রকাশক দে'জ পাবলিশিং (২০১৮)।
ছবিটিতে দেখা যাচ্ছে বুদ্ধদেব গুহ, নবনীতা দেব সেন, শঙ্খ ঘোষ ও শ্রীকুমার চট্টোপাধ্যায়কে।
— দেবজ্যোতি ভট্টাচার্য-এর ৬টি কল্পবিজ্ঞান এর সংকলন সবুজ মানুষ ('পত্রভারতী', বইমেলা, ২০১৮)।
— রবিন পাল-এর প্রবন্ধের সংকলন প্রবন্ধসংগ্রহ ('এবং মুশায়েরা', বইমেলা, ২০১৮)।
— সুব্রত সরকার-এর গল্পের সংকলন বাদ্যিকরের বাজনা ('এবং মুশায়েরা', ডিসেম্বর, ২০১৭)।
— তিলোত্তমা মজুমদারের দুটি উপন্যাস 'রেফ' আনন্দ পাবলিশার্স (ডিসেম্বর, ২০১৭) এবং 'জল ও চুমুর উপাখ্যান' প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে (অক্টোবর, ২০১৭)।
খোট্টাপুরাণ-- শবনম দত্ত (রম্যরচনা, ভ্রমণ..., 'অকপট', ২০১৭)
— চারকোলের মাও (*); রাহুল রায়ের গল্প-সংকলন (নাটক প্রকাশনা, ২০১৭), এবং
শাখা-প্রশাখা একটি কবিতা সংকলন (*)--রাহুল রায়, মাধুরী রায়, স্বপ্না রায় প্রমুখ আরো দু'জনের কবিতার বই (মা সারদা এন্টারপ্রাইজ, ২০১৭)
এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।