• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭০ | মার্চ ২০১৮ | সম্পাদকীয়/সমীপেষু
    Share
  • সম্পাদকীয় :

    আন্তর্জালে প্রকাশিত প্রথম বাংলা উপন্যাস কী?--এই প্রশ্নের উত্তর কয়েকটা হতে পারে। ইন্দ্রনীল দাশগুপ্তের লোকে বলে অলৌকিক পরবাসের এক থেকে এগারো সংখ্যয় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল; কমল চক্রবর্তীর ভিক্টর কুজুর প্রকাশিত হতে শুরু হয়েছিল কিছু পরে, পরবাস-৫ থেকে পরবাস-১০ অবধি। কলেবর অপেক্ষাকৃত শীর্ণ হবার কারণে এটা শেষ হয়েছিল 'লোকে বলে অলৌকিক'-এর দু'মাস আগে। (আন্তর্জালে প্রকাশিত উপন্যাসের প্রথম 'কাগুজে' বইও এটা--পরবাস প্রকাশ করেছে।) এগুলো প্রকাশিত হয়েছিল বাংলা অক্ষরে। কিন্তু যাকে আমরা সাধারণত 'বাংলিশ' বলে থাকি, সেই রোমান হরফে লেখার কথা যদি ধরি, তাহলে, আমার মতে সঙ্গত কারণেই, আন্তর্জালের প্রথম বাংলা উপন্যাসটি হলো 'রাহুলের ডায়েরি থেকে'। লেখক? সেই ইন্দ্রনীল দাশগুপ্ত। এই সংখ্যা থেকে এই উপন্যাসটির একটি পরিমার্জিত রূপ আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করছি।

    পরবাস-এর শুরুতেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সাধারণ বাংলা সংখ্যাগুলিতে পূর্ব-প্রকাশিত লেখা ছাপা হবে না। এরকম সিদ্ধান্ত না নেওয়াই স্বাভাবিক ছিল। পরবাসের পাতা ভরানো সোজা হত সেই 'আদ্যিকালে', যখন আন্তর্জালে লেখকের সংখ্যা এখনকার মতো ছিল না। আর পুরোনো দুষ্প্রাপ্য লেখার পুনরুদ্ধার প্রয়োজনীয়ও বটে। কিন্তু এখন বুঝতে পারি, এইরকম নীতি মানা কষ্টকর হলেও আমাদের আখেরে ভালোই করেছে। এবং আমরা সেই সাধারণ নিয়ম থেকে সরে আসছি না। তার ব্যতিক্রমকে দুর্লভই রাখতে চাই।

    পরবাস-৭০-এ লেখার সংখ্যা অনেক--গল্পই আছে তিরিশের ওপর। পরবাসে প্রথম লেখা দিচ্ছেন এমনও অনেকে আছেন--সবাইকে স্বাগত জানাই।

    আরেকটি উল্লেখযোগ্য খবরঃ পরবাস নিজে অনেকদিন পরে একটি বই প্রকাশ করেছে--Distant Thunder--বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'অশনি সংকেত'-এর অনুবাদ। ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রার অনুবাদ ও অতনু দেব-এর প্রচ্ছদ। অর্থনৈতিক বৈষম্য ও গ্রাম/শহরের বিভাজন ইত্যাদি এই উপন্যাসটিকে এখনো প্রাসঙ্গিক করে রেখেছে--বিভূতিভূষণের লেখার চিরকালীন মানবিক আবেদনের কথা ছেড়ে দিলেও। বাঙালির অন্যতম প্রিয় লেখকের কালজয়ী উপন্যাসটিকে বৃহত্তর পাঠকগোষ্ঠীর হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত। আশা করি আপনারাও পরবাসের এই কাজে সবরকমের সাহায্য করবেন। কোনোরকম উপদেশ দেবার থাকলে আমাদের জানাতে দ্বিধা করবেন না।

    বাংলা নববর্ষের সপ্তাহ-দুয়েক আগে পাঠকদের হাতে পরবাস-এর ৭০-তম সংখ্যাটি দিতে পেরে ভালো লাগছে। এর সঙ্গে জানাই নতুন বছরের জন্যে পরবাস-এর সকলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments