• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৫ | জুলাই ২০২৪ | সম্পাদকীয়
    Share
  • সম্পাদকীয় : পরবাস

    পরবাস-৯৫ প্রকাশিত হতে কিছুটা দেরি হয়ে গেল বলে গোড়াতেই ক্ষমা চেয়ে নিই। তবে আশা করি এই সংখ্যায় রচনা ও ছবির সম্ভার আপনাদের হতাশ করবে না। তিনটি মননশীল প্রবন্ধ, ছ’টি রম্যরচনা, অনুবাদসমেত উনিশটি গল্প, তিনটি ধারাবাহিক উপন্যাস ছাড়াও রয়েছে ন’জন কবির কবিতা, চারটি ভ্রমণকাহিনী, স্মৃতি আলেখ্য, গ্রন্থ সমালোচনা, ছবি ও ছোটদের পরবাসের তিনটি গল্প।

    রঞ্জন রায়ের লেখা ধারাবাহিক রচনাটি এই পর্বে শেষ হল।

    পরবাসে প্রকাশিত শাম্ভবী ঘোষের একটি উপন্যাস ২০২৪ সালে সাহিত্য আকাদেমির চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে। শিল্প-সাহিত্য-সংবাদ বিভাগে এই সুখবরটি ছাড়াও আরো কিছু প্রাসঙ্গিক তথ্য ভাগ করে নেওয়া হল।

    বরাবরই পাঠকবন্ধুদের মূল্যবান মতামতের জন্যও আমরা পরবাসের চিঠিপত্র বিভাগের দিকে তাকিয়ে থাকি। আপনাদের প্রতিক্রিয়া, সমালোচনা, পরামর্শ নির্দ্বিধায় আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা উপকৃত হব। বাড়ির ছোটরাও যদি ছোটদের পরবাস পড়ে তাদের মতামত জানায়, সে খুবই আনন্দের কথা হবে।

    বলাই বাহুল্য, পরবাসের আগামী শারদীয় সংখ্যার লেখা ও ছবির জন্যও আমরা আপনাদের দিকেই তাকিয়ে।

    অতিথি সম্পাদক: চিরন্তন কুন্ডু

  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments