• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | কবিতা
    Share
  • সকাল : অরণি বসু





    এই সকালে একটু আলো মুঠো খুলে ছড়িয়ে দিলে
    দুঃখগুলো বৃষ্টি হয়ে পড়ল ঝরে মাটির বুকে
    বুকের থেকে ভার নেমে যায়
    মন্দভালোর এই তো জীবন
    আলোয়কালোয় মাখামাখি
    একটু মজা একটু হাসি খুঁজতে খুঁজতে
    দৌড়ে আসি তোমার কাছে
    তুমি তখন অন্নপূর্ণা
    তুমি তখন কল্পতরু
    মুঠো খুলে উড়িয়ে দিলে আলোর পাখি
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments