• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫ | এপ্রিল ১৯৯৮ | কবিতা
    Share
  • কাঠকয়লা : আর্যনীল মুখোপাধ্যায়

    শীত এরকমই শরীরপ্রধান।
    কলকাতায় পাতা পুড়ছে বলে ধোঁয়া তোলে কমলাকাউন্টি
    বরফে বরফে অ্যান্টার্কটিকার দুটো ব্যস্ত পেঙ্গুইনের
    গল্পে কাটছে তোমার সঙ্গে সন্ধ্যা
    আমরা স্কেটিং করা সুন্দর সুনির্মল যুবকযুবতী
    শীতবস্ত্রহীন স্বপ্নের জাদুঘরে
    তোমাকে টেনে এনে একটাই নীল কম্ফর্টারে দুপুরবন্দী
    আকাশক্রীড়া দেখছি
    আমাদের ভাবী ছেলেমেয়েরা মেঘের ভঙ্গিতে…
    গোধূলির আগুন লেগেছে নীল কম্ফর্টারে, তার নীচে
    কখন জ্বলে উঠেছে তোমার উলবোনা শরীরের কাঠকয়লা।



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments