• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৮ | এপ্রিল ২০২০ | কবিতা
    Share
  • দুটি কবিতা : সুদীপ্ত বিশ্বাস


    বাক্যহারা

    বুঝতে পারোনি বুঝতে চাওনি বলে,
    সুরের ইশারা ক'জনে বা বলো বোঝে?
    কত কত মেঘ রোজ চলে যায় ভেসে
    অবুঝ মনটা তবুও তোমায় খোঁজে।


    নদী ছুটে চলে, মেঘেরাও ভেসে যায়--
    পাহাড়ের থেকে ঝর্ণারা এসে নামে,
    তবু একা একা বিষন্ন সন্ধ্যায়
    না বলা কথারা থেকে যায় নীলখামে।


    গুমরে গুমরে এ কেমন বেঁচে থাকা?
    চারদিক জুড়ে নীরবতা, গিরিখাত
    সময় চলেনা, থমকে থেমেছে চাকা,
    ঘিরে ঘিরে ধরে অমাবস্যার রাত।


    ভাঙা ডানা নিয়ে তবুও তো পথ চলি,
    শীতের বিকেলে ক্লান্ত রোদের মত
    বিষাদ রাঙানো নদী আর কানাগলি,
    দিগন্ত জুড়ে মন খারাপের ক্ষত।



    অনুরাগ

    যে ফুল ঝরেই গেছে
    কী হবে তাকে মনে রেখে?
    নতুন কুঁড়ি ফুটুক
    নতুন সূর্য উঠুক
    নতুন ভোরের ছবি নাও এঁকে।

    বয়ে চলুক নদী
    সেই ঝরা ফুলের স্মৃতি
    তবু্ও ফিরে ফিরে আসে যদি

    যতই জ্বলুক আগুন দাউ দাউ
    ঝরা ফুল বেঁচে থাকে
    কোথাও না কোথাও...


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments