১) মাঝেরহাট ব্রিজ
প্রেত জ্যোৎস্নায় শুয়েছে সেতুর শব,
সেই চৌমাথা, চেনা অক্ষরগুলি,
সাইনবোর্ডে পুরনো প্রেমের কথা,
ধুলোকাদা মাখা সেই কুলকুণ্ডলী।
ভেঙেছো যখন অন্তিম নিঃশ্বাসে,
দেখেছো কি দূরে সমুদ্র চিন্ময়ী।
সে ছায়াপথিক বিগত বসুন্ধরা,
কংক্রিটে চাপা, তবু মৃত্যুঞ্জয়ী।
পথিক ফিরেছে ওপারে অন্ধকারে
সমাপ্তি আর সমবেদনায় ক্লিষ্ট।
ধ্বনির অভাবে যেখানে প্রতিধ্বনি,
ভগ্নসেতুরা অনিকেত অবশিষ্ট।
২) তাহার নামটি ডিলিট
হয়তো কখনো আবর্জনার রাশি,
ঝেঁটিয়ে বিদায় করার যোগ্য দিন।
মুঠোফোন থেকে ডিলিট করাই খেলা,
হাওয়ার রাজ্যে ভানুমতী ডাস্টবিন।
তবুও ম্যাজিকে অথবা গুপ্তপথে,
ডিলিটেড কথা জ্যান্ত হয়েছে নাকি?
ওরা কি ফিরেছে ভৌতিক সেতু বেয়ে,
মেটাতে ওদের প্রতিহিংসার দাবি?
যেন বা ব্লিজার্ড, হিমেল হাওয়ার ছুরি
কথা বয়ে গেছে অকারণ অনিরুদ্ধ,
উত্তরমেরু কেঁপেছে তখন ত্রাসে!
বিঁধে গেছে বুকে কি ভয়ঙ্কর ক্রুদ্ধ!
সেতুর ওপারে রয়েছে নরম মাটি,
অলীক বাসনা জাতিস্মরের দেশে,
ফুটে আছে শুধু অবৈধ ঘাসফুল,
অযাচিত সেই অনন্ত অবশেষে।