• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | কবিতা
    Share
  • তিনটি লঘু কবিতা: দিবারাত্রির কাব্য; রহস্য; সহযোগিতা : রঞ্জন রায়



    দিবারাত্রির কাব্য
    দিনের নামে হুলিয়া বেরিয়েছে।
    খানিকক্ষণ সে ভয়ে কাঁপল।
    পাহাড়ের পেছনে ঘাপটি মেরে লুকিয়ে রইল।
    তারপর হামাগুড়ি দিয়ে বেরিয়ে এল
    রাত হয়ে।


    রহস্য
    পাতলা বইটার প্রথম এবং শেষপাতার মধ্যে
    এত দূরত্ব?
    প্রথম পাতায় লেখা-- ‘যুদ্ধ’,
    শেষপাতায় লেখা-–‘শান্তি’।


    সহযোগিতা
    একটুখানি মাথা তোলো ভাই,
    চিবুকটা তোলো আরেকটু;
    --এবার তোমার টিপতে পারি গলা।




    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments