• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০১ | জানুয়ারি ২০২৬ | কবিতা
    Share
  • উপাসনাপর্ব : স্বপন ভট্টাচার্য


    ১.
    কোথায় বসেছ জানু পেতে
    কোথায় বাড়ানো আছে প্রার্থনার হাত?
    কোন মন্ত্রে গলাবে কুসুম
    ভাঙাবে বীজের ঘুম নিষেক সীমায়?

    এসব থামাও দেবী,
           এসো
    জানু পাতো অবিকল্প নিজস্ব ক্রীড়ায়
    শৈত্য মন্থন করে অগ্নিকে ডাকো।

    বীজের প্রার্থনাটুকু শোনো
    শিখরে স্থাপন কর মহাদ্ধিম প্রাণ।


    ২.

    ছলনাও হতে পারে
    অথবা নিছক বিভ্রম
    তবু মনে হয়, রেখা
    দুই হোক অথবা অধিক
    সমান্তরাল হলে
    মিলে যাবে কখনো কখনো

    এইসব করুণ রেখার
    বাড়ানো হাতের বড় ভয়।

    কাটা কবজির হাতে
    প্রার্থনা পাথর হয়ে জমে
    রেখারুদ্ধ শেষ ব্যারিকেডে।


    ৩.

    কিছুটা জ্বলেছে আর
    কিছুটা এখনো আছে বাকি।
    কিছুটা প্রস্ফুটিত
    কিছু আছে স্রোতসীমানায়-

    এসব মোহিনী ক্রীড়ার
    নজর আন্দাজে বড় ভয়
    পাছে ধরা পড়ে যায়।

    মাথার উপরে ধরা জঙ ধরা ফলা
    রক্ত ছলকে ওঠে বে-আদব
    অগ্নি সুষুপ্তি ভাঙে শিরায় শিরায়।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments