• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | কবিতা
    Share
  • তিনটি কবিতা: তোমার লাবণ্যকালে; জঘনজলা; বিষাদকথন : স্বপন ভট্টাচার্য



    তোমার লাবণ্যকালে
    তোমার লাবণ্যকালে
    যে কোন স্টেশন দেখে নেমে যাওয়া যেত।
    কংক্রিট ভেদ্য ছিল। চতুর্থ মাত্রায় ছিল জলপ্রপাত। স্নানঘর জায়গা বদল করত
    আর দেওয়ালঘড়ির কাঁটা
    গড় তাপমান মেপে স্থির হয়ে যেত।
    তোমার লাবণ্যকালে।

    যে সব শয্যার গায়ে প্রসূতি লেবেল মারা ছিল তারাও পালিয়ে বাঁচে নি। তৎসৎ!
    পর্ণমোচীর দিন সহসা অতিক্রান্ত হত
    ফিদায়েঁ বোমায়। থার্মোমিটারের কাঁচ ফেটে গেলে পারদও যেমন প্রথা মেনে।
    তোমার লাবণ্যকালে যে কোন স্টেশনে।

    অবয়ব নীলাভ ও চূর্ণ, তদুপরি আয়নায় বিম্বিত।
    মাথার উপরেও এক আয়না। কোন ছায়া পড়ে না তাতে।


    জঘনজলা
    জানালার পাশটিতে ঘুঘুপাখি পেতেছে সংসার
    নীলবর্ণ মৌটুসি বারবার উড়ে আসছে ঘরে,
    বাতাসে ভাসতে থাকা ওরিওল হলুদ পালক
    অবশেষে বিছানায় মুখোমুখি বসে গেল আজ।
    সারারাত ধরে পেঁচা উড়ে উড়ে খুঁজেছে কোটর,
    সিক্ত শামুকগুলি উঠে এল খোলা বারান্দায়,
    আস্ত মৌচাক নিয়ে উড়ে এল শ্রমিকের দল
    রাতারাতি ঢিবি হল পিঁপড়ের গোপন দেরাজ।
    অনূঢ়া বাগান থেকে সিঁড়ির দখল নিল বেজি,
    বুনো শৃগালের দল তারাও আসছে চিনে বাড়ি।

    এখানেই কেন তারা? এখানে কে ডেকেছে তাদের?
    এখানে নদীর পার ততখানি নিরাপদ নয়
    এখানে আসার কথা তোমাদের ছিল কোনোদিন?
    জেনেছ কোথায় আছে জঘনজলা, অপঘনতাপ?


    বিষাদকথন
    নিষ্ঠুর কি কবিতা লেখে না? শঠ ও তঞ্চক?
    কবির ধাতব মৃত্যু মুছে দিয়ে আয়না হয়েছে
    ট্রামলাইন। তার কি কবিতা নেই কোন?
    বেয়নেট রাইফেল উপাসনাকক্ষ এ কে ফর্টিসেভেন
    তারা কি গদ্যময় আগ্নেয় জড়? যোনিপথে
    প্রোথিত অ্যাক্সেল, শব্দনিরুদ্ধ ঠোঁট বাদামী টেপ
    শুষে নিচ্ছে বিস্ফারিত চোখের জল
    শুষে নিচ্ছে লালা ও বর্ণমালা
    তাদের কবিতা নেই কোনো? কবিতা নেই
    ফণার, ছোবলের ভেঙে যাওয়া বিশ্বাসের এমন কি

    প্রকৃত বিবিক্তি চেয়ে নিরাসক্ত ধান
    ক্লিন্ন হাতের কিছু খুদকুঁড়ো অন্ন বা জল-
    যে পাতা পড়বে খসে আগামী হিমের দেওদার
    যে শিরায় রক্ত শুধু পাথরশরীর হতে বয়
    তাদেরও কবিতা থাকে বিষাদকথন,
    কবিতা নিষ্ঠুর বটে, প্রায়শই ঘাতক যেমন।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments