• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | কবিতা
    Share
  • দ্রোহ : চিরন্তন কুন্ডু

    একটি চিতা থেকে আগুনের হলকা ছড়িয়ে পড়ছে শহরে
    শহর থেকে গ্রামে মফঃস্বলে উড়ে বেড়াচ্ছে ছাই
    পীঠে পীঠে দেহখণ্ড কুড়িয়ে নিচ্ছে মানুষ
    চলতে ফিরতে সেই শব সামনে এসে দাঁড়ালে
    গায়ে ঠোক্কর খেতে খেতে বুকে জড়িয়ে নিচ্ছে
    যদি প্রাণ ফিরিয়ে দেওয়া যায়

    দূরে ঘুমিয়ে থাকা শান্ত পুকুরের কোলে ভেসে ওঠা নাভি
    নাড়িছেঁড়া আর্তস্বরে ডাকছে — মা

    কাশ ফুটছে
    ভোরবেলা জল থেকে আকাশে জেগে উঠছে তৃতীয় নয়ন
    নিচে চাপ রক্ত জমে আছে

    এসো, রক্ততিলক পরি

  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments