• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬ | জুন ১৯৯৮ | কবিতা
    Share
  • ঐ দূরে কোথাও : দেবী রায়

    সঙ্গী না পাওয়ার- মনোমতো সঙ্গী না পাওয়ার
    বেদনায়
    দুঃখিত মানুষ, প্রেমিক মানুষ নেশার দিকে হাত বাড়ায়

    অজানা ভুল, বিপদ ভয়, অসন্তোষের পারদ
    তাকে ঘুরিয়ে মারে দিনভর
    একটা ঘোরের ভিতর---

    যেভাবে এতোকাল ‘দুনিয়াদারি’ দেখে এসেছে
    তবু, হতাশ্বাসে ন্যুব্জ, শতাব্দীর অপমান
    মুছতে চেয়ে- তার বিষণ্ণতা আমি টের পাই

    দেখি, পড়ন্ত আলোয় সেই অবনত মুখ
    অভিমানে, না প্রার্থনায়
    এই দূরে কোথাও রক্তিম-সূর্য ডুবে যায়!



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments