• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | কবিতা
    Share
  • আমি হাঁটছি : কালীকৃষ্ণ গুহ





    সম্প্রতি আমাদের এই গর্বের শহরে
    যে পৈশাচিক কাণ্ড ঘটে গেল
    তার প্রতিক্রিয়া হিসেবে সারা দেশে
    মিছিল বেরোচ্ছে।

    হাজার হাজার মিছিল।

    প্রতিবাদের সরব মিছিল
    নীরব আত্মজিজ্ঞাসার মিছিল

    ঘৃণাকে আত্মশুদ্ধিতে পরিণত করার মিছিল

    সমাজকে পাপমুক্ত করার মিছিল

    নিজের ভিতরে
    আলো জ্বালিয়ে রাখার মিছিল।

    আমি প্রতিটি মিছিলের পিছনের সারিতে প্রতিদিন সাবধানে হাঁটছি।

    আমার হাতে কোনো পতাকা নেই
    কোনো মোমবাতি নেই।

    আমি হাঁটছি
    মৃত্যুর বিরুদ্ধে
    পাপের বিরুদ্ধে
    পাপীর অহংকারের বিরুদ্ধে।

    আমাকে দেখতে পাচ্ছ না কেউ...


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments