• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৪ | এপ্রিল ২০২৪ | কবিতা
    Share
  • লিলিথ : আর্যা ভট্টাচার্য



    সুন্দরী গাছের বেড়া ভেঙে সন্তর্পণে খালবিল পার করে গুঁড়ি মেরে চুপিসারে লোকালয়ে যেমন গোপনে আসে বাঘ,
    যেতে হয় তোমার কাছেই বারবার নিরুপায় শ্বাপদের মতো।
    গভীর ঘাসের বনে শরীর লুকোনো চিতা; হালকা ঢেউ ঘাসবন জুড়ে।
    শ্ব- দন্তের চকিত ঝলক।
    পদ্মপাতার নীচে জল ছুঁয়ে চলে যায় সাপ। তিরতিরে কাঁপন উপরে ।
    শিকারের দিকে চোখ। নিদ্রাহীন জান্তব চলন। রক্তে ডাক খিদের ভীষণ।
    কামড়ে খেতে ইচ্ছে করে মাংস হাড়।
    দু’ঠোঁটের স্নায়ুতন্ত্রী ছিন্নভিন্ন করে দিয়ে তেমনই আত্মস্থ করা যাক যা কিছু তোমার।
    চেটে খেতে ইচ্ছে করে ঠোঁট ভরা স্বাদু রক্ত; টুঁটিতে বিদ্ধ করে তীক্ষ্ম দাঁত,
    উল্টে পাল্টে বেসামাল করতে তোমায় ভ্যাম্পায়ার যেন কোনো, অতি শক্তিধর।
    নররক্ত স্বাদ পাওয়া বাঘের মতন পানসে মাংসে স্বাদহীন, অতৃপ্তির বৃশ্চিক কামড় মারছে আমায় অনুক্ষণ।
    তুমুল বুভুক্ষা জমে রক্তকণিকায়।

    মাংস খুবলে খেতে চাই সেই বুক থেকে মাদক যে শক্ত বুকে প্রেম প্রেম খেলা শেষে দাওনি আশ্রয়।

    ধাতুও তো রক্তজাত। ক্ষুধার্ত শ্বাপদ চেটেপুটে সেই রক্ত খেতে চায় আজ।
    আমার আকাঙ্ক্ষা ভাসে হাওয়ায় বাতাসে। সে সংবাদ ছড়িয়েছে অরণ্যে ও গ্রামে।
    এ কথা কি সত্য হয় আমার দারুণ খিদে একা তুমি

    প্রকাশ্যে বা অনুভবে কিছুই বোঝো না ?!!!



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments