• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০১ | জানুয়ারি ২০২৬ | কবিতা
    Share
  • ঘুম আসে না : সুজিত বসু




    অপরাধের অনেক চিহ্ণ ব্রণ হয়ে আমার মুখে
    অদৃশ‍্য আয়না দেখায় আমার বুকে গভীর ক্ষত
    বন্ধু তো নেই, তাই ডেকে নিই আমার ঘরে অবন্ধুকে
    লজ্জা নিয়ে, কুন্ঠা নিয়ে ঘুরতে থাকি ইতস্তত

    দেশ ভরে যায় হিংসা দ্বেষে, দেশ ভরে যায় অত‍্যাচারে
    চলতে থাকে ধর্ষণ আর দুর্নীতিও ক্রমাগত
    নীল পাখিরা দূর প্রবাসে ক্লান্ত তাদের ডানা ঝাড়ে
    শিরদাঁড়া তো বিক্রি কবে, মাথা আমার রোজই নত

    কি আসে যায়, প্রভুরা দেন বিনিময়ে টাকার পাহাড়
    বিছানাতে টাকার রাশি পাশে নিয়ে ঘুমিয়ে থাকি
    লজ্জা কবে ত‍্যাগ করেছি, চেতনাহীন শরীর অসাড়
    ভুলেই গেছে আত্মীয়রা, আর করে না ডাকাডাকি

    কোমল যত অনুভুতি সব তো গেছে বিসর্জনে
    শরীর মোড়া বর্মে আমার, ধন দৌলত আমার সেনা
    স্নেহ প্রেমের একটি কণাও থাকতে দিই না আমার মনে
    ভালোই আছি, এক একটা দিন তবুও কেন ঘুম আসে না!



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments