• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬ | জুন ১৯৯৮ | কবিতা
    Share
  • ছড়া ও লিমেরিক : বৈদূর্য ভট্টাচার্য

          (১)

    দিন কাটে শুধু       আজে বাজে কাজে
    ঘোর দিবালোকে      শিখণ্ডী সাজে
            কাক

    মাঠ ভরা মেওয়া      ফলে ছলেবলে
    টুকটাক সিঁড়ি       মিহি কৌশলে
            ফাঁক

    শত একানড়ে       হাঁউ মাউ খাঁউ
    খাসা প্রীতিভোজে      মানুষটা ফাউ
            থাক

    গাদা বন্দুক       দেগে রেগে মেগে
    মাথা ভরা চুল      ছিঁড়ে ওঠে জেগে
            টাক


                (২)

             জানালার পাশেকথা শুনি কতো
             চুপি চুপি ফিসফাস
             বাঙালির পো’র পাতা আপাতত:
             হুস্টন টেক্সাস

    রাত হোলো বেশ কলকাতা হলে       ঠেলাওলাগুলো ফুটপাথ জুড়ে
             বানাতো রুটি ও ছাতু
    ট্র্যাফিক পুলিশ রুটির লোভেতে      জুটতো বেচারা পাবে কোথ্‌থেকে
             রুটি বানাবার চাটু

             টিংটিং ট্রাম গঙ্গার ধারে
             হাওয়া খেতো ঘরে ফেরবার আগে
             জি.পি.ও-র টঙে সরকারী ঘড়ি
             সময় করতো চুরি

             ময়ূরপঙ্খী চাঁদের আলোয়
             ভেসে যেতো একা চিড়িয়াখানায়
             খিলখিল করে হেসে খুন হতো
             আদিগঙ্গার বুড়ি

    (৩)

    বড়োই ভালোবাসেন খেতে রামনারায়ণ মান্না
    বৌ-এর হাতের রান্না
    রামনারায়ণ-গিন্নি
    মাখতে পারেন সিন্ন
    সিন্নি ছাড়া রামনারায়ণ কিছুই দেখি খান না

    (৪)

    অতিশয় দয়াময় সুধাময় পাণ্ডে
    নিয়মিত চাঁদা যেন আফ্রিকা ফান্ডে
    চাঁদা যেন সুধাময়
    পেট তাঁর ক্ষুধাময়
    তাঁর মতো দাতা আর নেই ব্রহ্মাণ্ডে



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments