• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭০ | মার্চ ২০১৮ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : নিরুপম চক্রবর্তী



    || রেনেসাঁস ||

    খুলেছে রাত বিরেতে পক্ষী ঠেকে গানের ধোঁয়ায় গোলাপবাহার
    ডেকেছে ও রূপচাঁদ! ও রূপচাঁদ! হেয়ার সায়েব ইস্কুলে তার।
    সারারাত গানের মাতন, ভূতের নাচন, যেই জ্বলেছে গ্যাসের আলো
    বসেছে বই খুলে ঠিক বিদ্যেসাগর, এই খোকাটি বড্ড ভালো।
    টিপেছে গালখানি তার স্টার থেটারে পার্ট করেছে বিনোদিনী
    কেঁদেছে ডিরোজিও (গোলাপ নিও!) চাকরী গেছে তার সেদিনই।
    দেখেছি নিঝুম রাতে, আমার হাতে ম্যাজিক শহর যাচ্ছে পুড়ে
    কোথা যাস বিধুমুখী, জন্মসুখী আমায় দুখী রাখতে দূরে?
    গেয়েছে রাত দুপুরে জঙ্গি সুরে আমার সাথে গোপাল উড়ে।।

    || ক্‌ঌপ্ত ||

    বিচ্ছিন্ন বলতে চেয়ে ক্‌ঌপ্ত বলে বিলুপ্ত শব্দটি
    ছিন্নমস্তা ভাষা আজ ওষ্ঠে তার ধরে রেখে দিলো।
    হে ভাষা জীবন্ত হও, এ শ্মশানে শবসাধনার প্রমত্ত ধুনিটি জ্বালো
    তোমার বিচ্ছিন্ন অঙ্গ প্রতিটি নরকে দ্যাখো মাংসের দোকান খুলে কীরকম বেঁচেবর্তে আছে।
    তোমার জিহ্বা কিনে নিশ্ছিদ্র বিবরে এক নিরাসক্ত শঙ্খচূড় হেলায় চলেছে,
    বায়সের প্যাঁশনেতে নভোনীল চক্ষুদুটি একান্ত তোমার ছিলো, আজ তাকে সস্তায় বেচেছো,
    তোমার হৃৎপিণ্ড কিনে লুঙ্গিড্যান্সে মেতে আছে কবিয়াল তরুণ তরুণী
    নাচে প্রাসাদের প্রেত: তোমার টেংড়ির হাড়ে বসিয়েছে জব্বর কামড়
    তোমার নাসিকা দেখি শাঁকচুন্নি গিন্নীমার মুখে
    দিব্যি ফিট করে গেছে তোমার মস্তিষ্ক আজ
    মহাপ্রাজ্ঞ উল্লুকের ঘাড়ে:
    ওষ্ঠের নোম্যান্স ল্যান্ডে ক্‌ঌপ্ত শব্দটি শুধু অন্তহীন পরিহাসে এই বিশ্বে ফেলে রেখে তুমি চলে গেছ।।



    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments