• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৮ | এপ্রিল ২০২০ | কবিতা
    Share
  • এ জীবনে প্রেম আসে... : স্বর্ভানু সান্যাল


    অরণ্য বৃক্ষ জল মমতাময়ী নারী
    আমায় আশ্লিষ্ট করো। পাহাড়ি
    নদীর মত বয়ে যাও বুকের গভীরে
    হতক্লান্ত দিশাহীন অজস্র মানুষের ভিড়ে
    পথ রেখা এঁকে দিয়ো জলের আখরে।

    আমি কত শত বর্ষ ধরে পথে পথে হাঁটি
    ক্লিন্ন শরীর জুড়ে লেগে থাকে ধুলো কাদা মাটি
    কখনো বৃষ্টি নামে আমি ভিজি একা বসে বসে
    মুগ্ধ সঙ্গীত বাজে হরিণীর কণ্ঠে আবেশে
    আমি শুনি। আমি খুঁজি কখনো বা প্রিয় লতা কোনো
    নারীর ঠোঁটের মত শুষে নিই জীবন সফেন

    রথচক্রের ঘর্ঘর ধ্বনি তুলে আসে
    পুরাতন দস্যু এক। আর আমি মাঘ মাসে
    পড়ন্ত রোদ্দুরে গা এলিয়ে বসি
    গত জন্মের স্বাদ লেগে থাকে জিভে। রূপসী
    আলোর দল বলে যায় বাউল সঙ্গীতে--
    “এ জীবনে প্রেম আসে আমাদের শুদ্ধ করে নিতে।”




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments