• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬ | জুন ১৯৯৮ | কবিতা
    Share
  • আমাদের বাঁচামরা : বাসুদেব দেব

    ঐ অতি-ইলেকট্রনিক বাঁশির কুহক থেকে
    মেঘ নামে তমাল ছায়ায় অপার্থিব বৃষ্টি হয়
    অঙ্কুরিত হতে থাকে অসম্পূর্ণ অজস্র জীবন
         নিঃশব্দ উৎসবে

    এই তবে অনাদির জাদু এই তবে উদ্ধারের ডাক
    পুড়ে খাক আমাদের তৃষ্ণাতুর ইন্দ্রিয় সকল
    যে কৃষ্ণ-গভীর মহানভ এই তবে করুণা তোমার
    ক্ষণায়ু সংসারে আমাদের তোমার অমোঘ আক্রমণ

    ঐ অতি-ইলেকট্রনিক বাঁশির কুহকে ভেসে যায়
    আমাদের ঘর বাড়ি শরীর পদবি
    মরণকাতর এই সমস্যাজীবন
    ভেসে যায় রাসের জ্যোৎস্নায়



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments