• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬ | জুন ১৯৯৮ | কবিতা
    Share
  • শপথ ১৯শে মার্চ ’৯৮ : সুধেন্দু মল্লিক

    কাল যে আমাকে চিনতো
    সে আজ আমাকে চিনতে পারে না। মুখ ফিরিয়ে
    সরে যায়। আমিও আজ যাকে চিনি কাল তাকে
    চিনতে পারি না। মুখ ফিরিয়ে নি।

    এ ভাবেই ভারসাম্য বজায় থাকে। সুবিধা
    ও ধান্দা পরস্পরের মুখের দিকে তাকিয়ে ভাবে-
    লোকটার দাঁতগুলো কি বিশ্রী লম্বা বেরিয়ে রয়েছে,
    আর নখগুলোও যেমন উদ্ধত তেমনি বাঁকা।
    ধরে মার দেওয়া উচিত! কিন্তু মারি না।
    ভারসাম্যই আমাদের দায়িত্ব।

    কিন্তু সেইখানেই তো চিন্তা। আজ অটলবিহারী
    শপথ নিয়েছেন। চারপাশে শুধু লম্বা দাঁত আর
    ধারালো নখের ভিড়। মাথার উপর পতাকা উড়ছে কি সরল
    শুভ্র গৈরিক সবুজ। যে জানে না ভারসাম্যের তুলদাঁড়ি
    কার হাতে আজ!



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments