• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৫ | জুলাই ২০২৪ | কবিতা
    Share
  • জীবিত : অনুষ্টুপ শেঠ

    || ১ ||
    যে হরিণী অনন্ত ছুটে চলে
    এক অবহেলা থেকে আরেক অবহেলার দিকে
    আমার সমস্ত ভ্রান্ত জন্মগুলি তার সহযাত্রী।

    || ২ ||
    যেমন বৃদ্ধ শ্বাপদ তার লোলচর্ম পায়ের উপর
    হেরে যাওয়া মাথা নামায়, শেষবার,
    তেমন নির্বাণ পাব— এই ভেবে ক্ষতবিক্ষত বেলা কাটে।

    || ৩ ||
    যখন একাকী মূষিক তার গর্তে ফেরে,
    যখন মৃত্যুরা ছোঁ মারে, আর সেবারের মতো ব্যর্থ হয়,
    আমার আরেকটা দিন ফুরোয়। রাত্রি নামে।

    || ৪ ||
    যেভাবে পাহাড়ি দাঁড়কাকের ডানায় চাপা পড়ে যায় বরফচূড়া, ঝর্ণা
    সেই ভাবে বুকের মধ্যে ইচ্ছেরা চাপা পড়ে যায়।
    আরেকটু নীরক্ত হই, আরেকটু জোরে হাসি।

    || ৫ ||
    যার জন্য জন্ম থেকে জন্মান্তর, যার জন্য জেগে থাকা ক্ষণ,
    সেই অত্যাগসহন জীবনসুখ কবেই
    চঞ্চল প্রজাপতির মতো নাগাল এড়িয়ে উড়ে গেছে।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments