• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৭ | জানুয়ারি ২০২৫ | কবিতা
    Share
  • দু'টি কবিতা: ব্যবচ্ছেদ; বিস্তার : সেমিমা হাকিম

    ব্যবচ্ছেদ

    বিড়ালের আদর কেমন জানো?
    আঁচড়ে কামড়ে ছুঁড়ে ফেলে আবার জাপটে ধরে দুটি থাবার ভিতরে
    একটি একটি পশম পরিষ্কার করে দেয় পরম স্নেহে।

    আঘাত আর আদরের মধ্যের সূক্ষ্ম সীমারেখা নির্ধারণ করে দেয় তীক্ষ্ম দাঁত ও নখের সংযত ব্যবহার।

    সংযম ভুলে গেলে
    বিচ্ছেদ নেমে আসে...


    বিস্তার

    পুরনো স্মৃতির পাইকারি বিক্রয়মূল্য নিস্প্রভ গালের পাশে এলিয়ে পড়া শীতের রোদ।
    অনেক ভেবে চিন্তে খুচরো দরে ছেড়ে দিয়েছি সব।

    খুব যে ঠকেছি বলা চলে না!
    তাহলে কি আর এত গল্প কবিতা লেখা হত?
    বরং বলব,
    এসব জমিয়ে রাখলে এরপরে স্যাঁতা পড়ত,
    লোনা লেগে ঝুরঝুর করে ঝরে পড়লে কানাকড়ি দাম থাকত না নিজের কাছেও।

    এখন হাতে জমা সময় নষ্টের জবাবদিহির দায়।

    এতকিছুর পরেও আয়নার দিকে তাকালে দেখি-- সাদা পালকের একজোড়া ডানা আমার পিঠ জুড়ে
    ছড়িয়ে পড়তে চাইছে এই ঘর ছাড়িয়ে অনেক দূরে...



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments