সৌমিত্র বোস
sbose@ctp.com
_____________
পরবাস-এর প্রথম সংখ্যা পড়লাম। অঙ্গসজ্জা ভাল হলেও গল্প, কবিতা-র মান আর একটু ভাল হলে হত। সময়ের সঙ্গে সঙ্গে সেটা ঠিক হয়ে যাবে বলে আশা করি। তবে আমনাদের পত্রিকা মাসিক অথবা পাক্ষিক তা জানা গেল না। আশা করি পরের সংখ্যাতে সেটা জানা যাবে।
তীর্থঙ্কর ঘোষ
t.gosh@mindwarc.soft.net
_____________
পরবাস-কে দেখে প্রথমে আনন্দে লাফিয়ে উঠেছিলাম—বাংলা ভাষা, তাও web-এ। পরবাসের দিন দিন শ্রীবৃদ্ধি হোক, শুধু একটু খেয়াল রাখবেন লেখার মান যেন ঠিক থাকে। ব্যাস, আর কিছু চাই না।
অনিন্দ্য কান্তি হালদার
anindyak@rocketmail.com
_____________
আপনাদের এই প্রয়াসকে অসংখ্য সাধুবাদ জানাই এবং www-এর প্রথম বাংলা পত্রিকা হওয়ার গৌরব অর্জন করার অভিনন্দন-ও।
আশা করবো আপনাদের এই প্রয়াস বাংলা ভাষাকে একবিংশ শতাব্দীর পৃথিবীতে এক নতুন মাত্রা এনে দেবে।
অনেক প্রত্যাশা নিয়ে,
সোমদেব সেন
Somdev.Sen@msn.com
সম্পাদকের বক্তব্য: এখানে একটি ভুল স্বীকার করে নেওয়া প্রয়োজন। পাঠকের কাছ থেকে কোনরকম প্রযুক্তিগত সাহায্য আশা না করে, প্রথম বাংলা ওয়েবজিন (বোধহয়) ‘পরবাস’-ই। কিন্তু ওয়েব-এ অন্তত আরো দুটি পত্রিকার হদিশ আমরা পেয়েছি, যেখানে font কিনে বাংলা লেখা পড়া সম্ভব। তবে পত্রিকাগুলি কতদিন অন্তর বের হয় বা তাতে কী থাকে, সে সম্বন্ধে আমরা অবহিত নই। কাজেই প্রথম ওয়েবজিন হবার দাবী আমরা করে থাকলে, আমাদের পূর্বসূরিদের কাছে ক্ষমা প্রার্থনা করে সেই দাবী প্রত্যাহার করে নিচ্ছি।
_____________
প্রথম সংখ্যাতেই matured ‘পরবাস;-এর আভাস পাওয়া যায়। সম্মিলিত প্রচেষ্টার এত সুন্দর এবং সার্থক উদাহরণ খুব একটা চোখে পড়ে না আজকাল। ‘আমরা কোথায়’-এর pragmatic nature অভিনন্দন যোগ্য। তবে লেখক আরো গভীরে গেলে ভালো করতেন। মতামত ওনার নিজের, কিন্তু তা আরো প্রমাণসাপেক্ষ্য হওয়া বাঞ্ছনীয়। On the whole, লেখার ধরনটা ‘প্রবন্ধ’-র থেকে ক্রমশ দূরে সরে গেছে। ‘অ্যামিবার কাণ্ড’ বেশ মজাদার। লেখকের কল্পনাশক্তি ও presentation style unique.
ভবিষ্যতে আরও ভালো ‘পরবাস’-এর আশায় বসে রইলাম।
কিশলয় হালদার
kish@cromp.crnct.in
_____________
ভাল লাগল, অবাক হলাম, সব কিছু বাংলা স্ক্রিপ্ট-এ। আচ্ছা বাংলা লেখাগুলো এত আড়ষ্ট কেন ‘পরবাস’-এ? সবাই কি English-কে বাংলায় translate করছে? আর নয়ত… বঙ্কিমচন্দ্র ছপটি মারার ভয়ে শুধু বাংলায় ভাব-সম্প্রসারণ… বলি জল-ইলিশ-পোস্ত-বড়ি গেল কোথায়?
অভিজিৎ সেনগুপ্ত
ov@vanna.MIT.edu
_____________
পরবাসে বসে, যেখানে মানসিক খোরাকের জন্য সব সময়েই হা-পিত্যেশ করি, সেখানে ‘পরবাস’-এর মতন একটা দারুণ, সুন্দর, স্বাস্ত্যকর প্রচেষ্টার অংশীদার হতে পেরে আমার দারুণ ভালো লাগছে।
তাপস কুমার সেনগুপ্ত
Charleston, South Carolina,USA
_____________
Namashkar to all the good people who did this. That was really good. Congratulations! I had learnt to read and write Bengali when I was a kid but with time it had become difficult to get magazines to read.Now I can do it. I am somehow hating to write in English but I am really very pleased and happy about reading this.
Keep up the good job.
Suruchi Mandal
smandal@us.oracle.com
_____________
প্রথম সংখ্যা দারুণ হয়েছে। কিন্তু কোথাও নির্দিষ্ট করে বলেননি কতদিন অন্তর বেরোবে। বর্ষা সংখ্যা দেখে অনুমান করছি শরতে দ্বিতীয় সংখ্যা বের করবেন। আপনাদের সবাইকে অভিনন্দন একটি অত সুগঠিত ওয়েব পত্রিকা উপহার দেবার জন্যে। বিশেষ করে ইন্দ্রনীল দাশগপ্তের দুটি লেখা বিস্ময়কর। ইন্দ্রনীলবাবু, আপনি দেশের পত্রপত্রিকায় লেহেন-টেখেন না? আপনার প্রবন্ধ খুব সুখপাঠ্য যদিও David Lodge ও Malcolm Bradbury-র উপন্যাস পড়ে ভেবেছিলাম এত সচেতন পরিশ্রম ও শিল্পভাবনা আমি আমাদের প্রিয় সুনীল প্রভৃতির মধ্যে দেখেছি কি না। আপনার ধারাবাহিক উপন্যাস দারুণ হয়েছে। আঙ্গিক ‘সুকুমার’, অনেকটা হজবরল-র parody বলে মনে হয়। পরের কিস্তি পড়ার অপেক্ষায় রইলাম।
দেবাশিস ভট্টাচার্য
db@vodika.co.in
_____________
Hi, I am very much delighted to see the 1st number of Parabaas. I am among the many who like to solve cross-words. Cross-word is a part of almost all the mags/newspapers.
Thanks,
Santanu Banerjee
Cupertino, CA 95014
sbanerjee@loc201.tandem.com
_____________
খুবই ভালো প্রচেষ্টা। আশা করি এই পত্রিকা দিনে দিনে আরো সুন্দর হয়ে উঠবে এবং international হয়েউঠবে। তবে মনে হয় এই ভাবে উপন্যাস পড়া মোটেই সহজ নয়।
অভিজিৎ শেঠ
sethabhi@hotmail.com
_____________
After seeing this website (parabaas) I am really impressed and absolutely ecstatic about it. The idea is too good.
We Bengalis who stay far away from our motherland will cherish this. And that too an internet site in Bengali!! Fantastic.
Anyway, let me reiterate today that this is the best thing that could have happened to Bengalis today!
Pratik Chakraborty
Recruitment Manager, OST International
Chicago, Illinois, USA
pratikc@juno.com