• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৭৮ | এপ্রিল ২০২০ | কবিতা
  Share
 • তিনটি কবিতা : অনুষ্টুপ শেঠ


  প্রেম – ১

  লেখার খাতায় রাত্রি মেপে রাখি
  আঁধার আমার, নিকষ কালো ক্ষণ
  আর হবে না আগুন ছুঁয়ে বাঁচা
  কালি কলম পাট চুকোনো মন

  তবু পাতায় ভরে উঠছে আলো
  তবু পাতায় ভরে উঠছে কথা
  তোমার যদি একলা হওয়ার জ্বালা
  সেই মেয়েটার নিবিড় বিমর্ষতা।

  লিখছি না আর, বলার মত কী বা
  শব্দ তবু গোপন অভিসারে
  গভীর সুখে, গর্বভরে দ্যাখো
  লিখছে তোমায়, আদর অলংকারে।


  প্রেম – ২

  বেঁচে থাকার প্রতিটি দাগ তোমার চেনা
  বেঁচে থাকার প্রতিটি দিন
  তোমার আমার,
  এই ছিল না
  প্রতিশ্রুতি?

  এই ছিল না, এইটুকুনিই, জুটতে পারে,
  এমন কথা?

  কথার কথা?

  তবুও তুমি আসতে পারো।
  যখন চাও। ইচ্ছেমত।
  ইচ্ছেমত,
  বা দরকারে।
  মুখ গুঁজতে, ভার নামাতে,
  তোমার সময়সুযোগ মত
  ইচ্ছেমত
  যখনই চাও।
  থাকবে আলো। থাকবে আদর।
  উত্তাপও, যার কদর আছে।
  থাকবে, জানো,

  যদ্দিন না জ্বলে যাচ্ছে
  পুরোপুরি,
  যতক্ষণ না পুড়ে যাচ্ছে, পুড়ে কাতর
  ঝরে যাচ্ছে ছাইটুকরোয়
  পাঁজর ঘেরা স্তব্ধ হৃদয়...


  প্রেম – ৩

  শব্দ জুড়ে আদর, শুধু
  যায়না শোনা স্পষ্ট করে
  এমন মানুষ বেভুল যদি
  সামনে হঠাৎ এসেই পড়ে

  গুছিয়ে রাখা ঘরবসতের
  নিস্তরঙ্গ একলা দাওয়ায়
  সব ভেসে যায় নিয়ম নিষেধ
  যদিই তাকায়, অমন তাকায়।

  ইচ্ছে করে অনেক কিছু
  ইচ্ছে করে অবাধ্য হয়
  বুক দুরদুর দুপুরবেলার
  এই হাতে সাধ, ওই হাতে ভয়

  কিন্তু সে তো বড্ড ভীতু
  চতুর্দিকে সমন জারি
  উথালপাথাল ঢেউ না দেখে
  বিদায় নিতে ব্যস্ত ভারি

  আর কিছু না? আর কথা নেই?
  জলছলছল পলক নিচু,
  যেতে যেতেও ঘুরে তাকায়
  ভালবাসার মতন কিছু...
  অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)