• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৪ | এপ্রিল ২০২৪ | কবিতা
    Share
  • নদীর জলকে বইতে দাও : সঞ্জীব হালদার

    নদীর জলকে বন্যার মত বইতে দাও
    দেখবে দুকূল উপচে বহু জীবনকে
    ভাসিয়েছে অনায়াসে ।
    জলের মধ্যে দিয়ে প্রাণকে, প্রাণের বিনিময়ে
    ধ্বংসকে বয়ে চলেছে অবিরাম।
    মানুষকে বঞ্চিত করে সুখ থেকে
    তৃষ্ণাকে বঞ্চিত করে চাতকের থেকে
    বয়ে চলেছে মোহনার দিকে ।

    নদীর জলকে মরুভূমিতে বইতে দাও
    দেখবে সে অন্তর্বাহিনী হয়ে গেছে।
    পথিককে করেছে তৃষ্ণার্ত,
    উদ্যানকে হরণ করেছে মায়ামৃগ রূপে।
    বালুরাশির তলে চোরাস্রোত হয়ে
    বইতে বইতে নদীরা এখানে দগ্ধ হয় ।

    নদীর জলকে অশ্রুর মত বইতে দাও
    তিক্ততাকে আশ্রয় করে বহুকাল
    তপ্ততাকে শুষে নিয়ে সূর্য থেকে
    সিঞ্চিত করে যাবে বাতাসকে ।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments