• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬ | জুন ১৯৯৮ | কবিতা
    Share
  • এ সময় : নির্মল বসাক

    ওকে, ওর মতো থাকতে দাও
    ওর সহজাত খাদ্যপ্রাণ আছে
    আলো ও উত্তাপ আছে-
    ওর নিজের কেন্দ্রেই ও জ্বলবে…

    সতর্ক থেকো ও যেন কেন্দ্রচ্যুত না হয়
    আগুন জ্বলে উঠবে ওর মধ্যে- উঠুক
    এই পর্যন্ত সব ঠিকঠাক।

    এ সময়, উস্‌কে দিও না ওকে,
    ওকে লেলিহান হতে দিও না
    ও সর্বগ্রাসী- সতর্ক থেকো
    রোমের রাস্তার থেকে বইমেলার রাস্তা বেশি দূরে নয়…

    এ সময়, কেউ বেহালা বাজিও না।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments