• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭০ | মার্চ ২০১৮ | কবিতা
    Share
  • অভিধান : বিশ্বজিৎ মণ্ডল


    অধ্যয়নে ছিল যাবতীয় ভুল---
    তাড়িত সন্ন্যাস কখনও হয়ে ওঠেনি
                                        পঞ্চবটী ধাম

    একা বাল্মীকি আমি, সামলাই তামাম রামায়ণ
    জানি না, কবে অপরূপ বল্মীক মেখে মেতে
    উঠেছিলাম, সমীচিন ধ্যানে

    তারপর কেটে গেছে, দীর্ঘ পাপরঙা যুগ
    অথচ দ্যাখো, আজও উন্মত্ত আমি
    অচ্ছুত কলমে লিখে যাচ্ছি--অব্যক্ত অভিধান




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments