• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০১ | জানুয়ারি ২০২৬ | কবিতা
    Share
  • প্রার্থী : দিলীপ মাশ্চরক



    কতকাল হাত পেতে আছি
    অথচ প্রার্থনা কিছু নেই
    দুঃখ দেবে, দাও, আমি উপেক্ষাও হাত পেতে নেব

    ভালবাসা, সে তো লোকে কাব্যে লিখে রাখে
    তাও দেবে? দিতে পারো, যতক্ষণ ভিক্ষাপাত্র আছে

    আমাকে দাওনি কিছু, দেয়ালে আনত পিঠ রেখে
    একজন্ম অপেক্ষায় আছি
    রোদ ও বৃষ্টি এসে আমার শিয়রে
    রেখেছে জ্বরের হাত ...

    পাশবদ্ধ আমি
    দেখেছি খেয়ার নৌকো চলে যায় দিবসের শেষে



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments