• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | কবিতা
    Share
  • অশ্রুর মোহর : অঞ্জলি দাশ





    এখনও কি তোমার পাড়ায় আটপৌরে সন্ধে আসে?
    অপেক্ষার শেষপ্রান্তে ফ্রেমবন্দী হু হু হাওয়া,
    তবু তুমি হাত পেতে বসে থাকো
    কখন জোনাকি জ্বলবে ছাদের কার্নিশে?
    চিলকোঠা থেকে চুপি চুপি নেমে যাবে দিন।
    রোদ্দুরে শুকোতে দেওয়া পুরোনো শাড়িটি তুলতে ভুলে যাবে?

    রাত ঘন হলে খোলাছাদে শুরু হবে জিন আর পরীদের
    প্রাত্যহিক রয়ানীর পালা,
    বিষের ভেলায় বসে পরস্পর আঙুল তুলবে সারারাত।

    কাদা ছোঁড়াছুঁড়ি, কিছু তার ফুলের মতন
    ভাঁট বা আকন্দ, প্রেমহীন।
    হয়তো বা কালকাসুন্দের রঙ, ঝলকে উঠবে চোখে
    সে সময় গায়ে হলুদের কথা মনে করে
    শেষরাতে গলাগলি হয়ে কাঁদতে বসবে।
    এসব নতুন কিছু নয়,
    পাড়াগাঁর মেয়েদের মতো সব অল্পে হাসি সামান্যে বিষাদ।

    তোমার তো হিসেব সামান্য...
    অল্প দামে জীবনকে কিনবে বলে
    অশ্রুপাত থেকে তুমি মোহর জমাও।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments