• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০১ | জানুয়ারি ২০২৬ | কবিতা
    Share
  • কর্কট-ক্রান্তি : রাহুল রায়

    বড়ো ঘুণ ধরেছে কোষে কোষে
    শরীরের সর্বত্র ছড়ানো তারা
    জ্যান্ত সব।
    একই মায়ের দুধ খেয়ে বড়ো হওয়া
    আর, বড়ো হয়ে—
    ভাগ করে খাওয়া অন্য সবায়ের মতো
    যা-যা পুষ্টি বেয়ে আসে শরীরের নদী-নালা দিয়ে

    তবু, কী যে হয়, কেন যে হয়
    তা সঠিক জানে না কেউ
    পাগল হয়ে ওঠে তাদের কেউ-কেউ, হঠাৎই
    ঝাঁকে-ঝাঁকে বংশবৃদ্ধি
    ছড়িয়ে পড়া স্রোতে ভেসে
    নদী-নালা বেয়ে, এখান থেকে সেখানে

    শেষে যে মায়ের দুধ খাওয়া,
    যার পেটে জন্ম, তাকে
    ছিবড়ে করে ফেলে দেওয়ার চেষ্টা।




    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments