• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪ | ফেব্রুয়ারি ১৯৯৮ | মজলিশ
    Share
  • বেগেল বিষয়ক : অংকুর সাহা

    অনেক পড়েছি হেগেল, তাই;
    ক্রিম চিজ দিয়ে বেগেল খাই

    কেটেছি উন্নাসিকতাকে দাঁতে
    কাফেতে সেঁটেছি বিসকোটি, লাতে
    বাড়ি গিয়ে খাবো ডাল, আলুভাতে
    আয়েসে জীবন কাটবে ভাই। বৃষ্টি সে আছে লেগেই, তাই;
    নোয়ার দোকানে বেগেল খাই।

    দৃষ্টিকে সেও দূরে ফেলে রাখে
    সন্ধের আলো সারা গায়ে মাখে
    মাগ নিয়ে যায় দূর স্টারবাকে
    তরল ক্যাফিনে তৃপ্তি চাই।

    বন্ধুরা থাকে রেগেই, তাই;
    কিশমিশ-ঘন বেগেল খাই।

    শহরের পথ দূরে গেছে বেঁকে
    মিষ্টি হাসিকে দুই ঠোঁটে রেখে
    ক্রিম চিজ ফিলাডেলফিয়া থেকে…
    আসবে বিশাল ট্রাক বোঝাই।

    রাত্রি কাটবে জেগেই, তাই;
    পেঁয়াজ-গন্ধ বেগেল খাই ।।



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments